Showing posts with label E-Book-ই-বুক বিক্রি করে আয় করুন. Show all posts
Showing posts with label E-Book-ই-বুক বিক্রি করে আয় করুন. Show all posts

Friday, March 28, 2014

E-Book-ই-বুক বিক্রি করে আয় করুন-1


      ইন্টারনেট থেকে আয় : -বুক বিক্রি করে আয় করুন

-বুক সাধারন ছাপা বইয়ের মতই, পার্থক্য হচ্ছে এগুলি থাকে ইলেকট্রনিক ফরম্যাটে এবং পড়তে হয় কম্পিউটার, ট্যাবলেট, বিশেষ ধরনের -বুক রিডারে কিংবা মোবাইল ফোনে।
এতে আর নতুন কি আছে!
-বুক কি সেটা আপনাকে শেখানো হচ্ছে না। ধরে নেয়া হচ্ছে আপনি সেটা জানেন। আপনি -বুক বিক্রিকে পেশা হিসেবে ব্যবহার করে আয় করতে পারেন। আপনার হয়ত এরই মধ্যে এটাও জানা হয়েছে গেছে মানুষ ছাপা বই যে পরিমান কেনে তারথেকে বেশি কেনে -বুক। এগুলির দাম তুলনামুলক কম। কেনা খুব সহজ। ইন্টারনেট ব্যবহার করে সাথেসাথে কেনা যায়।
বিক্রির জন্য -বুক কোথায় পাবেন ?
যদি লিখতে পারেন তাহলে নিজেই লিখে -বুক তৈরী করে নিতে পারেন। লেখার ক্ষমতা থাকলে ওয়ার্ড প্রসেসিং সফটঅয়্যার এবং পিডিএফ সফটঅয়্যার ব্যবহার করে খুব সহজেই সেটা করে নিতে পারেন। যদি নিজে লিখতে না পারেন তাহলে লেখক (Ghostwriter) ভাড়া করে লিখিয়ে নিতে পারেন। কিংবা Private lebel content কিনে সেগুলি -বুক বানিয়ে বিক্রি করতে পারেন। আর সেটাও না হলে -বুক কিনে বিক্রি করতে পারেন।
-বুক বিক্রির জন্য clickbank অত্যন্ত নামকরা সাইট। তাদের প্রোডাক্টলিষ্টে দেখুন। কিংবা -বে তে কোন -বুক বিক্রি হচ্ছে সেগুলি লক্ষ করুন।
প্রাইভেট লেবেল (এর লেখা পরিবর্তন করে ব্যবহার করা যায়) পাওয়ার জন্য ভাল সাইট হতে পারে infogoround.com কিংবা ebookwholesaler.com লেখক খোজার জন্য দেখতে পারেন getafreelancer.com কিংবা elance.com
বিক্রি কিভাবে করবেন সেটাই বিষয়।
অবশ্যই ওয়েবসাইট থেকে। যারা -বুক বিক্রি করে তাদের সাইট দেখুন। তাদের মত ওয়েবসাইট তৈরী করে সেখানে বইগুলিকে রাখুন। অনলাইনে কেনার ব্যবস্থা রাখুন।
বাংলাদেশে থেকে এই ব্যবসাকে খুব লাভজনক মনে নাও হতে পারে। কারন -বুকের ব্যবহার, বিক্রি এই ধারনাটাই এখনো নতুন। কাজেই -বুক বিক্রির কথা ভাবলে বিশ্বের কথাই ভাবুন। সারা বিশ্বের মানুষই প্রচুর -বুক কেনে।
-বুকের মধ্যে অন্যের বিজ্ঞাপন প্রচার করেও আয় করা যায়। এমনকি বিনামুল্যে বিতরন করেও। আপনি হয়ত বিনামুল্যে ডাউনলোড করা যায় এমন অনেক ইবুক দেখেছেন যেখানে বিভিন্ন বিষয় নিয়ে লেখার কোন এক পর্যায়ে কোন ওয়েব সাইটের লিংক দেয়া থাকে। এটা আয়ের আরেক পথ। এধরনের লিংক বিতরন করে আপনিও আয় করতে পারেন। এবিষয়ে জানার জন্য এফিলিয়েট মার্কেটিং পোষ্ট দেখুন। যখনই কেউ সেই লিংকে ক্লিক করবে, আপনার নামে টাকা জমা হবে। কিংবা ইবুকের মাধ্যমে অন্যের বিজ্ঞাপন প্রচার করে অর্থ নিন।
যেবিষয়ে সাবধান থাকতে হয় তা হচ্ছে পাইরেটিড বই বিক্রি করা যাবে না। হিসেবটা এভাবে দেখুন, আপনি যদি অন্যের বই অবৈধভাবে বিক্রি করেন তাহলে আপনার বই আরেকজন অবৈধভাবে বিক্রি করবে। পাইরেসি মুল ব্যবসার ক্ষতি করে এভাবেই।

By Uzzal Malake

E-Book-ই-বুক বিক্রি করে আয় করুন-2

 
      ইন্টারনেট থেকে আয় : -বুক বিক্রি করে আয় করুন


ট্যাবলেট-ইবুক রিডারে ব্যবহারযোগ্য ইবুক তৈরীর জন্য বিনামুল্যের হ্যামষ্টার ইবুক কনভার্টার
বর্তমানে ট্যাবলেটের ব্যবহার বাড়ছে দ্রুতগতিতে। অনেক শিক্ষা প্রতিস্ঠান ছাপানো বইয়ের বদলে ব্যবহার করছে ট্যাবলেট। অন্যদিকে বিভিন্ন কোম্পানী টেক্সট বইকে ইবুকে রূপান্তর করছ আরো বেশি করে ইবুক ব্যবহার এখন সময়ের ব্যাপার মাত্র। সাধারন গল্প লেখকরাও তাদের বই ছাপার জন্য প্রকাশকের কাছে ধর্না দেয়ার বদলে নিজেই ইবুক তৈরী করে বিক্রি করছেন। এতে খরচ একেবারেই কম, স্বাভাবিকভাবেই লাভ বেশি।

আপনি কি ইবুক তৈরী করতে আগ্রহি ? নিজের কোন লেখা প্রচার বা বিক্রি করতে চান ইবুক বানিয়ে ?
এডোবি এক্রোব্যাট রিডার বা এধরনের অন্য সফটঅয়্যার ব্যবহার করে সহজে পিডিএফ বানাতে পারেন। পিডিএফ এর সমস্যা হচ্ছে সেখানে যে মাপের পেজ/ফন্ট ব্যবহার করবেন পড়ার সময় সেটাই ব্যবহার করতে হবে। অবশ্যই জুম করে বড় করা যায় কিন্তু মোবাইল ফোন বা ইবুক রিডার কিংবা ট্যাবলেটের সমস্যা হচ্ছে তাদের স্ক্রিন বিভিন্ন মাপের। পুরো পৃষ্ঠা দেখলে লেখা ছোট করতে হয়, লেখা বড় করলে ক্রমাগত স্ক্রল করতে হয়। সেকারনে সত্যিকারের ইবুকে সরাসরি ফন্ট ব্যবহার করা হয়। পৃষ্ঠার মাপ ঠিক রেখে ফন্ট বড়-ছোট করা যায়।
এধরনের ইবুকের আরো কিছু সমস্যা আছে। এক ডিভাইসের জন্য তৈরী ইবুক অন্য ডিভাইসে ব্যবহার করা যায় না। আর বাজারে যখন ইবুক রিডার কিংবা ট্যাবলেট রয়েছে বহু ধরনের তখন আপনাকে সেকথাও মাথায় রাখতে হয়।
বিভিন্ন ডিভাইসের জন্য ইবুক তৈরী করতে বিভিন্ন ধরনের সফটঅয়্যার পাওয়া যায়। এপল সম্প্রতি  আই-বুক অথর নামে একটি সফটঅয়্যার রিলিজ করেছে আইপ্যাডের জন্য টেক্সটবুক তৈরী করার। আপনি যখন ইবুক তৈরী করবেন তখন আইপ্যাড ছাড়াও আমাজন, সনি, আসুস, জুন, আই-রিভার সব যায়গায় চলার উপযোগি করতে চেষ্টা করবেন এটাই স্বাভাবিক।
খুব সহজে একাজ করার একটি সফটঅয়্যার হ্যামষ্টার ইবুক কনভার্টার। এর ব্যবহার একেবারেই সহজ। সফটঅয়্যার চালু করুন, যে ইবুককে কনভার্ট করতে চান সেটা ওপেন করুন, কোন ডিভাইসে ব্যবহার করতে চান বলে দিন, কনভার্ট বাটনে ক্লিক করুন। TXT, PDF, FB2, LIT, HTMLZ, PDB, PUB ইত্যাদি যেকোন ফরম্যাটে কনভার্ট করা যাবে এতটাই সহজে। ব্যবহার করা যাবে যে কোন জনপ্রিয় ডিভাইসে। বর্তমানে ৪১টি ভাষা সমর্থন করে এই সফটঅয়্যার।
আরেকটি বড় বিষয় হচ্ছে সফটঅয়্যারটি বিনামুল্যের। তাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে ব্যবহার করা যায়।
আপনি যদি ব্যবসায়িক কাজে ইবুক তৈরী করতে চান তার সব চাহিদা হয়ত এটা পুরন করবে না। সেজন্য পেশাদার কাজের সফটঅয়্যার কেনা প্রয়োজন হবে। ইবুকের ব্যবসা করার আগে পাইরেসির বিষয়টিও নিশ্চয়ই ভেবে দেখবেন। বাংলাদেশে এধরনের কাজের জন্য আপনাকে কোন ধরনের প্রোটেকশন দেয়া হচ্ছে না।
তারপরও, একসময় নতুন প্রযুক্তির দিকে যেতে হবে একথা ভেবে ব্যবহার করে দেখতে পারেন হ্যামষ্টার ইবুক কনভার্টার।
তাদের ওয়েবসাইট : www.ebook.hamstersoft.com/en/home  
By Uzzal Malake