Showing posts with label Tutorial-Wordpress. Show all posts
Showing posts with label Tutorial-Wordpress. Show all posts

Sunday, April 20, 2014

Tutorial-Wordpress-12


কিভাবে ওয়ার্ডপ্রেস বিনামুল্যের ব্লগ তৈরী করবেন

ওয়ার্ডপ্রেস (Wordpress) একটি কনটেন্ট ম্যানেজমেন্ট সিষ্টেম (সিএমএস) সফটঅয়্যার। ব্লগারদের কাছে এই সফটঅয়্যার (ব্যবস্থা) অত্যন্ত জনপ্রিয় বিশেষ কিছু কারনে। যে কোন মুহুর্তে বিনা খরচে তৈরী করে নিতে পারেন আপনার ব্লগ। এজন্য ডোমেইন রেজিষ্ট্রেশন, ওয়েব হোষ্টিং কোনকিছুর জন্যই অর্থ খরচ করতে হবে না। ব্যবহার অত্যন্ত সহজ। ব্লগের তথ্য সার্চ ইঞ্জিনগুলিতে পাঠানোর কাজ সফটঅয়্যার নিজেই করে। ব্যবহারের জন্য রয়েছে অনেকগুলি টেম্পলেট। পছন্দমত যেকোনটি সিলেক্ট করে আপনার সাইটের ডিজাইন হিসেবে ব্যবহার করতে পারেন।



বিনামুল্যের ডোমেইন-হোষ্টিং ব্যবহার করলে আপনাকে বেশকিছু সিমাবদ্ধতা স্বীকার করতে হয়। যেমন আপনার সাইটের নামের সাথে .wordpress.com শব্দটি লেখা থাকবে, ভিডিও, অডিও ইত্যাদি ফাইল আপলোড করতে পারেন না, তাদের টেম্পলেট ব্যবহার করতে হবে, সেখানে ইচ্ছেমত পরিবর্তন করা যাবে না, আপনার জন্য বরাদ্দ করা যায়গা সীমাবদ্ধ ( গিগাবাইট) ইত্যাদি। কিছু ফি দিয়ে অতিরিক্ত সুবিধে পাওয়া যায়। আপনি যদি সাইটের নানারকম পরিবর্তন (বিশেষ করে ফন্ট ব্যবহার) করতে চান কিংবা যায়গা বাড়াতে চান কিংবা ভিডিও ব্যবহার করতে চান তাহলে তাদের কিছু অর্থ দিতে হয়।

এই সীমাবদ্ধতা এড়িয়ে সবকিছু নিজের মত করতে চাইলে সে ব্যবস্থাও রয়েছে। তাদেরকেই টাকা দিয়ে ডোমেইন রেজিষ্ট্রেশন করে নিন। বিনামুল্যে তাদের সফটঅয়্যার ডাউনলোড করে নিন, ব্যবহার করুন সেখানে। অর্থাত আপনি শুরুতে বিনামুল্যের সাইট তৈরী করে পরে যেকোন সময় নিজস্ব সার্ভারে সেটা সরিয়ে নিতে পারেন। আপনি যদি এডসেন্স (adsense) বিজ্ঞাপন ব্যবহার করতে চান তাহলে সেটা জরুরী কারন বিনামুল্যের সাইটে তারা এডসেন্স ব্যবহারের সুযোগ দেয় না।

কিভাবে বিনামুল্যের ব্লগ তৈরী করা যায় সে সম্পর্কে জানানো হচ্ছে এখানে।

.          ওয়ার্ডপ্রেস ব্লগ তৈরীর জন্য আপনার একটি ইমেইল এড্রেস থাকতে হবে। সেটা থাকলে তাদের ওয়েবসাইটে (http://www.wordpress.com) যান এবং বাটনে ক্লিক করুন।

.          নাম, পাশওয়ার্ড, ইমেইল সহ অন্যান্য তথ্য দিন।

.          ওয়ার্ডপ্রেসে ভাষা হিসেবে বাংলা ব্যবহার করা যায়। আপাতত ইংরেজি পছন্দ করুন।

কাজ শেস করলে আপনার ইমেইলে একটি মেইল পাঠিয়ে আপনাকে নিশ্চিত করা হবে। সেখানে একটি লিংক পাবেন http://www.sitename.wordpress.com/wp-login.php নামে, সাইটের সবকিছু নিয়ন্ত্রনের জন্য। আগামী প্রতিটি কাজের জন্য আপনি এই এড্রেসে লগ-ইন করবেন। একে বুকমার্ক করে রাখুন।

এই এড্রেসে আপনার নাম এবং পাশওয়ার্ড দিলে ড্যাসবোর্ডে পাবেন। মেনুভিত্তিক এই সফটঅয়্যার থেকে নানাধরনের পরিবর্তন, নতুন পোষ্ট লেখা, টেম্পলেট পরিবর্তন, বিভিন্ন উইজেট যোগ করা সবকিছুই করা যাবে।



সাইটের বৈশিষ্ট ঠিক করা

.          আপনার সাইটের নানারকম বৈশিষ্ট ঠিক করার জন্য কয়েকটি যায়গা রয়েছে। যেমন সাইটের নাম (যেটা দেখা যাবে), স্লোগান, ইমেইল এড্রেস পরিবর্তন, টাইমজোন, ডেট ফরম্যাট, টাইম ফরম্যাট, ভাষা ইত্যাদি পরিবর্তনের জন্য Setting অংশে General লিংকে ক্লিক করুন।

.          প্রয়োজনীয় পরিবর্তন করার পর Save changes বাটনে ক্লিক করুন।

.          সাইটের প্রথম পৃষ্ঠায় কতগুলি পোষ্ট দেখা যাবে ঠিক করুন Setting – Reading অংশ থেকে

.          এর বাইরে অন্যান্য যে পরিবর্তনগুলি রয়েছে গুলি পরিবর্তন করতে পারেন। নতুন ব্যবহারকারীর সবকিছু পরিবর্তন করতেই হবে এমন কথা নেই। ব্যবহার শুরু করে ধীরেধরে শিখে নেয়াই উত্তম।






থিম পরিবর্তন করা

.          থিম পরিবর্তন করে অন্য কোন থিম ব্যবহারের জন্য Appearance অংশে Themes লিংকে ক্লিক করুন। বিভিন্ন থিম এর প্রিভিউ সহ তাদের সুবিধেগুলি দেখা যাবে।

.          কোন থিম ব্যবহার করলে আপনার সাইট কেমন দেখাবে জানার জন্য Preview লিংকে ক্লিক করুন।

.          থিমটি আপনার সাইটে ব্যবহারের জন্য Activate লিংকে ক্লিক করুন।



উইজেট ব্যবহার

আপনার সাইটের পাশের যে সাইড বার রয়েছে সেখানে কিংবা নিচে নানাধরনের তথ্য ব্যবহার করতে পারেন। যেমন সমস্ত পোষ্টের তালিকা, সবশেষ পোষ্টগুলির তালিকা, সবশেষ মন্তব্যগুলি, ভিজিটরের সংখ্যা, আপনার নিজের পরিচিতি, ছবি বা টেক্সট। এখানে কোনকিছু যোগ করার জন্য উইজেট নামের বিশেষ ব্যবস্থা রয়েছে।

.          Appearance অংশে Widgets লিংকে ক্লিক করুন।

.          আপনার পছন্দের উইজেট ড্রাগ করে ডানদিকে নিয়ে যান।

.          সেটা কাষ্টমাইজ করা প্রয়োজন হলে করুন।




নতুন পোষ্ট লেখা

.          ড্যাসবোর্ডে ডানদিকে ওপরের দিকে New Post বাটনে ক্লিক করুন, অথবা

.          ড্যাসবোর্ডে বামদিকে মেনু থেকে Add New বাটনে ক্লিক করুন।

Add New Post স্ক্রীন পাওয়া যাবে

.          Enter Title here লেখা বক্সে পোষ্টের শিরোনাম লিখুন।

.          টেক্সট বক্সে আপনার প্রয়োজনিয় টেক্সট লিখুন। অথবা অন্য কোন সফটঅয়্যারে লিখলে কপি করে এখানে পেষ্ট করুন।

.          লেখাকে বোল্ড, ইটালিক ইত্যাদি করা প্রয়োজন হলে টেক্সট বক্সের ওপরের বাটন ব্যবহার করুন।

.          ছবি ব্যবহারের জন্য Upload/Insert এর পাশে Add an Image বাটনে ক্লিক করুন এবং Select File বাটনে ক্লিক করুন। এরফলে আপনার কম্পিউটার থেকে ছবি আপলোড কর সুযোগ পাবেন। ছবি সিলেক্ট করে আপলোড করুন।

.          ছবি আপলোড হলে প্রিভিউ দেখা যাবে এবং তাকে বামে, ডানে, মাঝখানে রাখা কিংবা কোন মাপের রাখতে চান সেটা সিলেক্ট করা যাবে। এগুলি ঠিক করে Add to post  বাটনে ক্লিক করুন।

আগের আপলোড করা ইমেজ ব্যবহার করা যাবে Add an Image উইন্ডোতে Media Library থেকে।

.          পোষ্টের জন্য ট্যাগ ব্যবহার করলে Add New Tag বক্সে সেগুলি টাইপ করে দিন। আগে ব্যবহার করা ট্যাগ ব্যবহারের জন্য সেখানে একটি বা দুটি অক্ষর টাইপ করে অপেক্ষা করুন এবং লিষ্ট থেকে সিলেক্ট করুন।

.          পোষ্টগুলিকে বিষয়ভিত্তিক ভাগ করতে চাইলে নতুন ক্যাটাগরী তৈরী করুন।

.          শেষে Publish বাটনে ক্লিক করলেই পোষ্টটি ওয়েবপেজে চলে যাবে।



ভিজিটরের তথ্য জানা

আপনার সাইটে কতজন ভিজিট করেছে, কোন সুত্র থেকে এসেছে, কোন পোষ্ট দেখেছে কিংবা কোথায় ক্লিক করেছে জানার জন্য Dashboard – Sites Stats ক্লিক করুন।

এটুকু জেনে কাজ শুরু করতে পারেন। বাকি যাকিছু উল্লেক করা হয়নি সেগুলি তুলনামুলক কম গুরুত্বপুর্ন, অথবা অন্য কাজের মত একই পদ্ধতিতে করা যায়।

আজই ব্লগিং শুরু করুন। আগামীতে নিজস্ব ডোমেন-হোষ্টি ব্যবহারের জন্য বিশেষ পদক্ষেপগুলি জানানো হবে



By Uzzal Malake

Tutorial-Wordpress-11


কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরী করবেন
ওয়ার্ডপ্রেস ব্যবহার করে দুধরনের ওয়েবসাইট তৈরী করা যায়। একটি তাদের সার্ভারে বিনামুল্যের সাইট (wordpress.com), অন্যটি তাদের সফটঅয়্যার ব্যবহার করে নিজস্ব ডোমেন/হোষ্টিং ব্যবহার করা (wordpress.org) প্রথমটিতে বেশকিছু সীমাবদ্ধতা মেনে নিতে হয়। যেমন তাদের দেয়া থিম ব্যবহার করতে হয় এবং সেখানে পরিবতর্ন করা যায় না। ফলে একদিকে যেমন পছন্দমত সাইট পাওয়া যায় না অন্যদিকে সেখানে বিজ্ঞাপন-এডসেন্স ইত্যাদি ব্যবহারের সুযোগ নেই। আবার ভিডিওসহ সব ধরনের ফাইল ফরম্যাট, যায়গার সীমাবদ্ধতা ইত্যাদিও রয়েছে। নিজস্ব ডোমেন/হোষ্টিং ব্যবহারে কোন সীমাবদ্ধতা নেই।
তাদের ডোমেন/হোষ্টিং যেহেতু ইন্টারনেট থেকেই ব্যবহার করতে হয় সেহেতু আপনাকে কোন পরিবর্তন করতে হয় না। কিন্তু নিজস্ব সাইট তৈরীর সময় আপনি যেহেতু সরাসরি ইন্টারনেটে আপলোড করে কাজ করবেন না (চাইলে করা যায়), প্রথমে নিজের কম্পিউটারে ইনষ্টল করে সবকিছু যাচাই করবেন, সেহেতু আপনার কম্পিউটারকে সার্ভার হিসেবে ব্যবহার করে ইন্টারনেটের পরিবেশ তৈরী করা প্রয়োজন। অন্যকথায় আপনার কম্পিউটারে Apache, MySql এবং PHP এই ৩টি সফটঅয়্যার  ইনষ্টল করে আপনার কম্পিউটারকে লোকাল সার্ভার হিসেবে ব্যবহার করা প্রয়োজন।
বেশ কয়েকভাবে বিনামুল্যের এই সফটঅয়্যারগুলি ব্যবহার করা যায়। একটি পদ্ধতি হচ্ছে WAMP (Windows Apache MySqo and PHP) নামের একটি সফটঅয়্যার ডাউনলোড করে ইনষ্টল করা। এই সফটঅয়্যারে সবকিছু একসাথে ইনষ্টল হয়।

লোকালহোষ্ট ইনষ্টল করা
.          যদি আপনার কাছে wamp সফটঅয়্যারটি না থাকে তাহলে (www.wampserver.com) সাইট থেকে ডাউনলোড করে নিনএবং ইনষ্টল করুন।
.          টাস্কবার থেকে সফটঅয়্যারটির আইকন রাইট-ক্লিক করে সবগুলি সার্ভিস চালু করুন।
.          আপনার ব্রাউজার (ইন্টারনেট এক্সপ্লোরার অথবা ফায়ারফক্স ইত্যাদি) ওপেন করুন এবং এড্রেসবারে টাইপ করুন http://localhost
Howdy, folk! লেখা একটি পেজ ওপেন করে। এইনামে একটি ফাইল রয়েছে আপনার লোকালহোষ্ট নামের ফোল্ডারে। ফাইলটি রয়েছে index.php নামে আপনার হার্ডডিস্কের C:\wamp\www ফোল্ডারে। এখানে যে ফাইল রাখবেন সেটা ব্রাউজারে ব্যবহার করা যাবে ইন্টারনেটে থাকা ফাইলের মত। এর অর্থ আপনার লোকাল সার্ভার ইনষ্টলেশন ঠিক আছে এবং PHP ঠিকভাবে কাজ করছে। এটা আপনার root ফোল্ডার। ওয়ার্ডপ্রেস সফটঅয়্যার ইনষ্টল করতে হবে এই ফোল্ডারে।
.           যদি ঠিক না থাকে তাহলে কোথায় সমস্যা খুজে বের করুন এবং আবার চেষ্টা করুন

ওয়ার্ডপ্রেস ইনষ্টল করা
.          তাদের সাইট থেকে (www.wordpress.org) সবশেষ ভার্শনের ওয়ার্ডপ্রেস সফটঅয়্যারটি ডাউনলোড করে নিন। এটাও বিনামুল্যের।
.          যদি জিপ করা থাকে তাহলে আনজিপ করুন।
.          সবগুলি ফাইলকে কপি করুন লোকাল হোষ্টের রুট ফোল্ডারে (C:\wamp\www)
.          ওয়ার্ডপ্রেসের index.php নামে নিজস্ব একটি  ফাইল রয়েছে। আগের ফাইলকে রিপ্লেস করে নতুন ফাইলটি রাখুন।
.          ফাইলগুলির মধ্যে wp-config-sample নামে একটি ফাইল রয়েছে। এর নাম পরিবর্তন করে নাম থেকে sample অংশটুকু বাদ দিয়ে wp-config নামের অংশটুকু রাখুন।
.          আগের মত লোকাল হোষ্ট থেকে index.php ফাইল ওপেন করতে চেষ্টা করলে একটি ডাটাবেজ কানেকশন সংক্রান্ত এরর মেসেজ পাওয়া যাবে।
.          সিষ্টেম ট্রে থেকে wamp ব্যবহার করে phpmyadmin ওপেন করুন।
.          নতুন ডাটাবেজ তৈরীর জন্য database লিংকে ক্লিক করুন।
.          create new database অংশে একটি নাম টাইপ করে দিন (যেমন wordpress) create বাটনে ক্লিক করলেই ডাটাবেজ তৈরী হবে।
.          Privileges লিংকে ক্লিক করুন এবং এই পেজে নিচের দিকে পাশওয়ার্ড অংশে No Password সিলেক্ট করুন। Go লিংকে ক্লিক করুন। এরপর এটা বন্ধ করে দিন।
.          ডাটাবেজের তথ্য wp-config ফাইলে ডাটাবেজ নাম এবং অন্যান্য তথ্য দেয়ার জন্য ফাইলটি নোটপ্যাড দিয়ে ওপেন করুন।
.          ডাটাবেজ নেমের যায়গায় নতুন ডাটাবেজের নামটি টাইপ করে দিন।
.          ইউজারনেমের  যায়গায় admin টাইপ করে দিন।
.          পাশওয়ার্ডের যায়গা থেকে লেখা মুছে শুধুমাত্র কমা চিহ্নদুটি রাখুন
.          ফাইলটি সেভ করুন।
.          ব্রাউজারে নতুনভাবে কালহোষ্ট চালু করলে ওয়ার্ডপ্রেসের সেটআপ পেজ পাওয়া যাবে। এখানে সাইটের নাম, ব্যবহারকারীর নাম, পাশওয়ার্ড, ইমেইল এড্রেস ইত্যাদি দিয়ে দিন।
.          Install Wordpress বাটনে ক্লিক করুন। মুহুর্তে ওয়ার্ডপ্রেস ইনষ্টল হবে এবং আপনাকে সেটা জানানো হবে।
.          Log In বাটনে ক্লিক করুন।
.          আপনার দেয়া নাম এবং পাশওয়ার্ড দিয়ে দিন। ওয়ার্ডপ্রেসের ড্যাসবোর্ড পাওয়া যাবে।

এরপর বাকি সমস্ত কাজ ড্যাসবোর্ড থেকে করা যাবে। ওয়েবনাইটের সমস্তকিছু ঠিক করা হয়ে গেলে FTP সফটঅয়্যার ব্যবহার করে ফাইলগুলি আপনার সার্ভারে আপলোড করবেন।
·        ওয়ার্ডপ্রেস ছাড়াও আপনি যদি জুমলা বা এইজাতিয় অন্য সফটঅয়্যার ব্যবহার করেন তাহলেও এই পদ্ধতিতে ইনষ্টল করতে পারেন।
·        উইন্ডোজের যায়গায় ম্যাকিন্টোস ব্যবহার করলে WAMP এর বদলে MAMP ব্যবহার করুন।


By Uzzal Malake

Tutorial-Wordpress-10


Wordpress : ওয়ার্ডপ্রেস সাইট তৈরী ব্যবহার

ওয়ার্ড প্রেস ব্যবহার করে বিনামুল্যের সাইট তৈরী (wordpress.com) এবং নিজস্ব কম্পিউটারে লোকাল হোষ্ট ব্যবহার করে সাইট তৈরীর (wordpress.org) টিউটোরিয়াল আগে উল্লেখ করা হয়েছে। এবারে দেখা যাক কিভাবে সাইটের অন্যান্য কাজ করবেন।


টিউটোরিয়াল অনুযায়ী সাইট তৈরী করার পর লগিন মেন এবং পাশওয়ার্ড দিয়ে ঢুকলে এধরনের একটি স্ক্রিন পাবেন। এর নাম ড্যাসবোর্ড। উদাহরনের সাইটের নাম my new site. ওয়ার্ডপ্রেস নিজে থেকে Hello world! নামে একটি পোষ্ট তৈরী করে। নতুন একটি পোষ্ট তৈরী করার পদ্ধতি দেখা যাক।





Quickpress ব্যবহার করে পোষ্ট তৈরী


স্ক্রিনের ডানদিকের Quickpress লেখা অংশ ব্যবহার করে দ্রুত ছোট আর্টিকেল পোষ্ট করতে পারেন। এজন্য যা করবেন,

.          Title অংশে পোষ্টের টাইটেল লিখুন। বালা অথবা ইংরেজি ব্যবহার করা যাবে।

.          Content অংশে আর্টিকেলটি টাইপ করুন, অথবা অন্য কোথাও টাইপ করা থাকলে কপি করে পেষ্ট করুন।

.          ইমেজ যোগ করার জন্য Add an Image আইকনে ক্লিক করুন।


.          Select Image বাটনে ক্লিক করে ইমেজটি সিলেক্ট করুন এবং ইমপোর্ট করুন। নিজস্ব হার্ডডিস্ক ছাড়াও ওয়েব এড্রেস থেকে বা আগের ইমপোর্ট করা ইমেজ ব্যবহার করা যাবে।

.          ইমেজের বদলে টেক্সট ব্যবহার করলে সেটা টাইপ করুন (Alternate text), ক্যাপশন দিতে চাইলে টাইপ করুন (ক্যাপশন ছবির নিচে দেখা যাবে), বর্ননা টাইপ করুন।

.          এলাইনমেন্ট অংশে সিলেক্ট করুন ছবিটি মাঝখানে, বামে নাকি ডানদিকে দেখা যাবে।

.          ইমেজটি কোন সাইজে দেখা যাবে বলে দিন সাইজ অংশে।

.          Insert Into post ক্লিক করুন। ছবিটি আর্টিকেলের সাথে পাওয়া যাবে। কুইকপ্রেসে ইমেজটি দেখা নাও যেতে পারে, সাধারন পোষ্ট যোগ করার সময় ইমেজটি দেখা যাবে।

.          Tags অংশে আর্টিকেলের ট্যাগ টাইপ করে দিন। সাধারনত একই ধরনের বিষয়গুলির জন্য একটি শব্দ ব্যবহার করা হয়। সেখানে ক্লিক করে একই ধরনের পোষ্টগুলি দেখা যায়।

.           পোষ্টটি সাইটে পাঠানোর জন্য Publish বাটনে লিক করুন।

.          পোষ্টটি এখনই পাবলিশ না করে সেভ করে রাখার জন্য Save Draft বাটন ব্যবহার করতে পারেন। পরবর্তীতে যে কোন সময় একে ওপেন করে পাবলিশ করা যাবে।

.          স্ক্রীনের ওপরে সাইটের নামের ওপর (এখানে my new site) ক্লিক করলে নতুন পোষ্ট সহ মুল ওয়েবসাইট দেখা যাবে।



সাধারন পোষ্ট তৈরী

বড় পোষ্ট তৈরীর জন্য কুইকপ্রেস ব্যবহার না করে সাধারন Add new post স্ক্রীন ব্যবহার সুবিধেজনক। বেশি যায়গা ছাড়াও এতে অতিরিক্ত কিছু সুবিধে রয়েছে।

.          মেনু থেকে Posts সিলেক্ট করুন।

.          Add New সিলেক্ট করুন। Add new post উইন্ডো পাওয়া যাবে।

এখানে কাজের পদ্ধতি কুইকপ্রেসের মতই।



পোষ্ট মুছে দেয়া

ওয়ার্ডপ্রেসের দেয়া নামের পোষ্ট অথবা অন্য কোন পোষ্ট মুছে দেয়ার জন্য যা করতে হবে;

.          ড্যাসবোর্ডে বামদিকের মেনুতে Posts লিংকে ক্লিক করুন। পোষ্টগুলির লিষ্ট দেখা যাবে।

.          যে পোষ্ট মুছে দিতে চান সেখানে মাউস পয়েন্টার আনুন

.          Trash লিংকে ক্লিক করুন।



পোষ্ট ব্যবহারের অন্যান্য দিকগুলি উল্লেখ করা হবে আগামী টিউটোরিয়ালে।


By Uzzal Malake