Showing posts with label Recovery-মুছে যাওয়া ফাইল ফিরে পাওয়া. Show all posts
Showing posts with label Recovery-মুছে যাওয়া ফাইল ফিরে পাওয়া. Show all posts

Saturday, March 29, 2014

Recovery-1-মুছে যাওয়া ফাইল ফিরে পাওয়া


       নষ্ট ছবি ফেরত পেতে ডিস্ক ডক্টর ফটো রিকভারি

ছবি উঠানোর পর সেটা ঠিকমত পাচ্ছেন না ? মেমোরী কার্ডে কিংবা ফ্লাশ ড্রাইভে। কিংবা হার্ড ডিস্ক থেকে। যারা ফটোগ্রাফির সাথে জরিত তাদেরকে এই সমস্যার সামনে পড়তে হয় কখনো না কখনো। ছবি পুরো হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে।
 
বেশকিছু সফটঅয়্যার প্রচলিত রয়েছে যেগুলি ছবিকে ফেরত আনতে সাহায্য করে। নষ্ট হয়ে যাওয়া ছবি ঠিক করা যায়। এমনকি মুছে দিয়ে রিসাইকল বিন খালি করার পরও ফেরত পাওয়া যায়।
এধরনের একটি সফটঅয়্যার ডিস্ক ডক্টর ফটো রিকভারি। তাদের সাইট থেকে ট্রায়াল ভার্শন ডাউনলোড করে ব্যবহার করতে পারেন অথবা কিনতে পারেন ৪৯ ডলারে।
এই সফটঅয়্যার কাজ করে ক্যানন, নাইকন, সনি, অলিম্পাস সহ সবগুলি প্রধান ক্যামেরার সাথে এবং -মোড সহ সবধরনের ইমেজ ফরম্যাট বা ভিডিও ফরম্যাটের জন্য। সফটঅয়্যারটি ব্যবহার অত্যন্ত সহজ। ইমেজ উদ্ধার করার আগেই তার প্রিভিউ দেখে নেয়া যায়। কাজ করে অত্যন্ত দ্রুত।
ডিস্ক ডক্টর নামটি হয়ত আগেও শুনেছেন। ফ্লপি ডিস্ক বা হার্ডডিস্কের সমস্যা দুর করার জন্য ব্যবহার হচ্ছে বহু বছর ধরে। তাদের ফটো রিকভারি সফটঅয়্যার তারথেকে ব্যতিক্রমন না। শতভাগ সাফল্য দিতে সক্ষম এই সফটঅয়্যার।
এখনো যদি প্রয়োজন নাও হয়, জরুরী সময়ের জন্য এখনই হাতের কাছে রাখতে পারেন এই সফটঅয়্যার।  সম্প্রতি এর ভার্শন . রিলিজ দেয়া হয়েছে।


By Uzzal Malake

Recovery-2-মুছে যাওয়া ফাইল ফিরে পাওয়া

 মুছে যাওয়া ফাইল ফিরে পাওয়া


মুছে যাওয়া ডাটা বা ফাইল ফিরে পেতে ব্যবহার করুন ইজি রিকভারি প্রো
কম্পিউটারের ফাইল মুছে যাওয়ার অভিজ্ঞতা প্রত্যেকেরই কমবেশি আছে। কখনো ভুল করে মুছে দেয়া কিংবা কখনো নানাবিধ কারনে মুছে যাওয়ার ঘটনা প্রতিনিয়ত ঘটে। সাধারন ব্যবহারকারীর সেখানে কিছুই করার থাকে না।
অনট্রাকের ইজি রিকভারি প্রো সফটঅয়্যার ব্যবহার করে খুব সহজে মুঝে যাওয়া ফাইল ফিরে পেতে পারেন।  ডিস্কের মুছে যাওয়া ডাটা, নষ্ট হওয়া ফাইল কিংবা নষ্ট হওয়া ইমেইল সবকিছু ফেরত আনতে সাহায্য করে এই সফটঅয়্যার। এর ব্যবহার খুবই সহজ।
সাধারনভাবে মুছে যাওয়া ফাইল ফিরে ওয়ার পদ্ধতি দেখা যাক।
.          সফটঅয়্যারটি চালু করুন।
.          Data Recovery ক্লিক করুন।
.          Delete Recovery ক্লিক করুন।

.          যে ড্রাইভ থেকে ডাটা রিকভার করতে চান সেটা সিলেক্ট করুন।
কিছুক্ষনের মধ্যেই মুছে যাওয়া ফাইলগুলির নাম স্ক্যান করে আপনার সামনে তুলে ধরবে। প্রতিটি ফোল্ডার, ফাইল সহ।
.          যে ফোল্ডার-ফাইলগুলি ফিরে পেতে চান সেগুলি সিলেক্ট করুন।
.          ফেরত আনা ফাইলগুলি কোথায় রাখবে সেটা বলে দিন।
যে ড্রাইভ থেকে রিকভার করা হবে সেটা ব্যবহার করা যাবে না। যথেষ্ট যায়গাসহ অন্য ড্রাইভ ব্যবহার করুন।
আপনার কাজ এটুকুই। ডাটা রিকভারির সাধারন নিয়মগুলি জানেন নিশ্চয়ই। ফাইল মুছে গেছে একথা জানলে সেখানে নতুন ফাইল কপি করা বা এইধরনের কাজ করবেন না। যত দ্রুত সম্ভব রিকভার করে নেবেন।

 
আপনার কোন ডকুমেন্ট যদি নষ্ট হয় তকেও ঠিক করে নিতে পারেন এই সফটঅয়্যার দিয়ে। জিপ ফাইল কিংবা মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, এক্সেস ইত্যাদি রিপেয়ার করতে পারেন।
.          File Repair সিলেক্ট করুন।
.          কোন ধরনের ফাইল সিলেক্ট করুন।
.          নির্দিস্ট ফাইল (ফাইলগুলি) সিলেক্ট করুন এবং রিপেয়ার করার পর কোথায় রাখবে বলে দিন।

একই পদ্ধতিতে -মেইল রিপেয়ার ট্যাব থেকে আউটলুক বা আউটলুক এক্সপ্রেস এর ইমেইলগুলি ঠিক করে নিতে পারেন।

অবশ্য এই সফটঅয়্যার সাধারন ব্যবহারের জন্য। যদি অত্যন্ত গুরুত্বপুর্ন তথ্য নষ্ট হয় তাহলে লো-লেভেলে রিপেয়ার-রিকভারি প্রয়োজন হয়। সেকাজের জন্য অভিজ্ঞ কারো সাহায্য নেবেন।

By Uzzal Malake

Recovery-3-মুছে যাওয়া ফাইল ফিরে পাওয়া

 
মুছে যাওয়া ফাইল ফিরে পাওয়া

By Uzzal Malake

Recovery-4-অচল মেমোরী কার্ডের ফাইল আবার ফিরে পাওয়া

 
অচল মেমোরী কার্ডেফাইল আবার ফিরে পাওয়া

By Uzzal Malake