ডিস্ক
ইমেজের জন্য ব্যবহার করুন পাওয়ার-আইএসও
ডিস্ক
ইমেজ কি সেটা সম্ভবত জানেন। সিডি বা ডিভিডিতে যা থাকে ঠিক সেটারই হুবহু কপি যা হার্ডডিস্কে রাখা যায়। যদি ব্যবহার না করে থাকেন তাহলে প্রশ্ন করতে পারেন এটা প্রয়োজন কেন।
উইন্ডোজ
এক্সপি বা উইন্ডোজ ৭ এর কথাই ধরুন, কিংবা অন্য কোন অপারেটিং সিষ্টেম। আপনি একে কপি করে হার্ডডিস্কের রাখতে পারেন না। যদি কপি করেন সেখান থেকে ইনষ্টল হবে না, কারন ইনষ্টল করার সময় ডিস্ক থেকে কম্পিউটার চালু (Boot) করতে হয়। অথচ কোন কারনে আপনার সেটা হার্ডডিস্কে কপি করে রাখা প্রয়োজন। ইন্টারনেট থেকে ডাউনলোড করার সময় এটা আবষ্যকীয় পদ্ধতি। আপনি ফাইল ডাউনলোড করতে পারেন, ডিস্ক ডাউনলোড করতে পারেন না। এক্ষেত্রে সমাধান ডিস্ক ইমেজ ফাইল।