Showing posts with label Tutorial-Joomla. Show all posts
Showing posts with label Tutorial-Joomla. Show all posts

Saturday, April 19, 2014

Tutorial-Joomla-6


জুমলা - ওয়েবসাইট তৈরির অসাধারণ এপ্লিকেশন



বর্তমান সময়ে কম্পিউটারে আমাদের দৈনন্দিন কর্মকান্ডগুলো হয়ে পড়ছে ইন্টারনেট নির্ভর। ওয়েব এপ্লিকেশনগুলো ধীরে ধীরে ডেস্কটপ এপ্লিকেশনের স্থান দখল করে নিচ্ছে। ছোট বড় যে কোন ধরনের ব্যাবসা প্রতিষ্ঠানের জন্য একটি ওয়েবসাইট থাকাটা হয়ে পড়ছে বাধ্যতামূলক। যাদের প্রোগ্রামিং জানা আছে তারা হয়ত নিজের প্রতিষ্ঠানের জন্য ওয়েবসাইট নিজেই তৈরি করে নিতে পারবেন। তবে অন্যদের জন্য একটি ওয়েবসাইট তৈরির খরচ কিন্তু নেহায়েত কম নয়।



যুগের এই চাহিদা মেটাতে জুমলা (Joomla) হচ্ছে এমন একটি সফটওয়্যার যা দিয়ে একটি পূর্ণাঙ্গ ওয়েসাইট তৈরি করা যাবে কোন রকমের প্রোগ্রামিং এবং টেকনিক্যাল জ্ঞান ছাড়াই। জুমলা হচ্ছে একটি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (CMS) কন্টেন্ট বলতে বোঝায় লেখা, ছবি, শব্দ, ভিডিও ইত্যাদি। জুমলার অসংখ্য বৈশিষ্ঠ্যের মধ্যে অন্যতম হচ্ছে এর সহজ ব্যবহারযোগ্যতা এবং এটি দিয়ে যে কোন ধরনের ওয়েবসাইট তৈরির ক্ষমতা। জুমলা দিয়ে ইকমার্স ওয়েবসাইট থেকে শুরু করে অনলাইন ম্যাগাজিন, সংবাদপত্রের ওয়েবসাইট, সরকারী/বেসরকারী প্রতিষ্ঠানের ওয়েবসাইট, ছোট-বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানের ওয়েবসাইট, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়েবসাইট, ব্যক্তিগত পারিবারিক ওয়েবসাইট খুব সহজেই তৈরি করা যায়। সর্বোপরি জুমলা হচ্ছে ওপেন সোর্স যা সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করা যায়।



চিত্র: একটি জুমলা সাইটের হোমপেইজ



www.joomla.org ওয়েবসাইট থেকে বিনামূল্যে জুমলা ডাউনলোড করা যাবে। জুমলা তৈরি করা হয়েছে PHP এবং MySQL এর সমন্বয়ে। তাই জুমলা ইন্সটল করার পূর্বে কম্পিউটারে একটি ওয়েব সার্ভার ইন্সটল করে নিতে হবে। জনপ্রিয় একটি ওয়েব সার্ভার সফটওয়্যার হচ্ছে XAMPP কম্পিউটারে জুমলা ইন্সটল করার পূর্ণাঙ্গ দিকনির্দেশনা পাওয়া যাবে help.joomla.org সাইট থেকে।



চিত্র: জুমলার এডমিনিষ্ট্রেশন প্যানেল



জুমলার এক্সটেনশন

যদিও জুমলাকে সাধারণভাবে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বলা হয়, তবে জুমলার ব্যবহার শুধুমাত্র তথ্য ব্যবস্থাপনার উপরই সীমাবদ্ধ নয়। বিভিন্ন এক্সটেনশন (Extension) যোগ করে এটিকে যে কোন ধরনের ওয়েবসাইটে রূপান্তর করা যায়। এক্সটেনশন হচ্ছে অতিরিক্ত প্রোগ্রাম যা জুমলাকনতুন নতুন বৈশিষ্ঠ্য দান করে। এই এক্সটেনশনগুলো জুমলার ব্যবহারকারীরাই তৈরি করে থাকে যা extensions.joomla.org সাইট থেকে বিনামূল্যে ডাউনলোড করা যায়। জুমলাতে একটি নতুন এক্সটেনশন যুক্ত করা খুবই সহজ, অনেকটা কোন অপারেটিং সিস্টেমে একটি সফটওয়্যার ইন্সটল করার মতই। এক্সটেনশনের zip ফাইলকে এডমিনিস্ট্রেশন প্যানেল থেকে আপলোড করে দিলেই হল। জুমলা পাঁচ ধরনের এক্সটেনশন সাপোর্ট করে: কম্পোনেন্ট, মডিউল, প্লাগইন, টেম্পলেট এবং ল্যাঙ্গুয়েজ।

) কম্পোনেন্ট: জুমলা হচ্ছে একটি ওয়েব এপ্লিকেশন, আর কম্পোনেন্ট হচ্ছে জুমলার অভ্যন্তরে আরেকটি এপ্লিকেশন। কম্পোনেন্টগুলো জুমলার API এর উপর ভিত্তি করেই তৈরি করা হয়ে থাকে। জুমলাকে উইন্ডোজ অপারেটিং সিস্টেম হিসেবে কল্পনা করলে, জুমলারকন্টেন্ট কম্পোনেন্টকে মাইক্রোসফট ওয়ার্ড হিসেবে বলা যায়। তবে অপারেটিং সিস্টেমে যেখানে এক সাথে একাধিক প্রোগ্রাম চালানো যায়, সেখানে জুমলার একটি পৃষ্টায় মাত্র একটি কম্পোনেন্ট লোড হয়। কম্পোনেন্টটি সেই পৃষ্ঠার মূল কাজগুলো সম্পন্ন করে থাকে।



) মডিউল: মডিউলগুলো কম্পোনেন্টের বাইরে অবস্থান করে জুমলাকে অতিরিক্ত বৈশিষ্ঠ্য প্রদান করে। মডিউল সাধারণত একটি নির্দিষ্ট কাজের জন্য ব্যবহৃত হয়, যেমন মেনু, লিস্ট, ব্যানার প্রদর্শন করা ইত্যাদি।



) প্লাগইন: প্লাগইন এর নানা ব্যবহার রয়েছে। তবে সাধারণত একটি কম্পোনেন্টের ক্ষমতা বাড়াতে প্লাগইন ব্যবহৃত হয়ে থাকে। উদাহরণসরূপ TinyMCE টেক্সট এডিটর প্লাগইন এর সাহায্যে অনেকটা মাইক্রোসফট ওয়ার্ডের মত করে লেখা সম্পাদন করা যায়।



) টেম্পলেট: টেম্পলেট একটি সাইটের লেআউট এবং ডিজাইন প্রদান করে থাকে। HTML/CSS দিয়ে তৈরি করা ডিজাইনকে একটি নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে খুব সহজেই জুমলার টেম্পলেটে রূপান্তর করা যায়। বিভিন্ন সাইটে জুমলার ফ্রি টেম্পলেট পাওয়া যায়, যা একটি মাত্র ক্লিকের মাধ্যমেই সাইটে ইন্সটল করা যায়। জুমলার ফ্রি টেম্পলেট পাওয়া যায় এরকম কয়েকটি সাইট হচ্ছে www.joomla24.com, www.freetemplatehome.com, www.joomlatp.com



) ল্যাঙ্গুয়েজ: বাংলাসহ বিশ্বের ৬০টিরও অধিক ভাষায় জুমলা পাওয়া যায়। অন্যান্য এক্সটেনশন যোগ করার মত জুমলায় ভাষা পরিবর্তন করাও খুব সহজ।




Tutorial-Joomla-5


জুমলা কেন ব্যবহার করবেন

জুমলা একটি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিষ্টেম (Content Management System, CMS)। এটা ব্যবহার করে সাধারন ওয়েব সাইট থেকে ব্লগ সবকিছুই করা যায়। আরেক জনপ্রিয় সিএমএস সফটঅয়্যার ওয়ার্ডপ্রেসের মত একে বিনামুল্যের হোষ্টিং-এ ব্যবহার করা যায় না, যদিও সফটঅয়্যারটি বিনামুল্যের। তাদের ওয়েবসাইট থেকে যে কোনসময় ডাউনলোড করে নিতে পারেন। কিন্তু ব্যবহারের জন্য আপনার নিজস্ব ডোমেন-হোষ্টিং ব্যবহার করতে হবে। তারপরও জুমলা অত্যন্ত জনপ্রিয় একটি সফটঅয়্যার। বিশেষ করে বাংলাদেশে অনেক বাংলা সাইট তৈরী করা হয়েছে জুমলা ব্যবহার করে। এর সুবিধের দিকগুলি একবার দেখে নেয়া যাক।



জুমলা প্রথম ব্যবহার শুরু হয় ২০০৫ সালে। শুরুতে নাম ছিল মাম্বো (Mambo)। এর সাহায্যে ওয়েবসাইট তৈরী করা, ইন্টারনেটে ব্যবহার করা, সমস্যা দুর করা তুলনামুলক সহজ। ওয়েবসাইট দেখতে সুন্দর।

ওয়েবসাইট তৈরী করতে এইচটিএমএল জানা প্রয়োজন। কম এইচটিএমএল জেনে ওয়েবসাইট তৈরী কথা মাথায় রেখে তৈরী করা হয়েছে এডবি ড্রিমওয়েভার কিংবা মাইক্রোসফট ফ্রন্টপেজ। তারপরও, কয়েক পাতা ছাড়িয়ে বেশির দিকে গেলে নির্মাতাকে সমস্যায় পরতে হয়। আর সেখানেই ভুমিকা রাখে সিএমএস। একদিকে সাইট তৈরী সহজ অন্যদিকে হাজার হাজার পৃষ্ঠা হলেও কোন সমস্যা নেই। মুলত টাইম এর মত পত্রিকা তাদের সমস্ত প্রকাশনা ব্যবহারের জন্য সিএমএস ধারনাটি তৈরী করে।

এজন্য রয়েছে বেশকিছু সফটঅয়্যার। ওয়ার্ডপ্রেস, দ্রুপল এগুলি অত্যন্ত জনপ্রিয়। তারপরও জুমলা কিছু সুবিধার কারনে ছোট-বড় সব ধরনের প্রতিস্ঠান এবং ব্যক্তিগত সাইটের জন্য ব্যবহৃত হচ্ছে।

জুমলার সুবিধেগুলি একনজরে দেখে নেয়া যাক।

.          সহজ ইন্টারফেসের মাধ্যমে জটিল ম্যানেজমেন্টের কাজ করার সুযোগ।

.          গ্রাফিক্স, ফাইল কিংবা অন্যান্য মিডিয়া ব্যবহারের ওয়েবভিত্তিক ব্যবস্থাপনা।

.          কন্টেন্ট এপ্রোভাল ফিচার। ফলে অন্য কেউ অবদান রাখতে পারেন।

.          গ্রুপ ম্যানেজমেন্ট সুবিধে।

.          অটোমেটেড মেনু ম্যানেজমেন্ট।

.          অটোমেটেক পাবলিশিং এর জন্য আর্টিকেল তৈরী করা।

.          ব্যবহারকারীর নিরাপত্তা



এছাড়াও রয়েছে ভিজ্যুয়াল এডিটর (WYSIWYG), সাইটের অটোমেটিক ফুল টেক্সট সার্চ, আরএসএস এবং এটম ফিড, বিল্ট ইন ইউজার পোলিং, ব্যানার বিজ্ঞাপন ব্যবস্থাপনা, সব প্রধান অপারেটিং সিষ্টেমে কাজ করার সুযোগ, ওপেন সোর্স লাইসেন্স ইত্যাদি।

সত্যিকার অর্থে এর বড় ভুমিকা ই-কমার্স এর ক্ষেত্রে ব্যবহার। শপিং কার্ট, ইমেজ গ্যালারী, ইনভেন্টরী ম্যানেজমেন্ট, পয়েন্ট অব সেল ইত্যাদির জন্য রয়েছে প্লাগ-ইন। এর বাইরেও কয়েকশত বিনামুল্যের প্লাগইন রয়েছে নানাবিধ কাজের জন্য।

আর সৌন্দর্য বাড়ানোর জন্য রয়েছে বহুসংখ্যক টেম্পলেট বা থিম। ব্যবহারকারী যেকোনটি ব্যবহার করতে পারেন অথবা নিজের পছন্দমত তৈরী করে নিতে পারেন।

আরেক জনপ্রিয় সিএমএস সফটঅয়্যার ওয়ার্ডপ্রেসের সাথে তুলনা করে বলা যায়, জুমলায় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ভাল কাজ করে, ওয়ার্ডপ্রেসের তুলনায় বেশি নিরাপত্তা দেয় এবং ই-কমার্সের জন্য বেশি উপযোগি।

অবশ্য সব বিষয়েই ওয়ার্ডপ্রেস থেকে এগিয়ে একথা বললে অতিরিক্ত বলা হয়। অনেকের কাছেই ওয়ার্ডপ্রেস ব্যবহার তুলনামুলক সহজ মনে হতে পারে। অন্তত সাধারন ব্লগের জন্য ওয়ার্ডপ্রেস খুবই ভাল সফটঅয়্যার। কিন্তু যদি বড় ধরনের কোম্পানীর বিষয় হয় তাহলে জুমলা এগিয়ে।

জুমলা ব্যবহারের জন্য কম্পিউটারে লোকাল সার্ভার তৈরী করে নিতে হয়। জুমলা ইনষ্টল করে কাজ শুরুর বিষয়টি আগামীতে উল্লেখ করা হবে। এই সময়ে তাদের ওয়েবসাইট ভিজিট করে জুমলা সম্পর্কে আরো তথ্য পেতে পারেন, কিংবা সফটঅয়্যার ডাউনলোড করে নিতে পারেন।

www.joomla.org


By Uzzal Malake

Tutorial-Joomla-4


জুমলা কিভাবে ইনষ্টল করবেন, Joomla Installation
জুমলা ব্যবহার করতে হয় সার্ভার থেকে। এরসাথে প্রয়োজন হয় ডাটাবেজ সার্ভার। আপনি যখন সার্ভার ভাড়া করবেন তখন আপনাকে সার্ভার এবং ডাটাবেজ ব্যবহারের অনুমতি দেয়া হবে। কিন্তু আপনি যখন নতুন সাইট তৈরী করবেন তখন নিজস্ব কম্পিউটারে Apache, MySQL এবং PHP ইনষ্টল করে নেবেন। সেখানে ওয়েবসাইট তৈরী, তাকে নিজের পছন্দমত করা, কোন সমস্যা থাকলে ঠিক করা ইত্যাদি করে নেবেন তারপর আপলোড করবেন সার্ভারে।
জুমলা ওয়েবভিত্তিক সফটঅয়্যার, অন্য সফটঅয়্যারের মত নিজে কাজ করে না। কিভাবে Apache-MySQL ইনষ্টল করে জুমলা ইনষ্টল করবেন এবং জুমলা ওয়েবসাইট তৈরী করবেন উল্লেখ করা হচ্ছে এখানে।

ইনষ্টল করা
WAMP সহজ এবং ছোট একটি সফটঅয়্যার যার মাধ্যমে Apache, MqSQL, PHP ইত্যাদি ব্যবহারের সুযোগ পেতে পারেন (ম্যাকিন্টোস ভার্শনের নাম MAMP)। ডাউনলোড করে নিন www.wampserver.com সাইট থেকে।
জুমলা বিনামুল্যের সফটঅয়্যার। এটাও ডাউনলোড করে নিন তাদের ওয়েবসাইট থেকে। জিপ করা ফাইলগুলিকে আপজিপ করে নিন।


.          অন্যান্য সাধারন সফটঅয়্যারের মত সেট-আপ চালু করে ইনষ্টল করুন। আপনার হার্ডডিস্কে C:\wamp ফোল্ডারে এটা ইনষ্টল করে। ইনষ্টলেশন খুবই সহজ। কোনকিছুতে পরিবর্তন না করে Next বাটনে ক্লিক করুন।
.          ইনষ্টলেশন শেষ হলে সেখান থেকেই সফটঅয়্যারটি চালু করুন।
.          আপনার ব্রাউজার (ইন্টারনেট এক্সপ্লোরার অথবা ফায়ারফক্স ইত্যাদি) ওপেন করুন এবং এড্রেসবারে টাইপ করুন http://localhost
wamp হোম পেজ ওপেন হবে। এখান থেকে phpmyadmin ব্যবহার করা যাবে। phpmyadmin লিংকে ক্লিক করে ওপেন করুন।
.          ডাউনলোড করা জুমলা ফাইলগুলি localhost এর অধীনে www ফোল্ডারে কপি করুন।
.          ডিফল্ট ফোল্ডারের নাম পরিবর্তন করে কাজের সাথে মানানসই একটি নাম টাইপ করে দিন।  ধরুন এই নাম bangladesh.
.          আপনার ব্রাউজারে (ইন্টারনেট এক্সপ্লোরার অথবা ফায়ারফক্স) চালু করুন। এড্রেসবারে টাইপ করুন http://localhost/bangladesh  জুমলা ইনষ্টলেশন শুরু হবে।
.          প্রথম স্ক্রিনটি ভাষা সিলেক্ট করার জন্য। আপাতত ডিফল্ট ইংরেজি রাখুন। Next বাটনে ক্লিক করুন।
.          পরের ধাপ আপনার লোকাল হোষ্ট ঠিকমত ইনষ্টল হয়েছে কিনা যাচাই করা। সবগুলির জন্য সবুজ চিহ্ন দেখলে জানবেন ইনষ্টলেশন ঠিকমত হয়েছে। কোন সমস্যা থাকলে নতুনভাবে ইনষ্টল করুন।
.          পরের স্ক্রিনে রয়েছে জুমলার লাইসেন্স। এটা ব্যবহারের শতগুলি আপনাকে মেনে চলতে হবে। রাজী থাকলে Next বাটনে ক্লিক করুন।
.          এর পরের স্ক্রিনের বিষয়গুলি গুরুত্বপুর্ন। এখানে ডাটাবেজ ঠিক করে দেবেন। সাবধানে নিচের তথ্যগুলি লিখুন
হোষ্ট নেম localhost, ইউজার নেম root, পাশওয়ার্ড ফাকা রাখুন, ডাটাবেজ নেম joomla
.          পরবর্তী স্ক্রিন এফটিপি ব্যবহারের জন্য। যেহেতু লোকাল কম্পিউটার ব্যবহার করা হচ্ছে সেকারনে এখানে কিছু পরিবর্তন করা প্রয়োজন নেই। Next বাটনে ক্লিক করুন।
.          কনফিগারেশন স্ক্রিনে ওয়েবসাইটের তথ্য উল্লেখ করবেন। যেমন যদি বাংলাদেশের ছবি বিষয়ে ওয়েবসাইট হয় তাহলে নাম হতে পারে, Bangladeshi Photos.
.          আপনার ই-মেইল এড্রেসটি টাইপ করে দিন ইমেইলের যায়গায়।
.          জুমলা ব্যবহারের জন্য একটি এডমিনিষ্ট্রেশন পাশওয়ার্ড টাইপ করে দিন। পাশওয়ার্ড ভুলে যাবেন না। আপাতত একটি সরল পাশওয়ার্ড ব্যবহার করুন mypasswd
আগের ডাটা ব্যবহারের ব্যবস্থা রয়েছে এই স্ক্রিনের নিচের দিকে। যেহেতু নতুন ডাটাবেজ নিয়ে কাজ করা হচ্ছে সেকারনে নিচের কোনকিছু পরিবর্তন করবেন না। Next বাটনে ক্লিক করুন।
.          শেষবারের মত ডাটা যোগ করার প্রশ্ন করতে পারে। ওকে বাটনে ক্লিক করুন।

.          ইনষ্টলেশনের শেষ পর্যায়ে উইন্ডোজ এক্সপ্লোরার ব্যবহার করে আপনার মুল ফাইল যেখানে রয়েছে সেখানে যান।
.          installation নামে একটি ফোল্ডার রয়েছে। সেটা মুছে দিন।(নতুন ভার্শনে এজন্য একটি বাটন রয়েছে, সেটা ক্লিক করাই যথেষ্ট)
.          ব্রাউজারের site বাটনে ক্লিক করুন। আপনার তৈরী নতুন সাইট ওপেন হবে জুমলার মাধ্যমে।
এডমিনিষ্ট্রেটর হিসেবে জুমলা মুল সফটঅয়্যারের সবকিছু ব্যবহারের জন্য এড্রেসবারে সাইটের নামের শেষে administrator/ টাইপ করুন (http://localhost/bangladesh/administrator/)
এডমিনিষ্ট্রেশন লগ-ইন এর জন্য ইউজার নেম admin এবং পাশওয়ার্ড হিসেবে যা টাইপ করেছেন (উদাহরনে mypasswd) টাইপ করুন।
লগ-ইন বাটনে ক্লিক করুন।
জুমলায় তৈরী সাইটের যাকিছু পরিবর্তন করা প্রয়োজন সেগুলি এখানে করবেন।

এর পরের কাজ ওয়েবসাইটকে নিজের পছন্দমত ফিচার যোগ করা, ডাটা যোগ করা। সেটা আগামী টিউটোরিয়ালে।


By Uzzal Malake

Tutorial-Joomla-3


Joomla tutorial: আর্টিকেল বা পোষ্ট তৈরী

আগের টিউটোরিয়ালে জুমলা ইনষ্টল করে কিভাবে ফাকা ওয়েবসাইট পাওয়া যাবে শেখানো হয়েছে। এবারে যেখা যাক ওয়েবসাইটে তথ্য যোগ করা যাবে কিভাবে।



ধরে নেয়া হয়েছে আপনার সাইটের নাম (ফোল্ডার) bangladesh। সেক্ষেত্রে ব্রাউজারে টাইপ করুন localhost/bangladesh/administrator

কন্ট্রোল প্যানেল ওপনে হবে।

কন্ট্রোল প্যানেলে (ড্যাসবোর্ড) Add New Article বাটনে ক্লিক করুন।

নতুন আর্টিকেল লেখার স্ক্রিন পাওয়া যাবে।

.          ওয়েব আর্টিকেলের নির্দিস্ট কিছু বৈশিস্ট থাকে। উল্লেখ করা নিয়মগুলি মেনে আর্টিকেল তৈরী করুন

Title অংশে আর্টিকেলের টাইটেল টাইপ করুন।

Section অংশে আর্টিকেলের section সিলেক্ট করতে হয়। এখন পর্যন্ত কোন section তৈরী করা হয়নি, কাজেই আপাতত  Uncategorized সিলেক্ট করুন।



.          Published অংশে পাবলিশ করার জন্য Yes সিলেক্ট করুন। No সিলেক্ট করলে আর্টিকেল ভবিষ্যতে পাবলিশ করার জন্য জমা থাকবে। পরবর্তীতে এডিট বা পাবলিশ করা যাবে।

.          Front Page অংশে Yes সিলেক্ট করুন। এরফলে আর্টিকেলটি প্রথম পাতায় দেখা যাবে। No সিলেক্ট করে পাবলিশ করে কোন লিংকের সাহায্যে সেটা ব্যবহার করা যেতে পারে।

.          মুল আর্টিকেলের অংশে আর্টিকেল টাইপ করুন অথবা অন্য কোথাও টাইপ করা হলে কপি করে পেষ্ট করুন।

.          ওয়ার্ড প্রসেসিং সফটঅয়্যারের মত টেক্সট এর ফন্ট, সাইজ, এলাইনমেন্ট ইত্যাদি পরিবর্তন করা যাবে। সেগুলি ব্যবহার করে আর্টিকেল দেখতে সুন্দর করে নিন।

.          Preview বাটনে ক্লিক করে মুল সাইটের প্রিভিউ দেখে নিন।

.          সবকিছু ঠিক থাকলে Save & Close বাটনে ক্লিক করুন। Publish বাটনে ক্লিক করুন। আর্টিকেল পাবলিশ হবে।



মুল সাইটের হোমপেজ ওপেন করুন। সেখানে নতুন আর্টিকেলটি দেখা যাবে।


By Uzzal Malake

Tutorial-Joomla-2


Joomla: টেম্পলেট ব্যবহার করা
জুমলার মত সিএমএস সফটঅয়্যারের সুবিধে হচ্ছে টেম্পলেট বা থিম নামের তৈরী সফটঅয়্যার ব্যবহার করে খুব সহজে ওয়েবসাইট দেখতে কেমন হবে সেটা বদলে ফেলা যায়। ইন্টারনেটে বিনামুল্যে টেম্পলেট পাওয়া যায়, পছন্দমত টেম্পলেট টাকা দিয়ে কেনা যায়, কিংবা নিজে তৈরী করে নেয়া যায়। টেম্পলেট ব্যবহার করলে ওয়েবসাইটের ষ্টাইল, রং, ফন্ট ইত্যাদি পরিবর্তিত হয় কিন্তু আগের তথ্যগুলি ঠিক থাকে।
এখানে ব্যবহারের জন্য Natur Pur নামের টেম্পলেটটি জুমলা সাইট থেকে ডাউনলোড করা হয়েছে। আপনি পছন্দমত টেম্পলেট ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড করা টেম্পলেট জিপ ফাইল হিসেবে থাকে।

.          এডমিনিষ্ট্রেটর প্যানেলে মেনু থেকে সিলেক্ট করুন Extensions – Extension Manager
.          Upload Package File  অংশে Browse বাটনে ক্লিক করে ফাইলটি সিলেক্ট করুন।
.          Upload and Install বাটনে ক্লিক করুন।

টেম্পলেটটি ইনষ্টল হবে। সাইটটি ওপেন করলেই নতুন টেম্পলেটে সাইটটি পাবেন।


By Uzzal Malake

Tutorial-Joomla-1


Joomla Introduction
জুমলা-ওয়ার্ডপ্রেস থিম-টেম্পলেট পরিবর্তণ করুন ড্রিমওয়েভার দিয়ে
গত কয়েক বছর ধরে জুমলা, ওয়ার্ডপ্রেস, মোভাবল টাইপ, দ্রুপল ইত্যাদি সিএমএস ফ্রেমওয়ার্ক ওয়েব এর বড় যায়গা দখল করেছে। এদের মাধ্যমে খুব সহজে বিশাল সাইট ব্যবহার করা যায়। এমনকি একেবারে সামান্য জেনে শুধুমাত্র ক্লিক করে সাইট তৈরী-পরিচালনা সবই করা যায়।
সিএমএস ফ্রেমওয়ার্কের জন্য বহু তৈরী থিম পাওয়া যায়। অনেকগুলি বিনামুল্যের, কিছু ব্যবহারের জন্য টাকা দিতে হয়। আপনি যখন ওয়েব ডিজাইনার তখন আপনি অন্যের সাইটের জন্য থিম তৈরী করতে পারেন, শুধুমাত্র থিম তৈরী করে বিক্রি করতে পারেন। একেবারে পুরোপুরি কোড লিখে সেকাজ করতে পারেন, অথবা ড্রিমওয়েভার ব্যবহার করে এডিট করতে পারেন। ড্রিমওয়েভার সিএস৫ সরাসরি টেম্পলেট ওপেন করতে পারে। আগের ভার্শনে কাজ করা গেলেও পুরো সাইটের সবকিছু দেখার ব্যবস্থা ছিল না।
এখানে ওয়ার্ডড্রেসের একটি টেম্পলেট উদাহরন হিসেবে দেখানো হচ্ছে।
শুরুতে টেম্পলেট সম্পর্কে কিছুটা ধারনা থাকা ভাল। টেম্পলেট অনেকগুলি পৃথক পৃথক ফাইলের সমষ্টি। সেখানে সিএসএস, এইচটিএমএল, জাভাস্ক্রিপ্ট থেকে শুরু করে আরো অনেককিছু থাকতে পারে। সাইটের কোথায় পরিবর্তনের জন্য কোন বিশেষ ফাইলে পরিবর্তন করতে হবে খুজে বের করা কষ্টকর। একাজটিই সহজ করতে পারে নতুন এই ফিচার।
.          একটি সাইট নির্দেশ করে টেম্পলেটের ফাইলগুলিকে ড্রিমওয়েভারের ফাইল প্যানেলে আনুন (এজন্য আগের টিউটোরিয়ালগুলি দেখে নিতে পারেন)।
.          index.php ফাইলটি ওপেন করুন।
কোড ভিউতে এই ফাইলের কিছু কোড দেখতে পাবেন কিন্তু ডিজাইন ভিউতে ফাকা স্ক্রিন দেখা যাবে। অথচ এটাই সাইটটির হোমপেজ। সেখানকার সবকিছুই এখানে দেখার কথা।
.          টুলবারের নিচে, মুল স্ক্রীনের ওপরে This page may have dynamically-related files that can only be discovered by the server  এর Discover লেখা অংশে ক্লিক করুন। একটি ওয়ার্নিং মেসেজ দিতে পারে।
ডকুমেন্ট টুলবারের ওপরে এরসাথে সম্পর্কযুক্ত সবগুলি ফাইলের নাম দেখা যাবে।
.          এখনও ডিজাইন ভিউতে সাইটের প্রিভিউ দেখা যাবে না। এজন্য লাইভ ভিউ বাটনে ক্লিক করুন। এখানেও শতর্কীকরন মেসেজ আসতে পারে। ওকে বাটনে ক্লিক করুন। মুল সাইটের প্রিভিউ দেখা যাবে।
সাধারনভাবে মনে হতে পারে এই পরিবর্তন হয়ত সামান্য। বাস্তবে এরফলে আপনি খুবই দ্রুত এবং খুব সহজে সাইটের যে কোন যায়গায় পরিবর্তণ করতে পারেন। ঠিক কতটুকু পরিবর্তণ হয়েছে জানার জন্য পৃথক ব্রাউজার প্রয়োজন নেই। সেভ করে পরিবর্তনটুকু দেখে নিন। সাইটের যে অংশে পরিবর্তণ করতে চান সেখানে পরিবর্তন করুন, মুল পরিবর্তন হবে সেই কাজ যেখানে হচ্ছে সেই পৃথক ফাইলে। টুলবারে যে ফাইলের পরিবর্তণ হচ্ছে তার নাম সিলেক্ট অবস্থায় দেখা যাবে।
কাজ করার আগে অবশ্যই লোকাল সার্ভার ইনষ্টল করে নেবেন।


By Uzzal Malake