Showing posts with label A-Freelancer- ফ্রিল্যান্সার. Show all posts
Showing posts with label A-Freelancer- ফ্রিল্যান্সার. Show all posts

Thursday, March 27, 2014

Freelancer-14 ( গুপ্তধন খুজুন )


ফ্রিল্যান্সিং : গুপ্তধন খুজুন
গুপ্তধন খুজতে সবাই পছন্দ করে। এনিয়ে গল্প-উপন্যাস, মুভি থেকে শুরু করে গেম পর্যন্ত রয়েছে। এগুলি থেকে আপনি সত্যিকারের ধনরত্নের মালিক হতে পারেন না, তবে আনন্দ পান। আর ফ্রিল্যান্সিং কাজে গুপ্তধন খুজে ধনরত্ন পেতে পারেন।
গুপ্তধন হচ্ছে এমনকিছু যা কাছেই রয়েছে অথচ আপনি দেখছেন না। আরেকবার ভালভাবে দৃষ্টি দিন, দেখবেন সেগুলি বের করা সম্ভব, কাজে লাগানো সম্ভব। ফ্রিল্যান্সার হিসেবে আপনি কিভাবে কোন ধরনের গুপ্তধন খুজে বের করতে পারেন জেনে নিন।
.          পুরনো ক্লায়েন্ট
একসময় কারো কাজ করেছেন এরপর কাজ না থাকায় তার কথা ভুলে গেছেন, এটা খুবই স্বাভাবিক। হয়তো তিনি যোগাযোগ করেননি, আপনিও করেননি। তারকাছে কি নতুন করে কাজ পাওয়া সম্ভব ?
অবশ্যই। তিনি যদি আপনার কাজে সন্তুষ্ট থাকেন আপনি যোগাযোগ করলেই তিনি খুশি হবেন। তার নিজের অথবা পরিচিত কারো কাজের সন্ধান দেবেন।
.          যে বই পড়েননি
বই কেনা অনেকের কাছে নেশার মত। বই কিনে সেটা তখনই পড়বেন এমন কথা নেই, পড়ব বলে রেখে দিয়েছেন কিন্তু পড়া হয়নি। ব্যক্তিগতভাবে আমি নিজেও সেটা করি।
এধরনের কোন বই কি আপনার আছে যা পড়া হয়নি। কেনার সময় নিশ্চয়ই কিছু একটা কারনে কিনেছিলেন। এখন সেই কারনটাকে কাজে লাগান। হয়থ তখনকার চেয়ে বর্তমানে বেশি কাজে লাগবে।
.          পুরনো যোগাযোগ
প্রথম ক্লায়েন্ট কিভাবে পেয়েছিলেন সেটা কি মনে আছে? কিভাবে পেয়েছিলেন ? সময়ের সাথে হয়ত পদ্ধতি পাল্টেছেন। পুরনো পদ্ধতি আরেকবার ব্যবহার করে দেখুন। আগের চেয়ে দক্ষতার সাথে ব্যবহার করতে পারেন।
.          উপহার
আপনি হয়ত বিভিন্ন সময়ে নানারকম উপহার বা বিনামুল্যের জিনিষপত্র সংগ্রহ করেছেন। অনলাইনে নিউজলেটার কিংবা ইবুক, বাস্তবে কোন বুকলেট। সাধারনভাবেই এগুলিতে মানুষ বেশি গুরুত্ব দেয় না। আপনিও দেননি। নতুন করে আরেকবার দৃষ্টি দিন। একটিমাত্র বাক্য, একটি লিংক আপনার কাছে গুপ্তধনের মত উপকারী হতে পারে।
.          যে ব্লগ বা ওয়েবসাইট দেখা হয়নি
আপনি হয়ত নিজের নিয়মিত কাজে এতই ব্যস্ত যে নতুন নতুন ব্লগ-ওয়েবসাইট তৈরী হচ্ছে, আগেরগুলোতে নতুন নতুন বিষয় যোগ হচ্ছে সেগুলি দেখা হয়ে ওঠেনি। আরেকবার নতুন করে সার্চ করে দেখুন। যে কাজগুলি আপনি করেন তারসাথে সম্পর্কিত কিওয়ার্ড লিখে সার্চ করুন। এমনকিছু তথ্য পেতে পারেন যা আপনার দৃষ্টি এড়িয়ে গেছে।
.          স্থানীয় যোগাযোগ
ইন্টারনেটভিত্তিক কাজ করার সময় অনেকেই স্থানীয় বিষয়গুলিকে ভুলে যান। সেখানেও ক্রমাগত পরিবর্তন হচ্ছে। অর্থনীতি কিংবা প্রযুক্তির পরিবর্তনের ফলে সেকানেও নতুন নতুন কাজ সৃষ্টি হচ্ছে। আরেকবার যোগাযোগ করুন পুরনো বন্ধুদের সাথে, সেখানেও কাজ পাওয়ার সম্ভাবনা।

গুপ্তধন খোজার সাধারন নিয়ম নিশ্চয়ই জানেন। একাজে তাড়াহুড়ো চলে না। সময়ের চেয়ে বুদ্ধি বেশি ব্যবহার করতে হয়। চেষ্টা করলে আপনিও সফল হবেন। আপনি সেই গল্প নিশ্চয়ই জানেন যার বাড়িতে বহু স্বর্নমুদ্রা লুকানো ছিল। সে কখনো খুজে পায়নি, দরীদ্রভাবে জীবন কাটিয়ে মৃত্যবরন করেছে। সে খুজে পায়নি কারন সে খোজার চেষ্টা করেনি।


By Uzzal Malek

Freelancer-13 ( ওয়ার্ডপ্রেস টেম্পলেট বিক্রি করে আয় )


ওয়ার্ডপ্রেস টেম্পলেট বিক্রি করে আয় করুন

আপনি PHP, Javascript ভাল জানেন, সেইসাথে ফটোশপে দক্ষতা আছে। একে কাজে লাগিয়ে ওয়ার্ডপ্রেস টেম্পলেট (থিম) তৈরী করতে পারেন। তারপর বিক্রি করতে পারেন ইন্টারনেটের মাধ্যমে। কিভাবে বিক্রি করবেন সেটা যদি সমস্যা মনে হয় তাহলে সমাধান দেবে ফ্রিলান্সার। তাদের সাইটে টেম্পলেট জমা দিন। বিক্রি হলে আপনি টাকা পাবেন।
অবশ্যই আপনাকে অন্যের কাজে লাগার উপযোগি টেম্পলেট বানাতে হবে। কিছু বিষয়কে গুরুত্ব দিয়ে তেমন টেম্পলেট তৈরী করতে হবে। বিষয়গুলি জেনে নিন।
ডিজাইন : আপনার টেম্পলেট দেখতে কেমন তার গুরুত্ব সবচেয়ে বেশি। তাদের সাইটে বহু টেম্পলেট রয়েছে। এরমধ্যে সুন্দর টেম্পলেট বিক্রির সম্ভাবনা সবচেয়ে বেশি। ফটোশপের গ্রাফিক্স কিংবা ফ্লাশের এনিমেশন কিংবা অন্য কোন ইফেক্ট ব্যবহার করে টেম্পলেটকে আকর্ষনীয় করতে পারেন।
স্লাইসিং : টেম্পলেটের বিভিন্ন অংশকে ভাঘ ভাগ করে দেখে নিন। ফটোশপে একাজ করে নিলে তাকে কোডে পরিবর্তন করা সহজ। হেডার, বডি, ফুটার, সাইডবার ইত্যাদি অংশকে পৃথক পৃথকভাবে এবং সন্মিলিতভাবে দেখুন।
থিম তৈরী : ফটোশপে গ্রাফিক্স তৈরীর পর কোড লিখে তাকে থিমে রুপান্তর করুন। এরসাথে সাইডবার যোগ করার ব্যবস্থা সহ অন্যান্য ফাংশন যোগ করুন।
থিমের বৈশিষ্ট : ভাল থিমের কিছু কার্যকর বৈশিষ্ট থাকে। এসব মাথায় রেখেই থিম তৈরী করবেন। এগুলি হচ্ছে
·        SEO
·        Google Microformat Markup
·        Semantic Markup Structure
·        Smart default CSS layout
·        Dynamic body, post and comment feature
·        Seperate trackbacks and threaded comments
·        2 widget areas coded to disappear when they are empty
·        typical wordpress features
ডিজাইন ভাল হতে হবে, উইজেট ব্যবহারের সহজতা থাকতে হবে। মনে হতে পারে কাজটি অত্যন্ত কঠিন। আসলে ইন্টারনেটে এত থিম রয়েছে যে উদাহরনের অভাব নেই। ডাউনলোড করে নিন, কোন একটি থিমকে আদর্শ হিসেবে বেছে নিয়ে কাজ শুরু করুন। যেটুকু নিজের বৈশিষ্ট সেটুকু পরিবর্তন করলেই উচুমানের থিম তৈরী করতে পারেন।
ওয়ার্ডপ্রেস ছাড়াও Joomla, Drupal ইত্যাদি থিমেরও ব্যাপক চাহিদা রয়েছে।

ফ্রিল্যান্সারে একাউন্ট করার জন্য ভিজিট করুন, www.freelancer.com
এই সাইটে ফ্রিল্যান্সারের কিছকাজের অফার রয়েছে। সেখানে ক্লিক করে সরাসরি কাজের জন্য আবেদন করতে পারেন।


By Uzzal Malek

Freelancer-12 ( ক্লায়েন্ট ধরে রাখা )


      Freelancing tips: ক্লায়েন্ট ধরে রাখার জন্য কি করবেন

এই সাইটে ফ্রিল্যান্সিং সম্পর্কে বলতে গিয়ে ইন্টারনেটের মাধ্যমে কাজ করাকেই বেশি গুরুত্ব দেয়া হয়েছে। ইন্টারনেট ছাড়াও আপনি ফ্রিল্যান্সার হতে পারেন। হয়ত ফ্রিল্যান্সার হিসেবে কাজ করেও নিজেকে ফ্রিল্যান্সার মনে করছেন না। আপনি কি চাকরীর বাইরে অন্যকিছু করছেন? কারো কোন কাজ করে দেয়ার বিনিময়ে অর্থ উপার্জন করছেন। কিংবা চাকরী নেই বলে এর ওপরই নির্ভর করছেন? যদি করে থাকন তাহলেই নিজেকে ফ্রিলযান্সার বলতে পারেন।


হয়ত অনেকে অবাক হবেন বাংলাদেশে প্রোগ্রামার, গ্রাফিক ডিজাইনার, এনিমেটর, ভিডিও এডিটর, নাটক নির্মাতা, অভিনেতা এদের অর্ধিকাংশ পার্টটাইম অথবা ফুল টাইম ফ্রিল্যান্সার। যখন যেখানে কাজ পান সেখানে কাজ করেন।
ফ্রিল্যান্সারদের সবসময় নির্দিষ্ট এক অভিজ্ঞতা লাভ করতে হয়, কোন কারনে যার কাজ করছেন তিনি আপনার বদলে অন্য কারো কাছে গেলেন। এর সবচেয়ে বড় কারন অর্থ বিষয়ক। তিনি আপনার থেকে কম খরচের কারো কাছে সেবা নিচ্ছে। আপনি ইচ্ছে করলে এই সমস্যা দুর করতে পারেন।
বিষয়টি অন্যভাবে দেখুন, কেউ চান চলাফেরা করার মত একটি গাড়ি, কেউ চান প্রয়োজন মেটানোর সাথেসাথে মর্যাদা রক্ষা পায় এমন গাড়ি, কারো কাছে গাড়ি অন্যকে দেখানো বস্তু। কারো বাজেট লক্ষ, কারো ১৫ লক্ষ কারো কোটি। কাজের বিষয়টিও এভাবে ঠিক করে নিন। যিনি লক্ষ টাকার গাড়ি কিনবেন তারকাছে কোটি টাকার গাড়ি বিক্রির চেষ্টা করা বৃথা। আপনি নিশ্চয়ই বিক্রি করতে হবে একারনে দাম কমিয়ে বিক্রি করতে পারেন না।
আপনার কাজকে অন্তত ভাগে ভাগ করে নিন।
.          সাধারন কাজ : একেবারে কম টাকায় যে কাজ করা সম্ভব। আপনি কাজের মুল্য কমাচ্ছেন না, কম অর্থের কারনে সেবার পরিমান কমাচ্ছেন। গ্রাফিক ডিজাইনকে উদাহরন হিসেবে দেখতে পারেন, আপনি ইচ্ছে করলে দুদিনের কাজ দুঘন্টায় করতে পারেন। অসামান্য ডিজাইন হবে না আবার কাজ চলবে।
.          ভাল কাজ : ডিজাইনের হিসেবে ভাল ডিজাইন বলতে যা বুঝায় সেটাই করবেন। অধিকাংশ সময় এধরনের কাজই আপনি করবেন।
.          অসাধারন কাজ : সাধারন কাজ থেকে অতিরিক্ত চোখে পড়ার মত কাজ। ডিজাইনের ক্ষেত্রে ক্রিয়েটিভ ডিজাইন বলতে পারেন। এমন কিছু করবেন যা সৃষ্টিশিলতার জন্য প্রশংসালাভ করবে। যেখানে অর্থ বিষয় না, কাজটিই বিষয়।
উদাহরন হিসেবে ডিজাইন উল্লেখ করলেও অন্যান্য কাজেও এই নীতি ব্যবহার করা সম্ভব। তবে পেশাদার হিসেবে কখনও দায়সারাভাবে কাজ শেষ করবেন না। ক্লায়েন্ট টের পাবে না একথা ভেবে ফাকি দিতে চেষ্টা করবেন না।
আরেকটি মুলনীতি ঠিক রাখা জরুরী, ক্লায়েন্টকে ৩টি ভাগের কথা বুঝিয়ে বলুন। তিনি যেটা পছন্দ করবেন সেটা বেছে নেবেন। সেটা না করে যদি ভালমানের কাজের কথা বলে কাজ নেন এবং কমমানের কাজ করেন একসময় তিনি সেটা টের পাবেন। আপনি চিরদিনের জন্যই ক্লায়েন্ট হারাবেন।



By Uzzal Malek