Showing posts with label Tutorial-Photoshop. Show all posts
Showing posts with label Tutorial-Photoshop. Show all posts

Monday, April 14, 2014

Tutorial-Photoshop-45


ইমেজের ব্যাকগ্রাউন্ড বাদ দিতে ফ্লুইড মাস্ক
কোন ছবি থেকে ব্যাকগ্রাউন্ড বাদ দেয়া অত্যন্ত প্রয়োজনীয় একটি কাজঘরে মধ্যে উঠানো ছবিকে অনায়াসে বাগানে দাড়ানো ছবি বানানো যায় এর মাধ্যমেএছাড়া এনিমেশন বা ভিডিওতে কিংবা ওয়েবসাইটে এভাবে ছবি ব্যবহার করা প্রয়োজন হয়ফটোশপের নিজস্ব টুল ব্যবহার করে ব্যাকগ্রাউন্ড বাদ দেয়া একাধিক টিউটোরিয়াল আগে সেয়া হয়েছে বাংলা-টিউটর সাইটেএই পদ্ধতিগুলি সময়সাপেক্ষতারপরও মানুষের চুল কিংবা কোন প্রানীর লোম এই অংশগুলি নিখুতভাবে পাওয়া যায় নাএই কাজগুলি দ্রুত এবং সহজে করার জন্য বেশকিছু থার্ডপার্টি সফটঅয়্যারের প্রচলন রয়েছেভারটুসের তৈরী ফ্লুইড মাস্ক এধরনের একটি সফটঅয়্যার

ফ্লুইড মাস্ক প্লাগইন হিসেবে ফটোশপের ভেতর থেকে ব্যবহার করা যায় আবার ফটোশপ ছাড়াই পৃথক সফটঅয়্যার হিসেবে ব্যবহার করা যায়ইনষ্টল করলে দুটিই পাবেনষ্ট্যান্ড এলোন ভার্শনে ওপেন কমান্ড দিয়ে ইমেজ ওপেন করবেন আর ফটোশপে ওপেন ইমেজের ক্ষেত্রে অন্যান্য ফিল্টার ইফেক্টের মত ফিল্টার প্রয়োগ করবেনইন্টারফেস এবং কাজের ধরন পুরোপুরি এক
যেভাবে ইমেজ থেকে ব্যাকগ্রাউন্ড বাদ দেবেন
.          ইমেজটি ওপেন করুনফটোশপের ক্ষেত্রে ফিল্টার প্রয়োগ করুন
.          ফ্লুইড ইন্টারফেসে টুলবক্সে লাল এবং সবুজ দুধরনের ব্রাশ রয়েছেযে যায়গা বাদ দেবেন (ব্যাকগ্রাউন্ড) সেখানে লাল রঙের ব্রাস ব্যবহার করে পেইন্ট করুনপ্রয়োজনে ব্রাশের সাইজ বড়-ছোট করে নিনফটোশপের ম্যাজিক সিলেকশনের মত খুব সহজেই কোন অংশ বাদ দেবেন সেটা ঠিক করে নিতে পারেন
.          সবুজ ব্রাশ সিলেক্ট করুন এবং যে অংশ রাখতে চান সেই অংশ পেইন্ট করুন
.          নিল রঙের ব্রাশ (ব্লেন্ড এক্সট্রাক্ট ব্রাশ) ব্যবহার করে লাল এবং সবুজের মধ্যবর্তি যে যায়গাগুলি সফটঅয়্যার হিসেব করবে সেই যায়গা পেইন্ট করুনমুলত চুলের মত যায়গাগুলি এই অংশের মধ্যে থাকবে
.          ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট চান অথবা সলিড কোন রং চান সেটা ঠিক করে দিন
.          টুলবক্সে অথবা মেনু থেকে কমান্ড দিন Create Cut-out (Ctrl+U)
মোটামুটিভাবে ব্যাকগ্রাউন্ড ইমেজ পাবেন

মুল ইমেজের ওপরে সোর্স, ওয়ার্কস্পেস এবং কাট-আউট ট্যাব ব্যবহার করে যে কোন ভিউতে গিয়ে দেখে নিতে পারেন এবং পরিবর্তন করতে পারেন
মুল নিয়ম এটুকুইকাজের সময় ব্রাশকে দক্ষতার সাথে প্রয়োগ করে, বিভিন্ন প্যারামিটার পরিবর্তণ করে এবং অন্যান্য যে টুলগুলি দেয়া আছে সেগুলি ব্যবহার করে খুব দ্রুতই এই সফটঅয়্যার ব্যবহারে দক্ষ হতে পারেন
ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট করলে সেভ করার সময় প্রিন্টের জন্য টিফ (TIFF) এবং স্ক্রিনের জন্য পিং/পিএনজি (PNG) ফরম্যাটে সেভ করুনএছাড়া ইচ্ছে করলে অবশ্যই ব্যাকগ্রাউন্ডে অন্য ইমেজ ব্যবহার করতে পারেন যেমন করা হয়েছে উদাহরনের ছবিতে
ফটোশপ টিউটোরিয়াল

By Uzzal Malake

Tutorial-Photoshop-44


ফটোশপে এনিমেশন এবং ভিডিও
ফটোশপের দীর্ঘ ইতিহাসে বিভিন্ন সময়ে নানারকম নতুন বিষয় যোগ করা হয়েছেকখনো কখনো এমন ফিচার যোগ করা হয়েছে যাকে বলা যেতে পারে যুগান্তকারীযেমন থ্রিডি তৈরী এবং ব্যবহারের সুযোগকিংবা ফটোশপের ভেতর থেকে এনিমেশনের সুযোগএর আগে জিপ (গিফ) এনিমেশনের টিউটোরিয়াল দেয়া হয়েছেফটোশপে কিভাবে থ্রিডি মডেল তৈরী/ইমপোর্ট করা যায় সেটাও উল্লেখ করা হয়েছেএদেরকে একসাথে করলে বিষয়টি যা দাড়ায় তা হচ্ছে আপনি ফটোশপেই এনিমেশন করতে পারেনটুডি লেয়ার এনিমেশন হোক আর  থ্রিডি এনিমেশনই হোক

আপনি হয়ত এনিমেশনের জন্য এডবির আরেক জনপ্রিয় সফটঅয়্যার আফটার ইফেক্টস এর কথা জানেনযদি ফটোশপ আপনার মুল বিষয় হয় তাহলে আপনি ফটোশপেই সেখানকার মত টাইমলাইন-কিফ্রেম ইত্যাদি ব্যবহার করে এনিমেশনের কাজ সেরে নিতে পারেনফটোশপে ভিডিও ফুটেজ ইমপোর্ট করে টাইটেল তৈরী বা স্পেশাল ইফেক্ট ব্যবহারের কাজ করতে পারেন
কাজ শুরুর আগে এটা মনে রাখাই ভাল, ফটোশপ ফটোশপ এবং আফটার ইফেক্টস আফটার ইফেক্টসতেমনি প্রিমিয়ার প্রিমিয়ারএকের কাজ অন্যকে দিয়ে তত ভালভাবে হবে নাবরং সবগুলি ব্যবহার করেই সবচেয়ে ভাল ফল পাওয়া যাবে
ফটোশপে লেয়ার এনিমেশনের একটি উদাহরন থেকে শেখা যাক
.          ফটোশপে নতুন একটি লেয়ারভিত্তিক কম্পোজিশন তৈরী করুন অথবা আগের করা ডকুমেন্ট ওপেন করুন
.          মেনু থেকে Window - Animation সিলেক্ট করুনআফটার ইফেক্টস এর মত টাইমলাইন পাওয়া যাবেপ্রতিটি লেয়ারকে পৃথক পৃথকভাবে এনিমেট করা যাবে
.          এনিমেশন কত সময়ের এবং ফ্রেমরেট কত সেটা ঠিক করার জন্য টাইমলঅইনের ডানদিকের ওপরের কোনের ফ্লাইআউট মেনু থেকে Document Setting সিলেক্ট করুনডকুমেন্ট টাইমলাইন সেটিং ডায়ালগ বক্সে ঘন্টা : মিনিট : সেকেন্ড : ফ্রেম এই হিসেবে নতুন সময় টাইপ করে দিন
উল্লেখ পল টিভি সিষ্টেমে (বাংলাদেশ-ভারত) ফ্রেম রেট ২৫ এবং এনটিএসসি সিষ্টেমে ফ্রেম রেট ৩০ (আমেরিকা-জাপান)
.          যে লেয়ারকে এনিমেট করতে চান বামদিকের প্যানেলে সেই লেয়ারের নামের পাশে ত্রিকোনাকার অংশে ক্লিক করে লেয়ারের প্রোপার্টি ওপেন করুনপজিশন, অপাসিটি এবং ষ্টাইল এই তিনটি বিষয় এনিমেট করা যাবে
.          পজিশন (অবস্থান, যেমন লেয়ারের ছবিটি এক যায়গা থেকে আরেক যায়গা যাবে) পরিবর্তনের জন্য শুরুতে যেখানে লেয়ারটি থাকবে সেখানে সিটিআই (কারেন্ট টাইম ইন্ডিকেটর) আনুন
লেয়ারের পজিশন লেখার পাশে ষ্টপওয়াচে  (ছোট বৃত্ত) ক্লিক করুনএকটি কিফ্রেম তৈরী হবে
টাইম লাইনের যে সময়ে পরিবর্তণ চান সেখানে সিটিআই নিয়ে যান এবং লেয়ারের অবস্থান পরিবর্তণ করুনষ্টপওয়াচ অন থাকায় প্রতিটি পরিবর্তনের জন্য কিফ্রেম তৈরী হবে
নিচের প্লে বাটনে ক্লিক করে প্লে করে প্রিভিউ দেখুন
.          পজিশনের মত অপাসিটি এবং অন্যান্য বিষয় এনিমেট করে দেখুন
.          সবকিছু ঠিক করার পর ভিডিও ফাইল তৈরীর জন্য File – Export – Render Video  কমান্ড দিন এবং ভিডিও ফরম্যাট সহ অন্যান্য বৈশিষ্ট ঠিক করে দিন
টাইমলাইন ব্যবহার বিষয়ে যদি না জানা থাকে তাহলে এই সাইটেই আফটার ইফেক্টস এর প্রাথমিক টিউটোরিয়াল দেখে নিতে পারেনঅথবা প্রিমিয়ার ব্যবহার টিউটোরিয়াল দেখুন
প্রিমিয়ার ভিডিও এডিটিং এর জন্য, আফটার ইফেক্ট পুরোপুরি এনিমেশনের জন্য এবং ফটোশপ ইমেজ এডিটিং এবং গ্রাফিক ডিজাইনের জন্যফটোশপে ইমেজকে ইচ্ছেমত পরিবর্তনের যে সুযোগ তা অন্য সফটঅয়্যারদুটিতে নেইকাজেই ফটোশপের ইমেজকে আফটার ইফেক্টসে নিয়ে এনিমেট না করে সে কাজটি ফটোশপেই করে নিতে পারেনসেইসাথে থ্রিডি/ভিডিও ইত্যাদি ব্যবহারের সুযোগ থাকায় ফটোশপের টুল ব্যবহার করে ভিডিওতে নতুনত্ব আনতে পারেন


By Uzzal Malake

Tutorial-Photoshop-43


ফটোশপে থ্রিডি ব্যবহার
আপনি মুলত ফটোশপে কাজ করেনওয়েবপেজের একটা লোগোর জন্য কি থ্রিডি ষ্টুডিও ম্যাক্স এর মত সফটঅয়্যার শিখবেন ? ফটোশপ নিজেই একটি বিশাল সফটঅয়্যার, তারওপর থ্রিডি ষ্টুডিও ম্যাক্সের মত সফটঅয়্যার আরো বড় এবং জটিল

তার প্রয়োজন নেইএকদিকে আপনি যদি ম্যাক্সর মত সফটঅয়্যার ব্যবহার করতে পারেন সেখানকার থ্রিডি ফটোশপে ব্যবহার করতে পারেনফটোশপে আনার পর থ্রিডি হিসেবে ফটোশপের মধ্যেই সব ধরনের পরিবর্তণ, ম্যাটেরিয়াল-লাইট-ক্যামেরা ব্যবহার করতে পারেন, আবার ফটোশপের মধ্যেই থ্রিডি মডেলিং এর কাজ করতে পারেন
অন্য সফটঅয়্যারে তৈরী থ্রিডি মডেল ফটোশপে ইমপোর্ট করার বিষয়টি সহজএজন্য কোন বাইনারী ফরম্যাট ব্যবহার করবেন যা সব সফটঅয়্যার ব্যবহার করতে পারেযেমন ম্যাক্সের মডেল ব্যবহারের জন্য যা করতে পারেন
.         ম্যাক্স থেকে এক্সপোর্ট কমান্ড দিন এবং ফরম্যাট হিসেবে Collada DAE ফরম্যাট সিলেক্ট করুন
অন্য আরো কিছু ফরম্যাট ব্যবহার করা যায় কিন্তু ফটোশপ নিজে এই ফরম্যাটে কাজ করে বলে এটাই সবচেয়ে সুবিধেজনকফটোশপ থেকেও এই ফরম্যাটে এক্সপোর্ট করে অন্য যায়গায় ব্যবহার করা যায়
.          ফটোশপ ওপেন করুন এবং মেনু থেকে 3D – New Layer from 3D files কমান্ড দিন
.         ফাইলটি ওপেন করুন
উল্লেখ করা যেতে পারে ম্যাক্সের সাধারন 3DS ফরম্যাট ফটোশপে ইমপোর্ট করে ব্যবহার করা যায় কিন্তু ফটোশপ থেকে 3DS ফরম্যাটে এক্সপোর্ট করা যায় না

ফটোশপের সাধারন লেয়ারগুলি ২ডি লেয়ারএভাবে ইমপোর্ট করার পর থ্রিডি অবজেক্টকে থ্রিডি লেয়ারে পাওয়া যাবেথ্রিডি লেয়ারে টেক্সচারের জন্য সাবলেয়ার থাকে

থ্রিটি অবজেক্ট কন্ট্রোল
ফটোশপে আনার পর অবজেক্ট কন্ট্রোল ব্যবহার করে থ্রিডি রোটেট, রোল, ড্রাগ, স্লাইড এবং স্কেল এই পরিবর্তনগুলি করা যাবেএছাড়া থ্রিডি ক্যামেরা কন্ট্রোল ব্যবহার করে ভার্চুয়াল ক্যামেরা হিসেবে ভিউ পরিবর্তন করা যাবে
হ্যান্ডলার ব্যবহার করে আপনি কাজগুলি করতে পারেনতবে একেবারে নিখুত ফল পাওয়ার জন্য প্রোপার্টি বারে সংখ্যামান পরিবর্তন করা ভালযেমন রোটেট টুল ব্যবহারের জন্য;
.         উদাহরনের ছবির মত একটি থ্রিডি অবজেক্ট ওপেন করুন
.         টুলবার থেকে 3D Rotate Tool সিলেক্ট করুন
.         ওপরের প্রোপার্টি বার থেকে X, Y, Z ইত্যাদির মান পরিবর্তণ করুনঅন্যান্য থ্রিডি সফটঅয়্যারের মত ফটোশপেও এক্স, ওয়াই এবং জেড এক্সিসের জন্য লাল, সবুজ এবং নীল রং ব্যবহার করা হয়এদের ওপর মাউস পয়েন্টার আনলে সেই এক্সিসের নাম দেখা যায়
.         মাউস পয়েন্টারকে লাল, সবুজ বা নীল বারের শেষ প্রান্তে তীর চিহ্নিত স্থানে আনলে অংশটি হলুদ দেখা যাবেএখানে ড্রাগ করলে সেই এক্সিসের অবস্থান পরিবর্তণ হবে
.         আরেকটু ভেতরে বাকানো বড় অংশে আনলে হলুদ বৃত্তাকার চিহ্ন পাওয়া যাবেএখানে ড্রাগ করলে অবজেক্ট সেই এক্সিসে রোটেট করবে
.         আরেকটু ভেতরে ছোট বক্সের ওপর আনলে অরবিট চিহ্ন দেখা যাবে এবং ড্রাগ করলে স্কেল পরিবর্তন হবে
.         প্রোপার্টি বারের বামদিকের Home বাটন ক্লিক করে আগের মানে ফিরতে পারেন
বড়ছোট করা সহ অন্যান্য ট্রান্সফরমেশনের কাজগুলিও একইভাবে সংশ্লিষ্ট টুল ব্যবহার করে করা যাবেব্যবহারের নিয়ম লক্ষ করুন

থ্রিডি ক্যামেরা কন্ট্রোল
থ্রিডি ক্যামেরা কন্ট্রোল ব্যবহার করে থ্রিডি অবজেক্টকে ভিন্ন ভিন্ন যায়গা, দিক বা দুরত্ব থেকে দেখার সুযোগ দেয়ক্যামেরা রোটেট করার সময় অবজেক্ট এর পরিবর্তন হয় না, দৃষ্টিকোন পরিবর্তন হয়
যেমন থ্রিডি অরবিট টুল ব্যবহার করা হয় কে কোনদিক থেকে দেখার জন্যথ্রিডি ওয়াক টুল ব্যবহার করে অবজেক্টকে কাছে বা দুরে থেকে দেখা নিয়ন্ত্রন করা হয়

ফটোশপে থ্রিডি অবজেক্ট আনার পর ব্রাশ টুল ব্যবহার করে সরাসরি তার ওপর পেইন্ট করা যায়লক্ষনীয় হচ্ছে ফটোশপের অধিকাংশ টুডি টুল যেমন সিলেকশন, ইরেজার ইত্যাদি ব্যবহার করা যায় শুধুমাত্র টেক্সচারের ওপরমুল থ্রিডি অবজেক্টে ব্যবহার করা যায় না

ফটোশপে থ্রিডি মডেল তৈরীর উল্লেখ আগামী টিউটোরিয়ালে


By Uzzal Malake

Tutorial-Photoshop-42

এক ছবির অংশে আরেক ছবি ব্যবহার

ফটোশপ টিউটোরিয়াল : এক ছবির অংশ আরেক ছবি দিয়ে পরিবর্তন
এক ছবির সাথে আরেক ছবির অংশ জুড়ে দিয়ে নতুন কিছু করতে চান ? কিংবা একজনের মুখের যায়গায় আরেজনের মুখফটোশপে কাজটি করা যায় খুব সহজেই

ভাল ফল পাওয়ার জন্য যে দুটি ছবিকে বদল করতে চান তাদের মধ্যে কিছু মিল থাকতে হবেযেমন একজনের মুখের সাথে আরেকজনের মুখ বদলের সময় সঠিক কোন, চোখ-নাক-ঠোটের মাপ-দুরত্ব ইত্যাদি
এখানে প্যাচ টুল ব্যবহার করে কাজটি করা হচ্ছে
.          যে দুটি ছবিকে এক করতে চান তাদেরকে দুটি লেয়ার আনুন
.          প্রয়োজনে ট্রান্সফরম কমান্ড ব্যবহার করে সাইজ, রোটেশন ইত্যাদি পরিবর্তণ করে দুটিকে কাছাকাছি আনুন
.          সুবিধাজনক দুরত্বে রেখে দুট লেয়ারকে একটি লেয়ারে পরিনত করুনপ্যাচ কমান্ড একাধিক লেয়ারে কাজ করে না
.          প্যাচ টুল সিলেক্ট করুনএই টুল ফ্রিহ্যান্ড সিলেকশনের ত কাজ করে
.          যে যায়গায় পরিবর্তন করতে চান সেই যায়গাটুকু সিলেক্ট করুন
.          ড্রাগ করে যে যায়গার সাথে বদল করতে চান সেখনে নিয়ে যানবদলকৃত ছবিসহ প্রিভিউ দেখা যাবেসঠিক যায়গায় আসার পর মাউস বাটন ছেড়ে দিন
দুটি অংশ এক হওয়ার সাথেসাথে কিনারাগুলি ঠিকভাবে মানিয়ে যাওয়া, প্রয়োজনে রং পরিবর্তণ এসব কাজ ফটোশপ নিজেই করে নেবে

By Uzzal Malake

Tutorial-Photoshop-41


             চোখের রং পরিবর্তন
ফটোশপে ডিজিটাল ইমেজ ম্যানিপুলেশন, চোখের রং পরিবর্তন
ফটোশপে ইমেজের যে কোন ধরনের পরিবর্তন করা যায়কোন সমস্যা থাকলে সেটা ঠিক করা যায়, চোখের রং পাল্টানো যায়, ঠোটের পাল্টানো যায় এমনকি একজনের মুখের সাথে আরেকজনের মুখ মিলিয়ে কিংবা মানুষের মুখের সাথে অন্য প্রানীর মুখ মিলিয়ে নতুন কিছু করা যায়এই পরিবর্তনগুলি কিভাবে করা হয় ধারাবাহিকভাবে উল্লেখ করা হচ্ছে
শুরু করা যাক চোখের রং পাল্টানো দিয়েছবিতে সাধারনভাবে যে চোখ আছে তাকে আরো উজ্জল করা হচ্ছে এই টিউটোরিয়ালে
.          ইমেজটি ওপেন করুনলেয়ারে রাইট-ক্লিক করে আরেকটি ডুপ্লিকেট তৈরী করুন
.          ব্লেন্ডিং মোড হিসেবে Overlay সিলেক্ট করুনছবির আলো কম মনে হতে পারে
.          Add Layer Mask আইকনে ক্লিক করে লেয়ার মাস্ক তৈরী করুনফিল কমান্ড ব্যবহার করে কালো রঙ দিয়ে ফিল করুন
.          সফট কর্নার ব্রাশ সিলেক্ট করুন এবং চোখের কালো অংশে সাদা রং দিয়ে পেইন্ট করুনচোখটি উজ্জল হতে থাকবে
.          চোখতে আরো উত্তল করার জন্য নতুন একটি লেয়ার তৈরী করুনব্লেন্ডি মোড Soft Light সিলেক্ট করুনএখানেই সাদা রং দিয়ে পেইন্ট করুন
উদাহরনে বামচোখে পরিবর্তণ করা হয়েছেঅন্য চোখের সাথে তুলনা করে পার্থক্য দেখে নিতে পারেনএকই পদ্ধতিতে ঠোটকেও উজ্জল দেখাতে পারেন
চোখ কিংবা ঠোটের রং বদল করতে চান ?
.          আগের পদ্ধতিতে লেয়ারের কপি করে নিন (মুলত মুল লেয়ারকে ঠিক রাখার জন্য)
.          নতুন লেয়ারটির ব্লেন্ডিং মোড Hue সিলেক্ট করুন
.          পছন্দমত রং দিয়ে সাবধানে পেইন্ট করুন


By Uzzal Malake

Tutorial-Photoshop-40


   ফটোশপে স্ক্রিপ্ট ব্যবহার করে ব্যাচ ইমেজ প্রসেসিং
আপনার হয়ত অনেকগুলি ইমেজকে পিএসডি, জেপেগ কিংবা টিফ ফরম্যাটের একটি থেকে আরেকটিতে নেয়া প্রয়োজনকিংবা তিনটির সবগুলিতেইএজন্য প্রথমে একশন তৈরী না করে সরাসরি ফটোশপের ইমেজ প্রসেসর ব্যবহার করতে পারেন

.          মেনু থেকে File - Scripts – Image Processor কমান্ড সিলেক্ট করুন
.          Use Open Image অপশনে ক্লিক করুন এবং Select Folder ক্লিক করে ইমেজের ফোল্ডার সিলেক্ট করুনইচ্ছে করলে সাব-ফোল্ডার সহ ব্যবহার করতে পারেন
.          Open First Image to Apply Setting সিলেক্ট করুন
এখানে প্রথম ইমেজের জন্য সেটিং ঠিক করে নিতে পারেনএই সেটিং বাকি ইমেজগুলির জন্য ব্যবহৃত হবে
.          Save in Same Location ক্লিক করুন অথবা Select Folder ক্লিক করে ইমেজ ফাইলগুলি কোথায় থাকবে সিলেক্ট করে দিনমুল ইমেজের ফোল্ডার-সাবফোল্ডার যেভাবে ছিল ঠিক সেভাবে রাখতে পারেন
.          অপশন অংশে আপনার পছন্দের বিষয়গুলি ঠিক করে দিনএখানে ইমেজ ফরম্যাট, কোয়ালিটি, এস-আরজিবি প্রোফাইল, ফটোশপ ফরম্যাটের জন্য কম্পাটিবিলিটি, টিফ ফাইলের জন্য কম্প্রেশন ইত্যাদি সেট করতে পারেন
.          সেটিং সেভ করার জন্য Save ক্লিক করুনএকটি নাম টাইপ করে Save ক্লিক করুন
.          সেভ করা সেটিং লোড করার জন্য Load ক্লিক করুন


By Uzzal Malake

Tutorial-Photoshop-39


    ফটোশপ পেইন্টিং : ব্রাশের নানারকম ব্যবহার
নিজে ছবি যদি নাও আকেন, শিল্পীরা যখন ছবি আকেন তখন হয়ত লক্ষ করেছেন তারা নানারকম পদ্ধতি ব্যবহার করেযেমন জলরং ব্যবহার করে আকার সময় কাগজ ভিজিয়ে নেনতারফলেই সুন্দর ছবি আকা সম্ভব হয়ফটোশপে আপনি জলরং এর ছবি আকতে গেলে আপনার এমন কিছু প্রয়োজন যেখানে সেই পদ্ধতিতে কাজ হবেএছাড়া ছবি আকার বিভিন্ন ধরনের রং, বিভিন্ন আকারের, বিভিন্ন বৈশিষ্টের ব্রাশ ব্যবহার এসবও থাকা চাই

ফটোশপে এসব সুবিধে রয়েছেসাধারন ব্রাস এবং রঙকে কিভাবে বিশেষভাবে ব্যবহার করা যায় জেনে নিন এই টিউটোরিয়ালে
শুরুতে ফটোশপের সাথে দেয়া ব্রাশ (ব্রাশ প্রিসেট) ব্যবহার করে দেখা যাক
.          ফটোশপ ওপেন করুন এবং সুবিধেজনক মাপের সাদা ব্যাকগ্রাউন্ডের ক্যানভাস তৈরী করুন (File - New)
.          ব্রাশ প্যানেল যদি ওপেন না থাকে তাহলে মেনু থেকে Window - Brush কমান্ড দিয়ে ওপেন করুন
.          পছন্দমত একটি রঙ সিলেক্ট করুন (এখানে ঘাসের জন্য সবুজ এবং তারার জন্য নীল ব্যবহার করা হয়েছে)
.          ব্রাশ টুল সিলেক্ট করুন
.          Brush Preset ট্যাব সিলেক্ট করুন
.          ঘাস আকার জন্য ১১২ অথবা ১৩৪ ব্রাশ সিলেক্ট করুন (তারার জন্য ২৯)
.          ক্যানভাসে পেইন্ট করুন
ঘাস আকার জন্য ব্রাশ সিলেক্ট করায় ব্রাশ ঘসে আপনি ঘাস তৈরী করার সুযোগ পাবেনলক্ষ করেছেন নিশ্চয়ই, প্রতিবার ঘাস তৈরীর সময় একটি ঘাস থেকে আরেকটি ঘাসের আকার, রঙ, দিক ইত্যাদি পরিবর্তিত হচ্ছে, বাস্তবে যেমন প্রতিটি ঘাস ভিন্ন ভিন্ন হয়
আপনি ব্রাশ তৈরীর সময় এই বৈশিষ্টগুলি ঠিক করে দিতে পারেনঅর্থাত আপনি বলে দিতে পারেন ব্রাশ করার সময় আকার, রঙ, দুরত্ব ইত্যাদির কতখানি পরিবর্তন হবে
কাজটি করে দেখা যাক
.          পছন্দমত সাধারন একটি ব্রাশ সিলেক্ট করুন
.          Brush ট্যাব সিলেক্ট করুন
.          Shape Dynamics অংশে ক্লিক করে সিলেক্ট করুন
.          ডানদিকে Size Jitter অংশে পরিবর্তন করুনমান যত বেশি হবে আকার সময় আকার তত বেশি পরিবর্তন হবেMinimum diameter অংশে বলে দিতে পারেন সবচেয়ে ছোট মাপ কি হবে
.          Angle Jitter অংশে পরিবর্তন করুনমান যত বেশি হবে আকার সময় কৌনিক পরিবর্তন তত বেশি হবে
.          অন্যান্য অংশগুলি পরিবর্তন করে ফল দেখুন

রঙ পরিবর্তন করা
ব্রাশের বৈশিষ্টগুলি পরিবর্তন করে আকলে যে রঙ সিলেক্ট করা থাকবে সেই রঙে আকা হতে থাকবেআপনি ইচ্ছে করলে সেখানেও বৈচিত্র আনতে পারেন
.          Color Dynamics অংশে ক্লিক করুন
.          Hue, Saturation ইত্যাদি পরিবর্তন করুন এবং ক্যানভাসে একে দেখুনসিলেক্ট করা রঙ থেকেই ভিন্ন রঙ তৈরী হবে

ব্রাশের বিভিন্ন পরিবর্তনের মুলনীতি এটাইকোথায় কতটুকু পরিবর্তন করলে কি পরিবর্তন পাবেন এর প্রতিটি নিশ্চয়ই উল্লেখ করা প্রয়োজন নেইনানাধরনের পরিবর্তন করে ক্যানভাসে আকতে থাকুনরঙের নতুন জগতের দেখা পাবেন


By Uzzal Malake

Tutorial-Photoshop-38


ফটোশপে পেইন্টিং
একসময় ডিজনি ষ্টুডিওতে ছবি আকা হত কাগজে, তারপর স্ক্যান করে এনিমেশনের কাজে ব্যবহার করা হতমাঝখানে প্রথাগত ড্রইং এবং ডিজিটাল ড্রইং দুই চালু ছিল, বর্তমানে শুধুমাত্র ডিজিটাল ড্রইংএথেকে ধরে নিতে পারেন ডিজিটাল ড্রইং এবং পেইন্টিং কতটা অগ্রগতি লাভ করেছেঅনেক শিল্পী সাধারন ক্যানভাসের বদলে ডিজিটাল ক্যানভাস ব্যবহার করছেনপেইন্টিং বিষয়টি বেশ জটিলশিল্পী নানা মাপের নানা ধরনের তুলি ব্যবহার করেন, একাধিক রঙের মিশ্রনে নতুন রং তৈরী করেন, হাতের কারুকাজে তুলি থেকে নানারকম বৈচিত্র বের করে আনেনএর বিকল্প হিসেবে যখন সফটঅয়্যার ব্যবহার করা হয় তখন সেখানেও এই সুযোগগুলি থাকা প্রয়োজন হয়ফটোশপে এর সবই আছে

ফটো আপনি কিভাবে পেইন্টিং এর কাজ করতে পারেন জেনে নিনএকটা কথা আগেই জানিয়ে রাখা ভাল, পেইন্টিং এর সময় মাউসের বদলে গ্রাফিক ট্যাবলেট ব্যবহার করলে কাজ করা সহজ হবে এবং এমনকিছু সুবিধে পাবেন যা মাউসে পাওয়া যায় নাএবিষয়ে উল্লেখ করা হয়েছে এখানে
ব্যাকগ্রাউন্ড এবং ফোরগ্রাউন্ড কালার, পছন্দের রং সিলেক্ট করা
ফটোশপে যে কোনসময় ব্যবহারের জন্য দুটি রং নির্ধারিত করে রাখতে পারেনফটোশপের ডিফল্ট এই দুটি রং কারো এবং সাদাটুলবক্সে এই দুটি রং দেখাতে পাবেনওপরেরটির নাম ফোরগ্রাউন্ড, নিচেরটি ব্যাকগ্রাউন্ড কালারআপনি ব্রাস ব্যবহার করে ক্যানভাসে দাগ দিলে সেটা হবে ফোরগ্রাউন্ড কালারেআর ইরেজার টুল ব্যবহার করে কিছু মুছে দিলে সেই অংশ পুরন হবে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে (যদি ট্রান্সপারেন্সি না থাকে)যদি অন্য রং থাকে তাহলে এদের বামদিকে ছোট্ট সাদাকালো আইকনে ক্লিক করে ডিফল্ট সাদা-কারো রং পাওয়া যাবেদুদিকে এরো চিহ্নিত আইকনে ক্লিক করলে ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালার পাল্টাপাল্টি হবে
এছাড়াও আপনি যে কোন সময় পছন্দের রং সিলেক্ট করতে পারেন কালার প্যালেট, সোয়াচ থেকে
.          কালার প্যালেট ওপেন করুনআপনার ডকুমেন্টের ধরন অনুযায়ী আরজিবি/সিএমওয়াইকে মান দেখা যাবে
.          কালার প্যালেটে একটি রঙের বার রয়েছেএখানে মাউস পয়েন্টার আনলে আইড্রপার টুল হিসেবে দেখা যাবেপছন্দের রং ক্লিক করুন
.          রঙের আরজিবি (অথবা সিএমওয়াইকে) এর মান দেখা যাবে ওপরের অংশেএখানে স্লাইডার ব্যবহার করে মান পরিবর্তন করতে পারেন, অথবা নির্দিস্ট রয়ের মান জানা থাকলে সেটা টাইপ করে নিখুত রং পেতে পারেন
.          সোয়াচ প্যানেল থেকে পছন্দের রং ব্যবহারের জন্য সোয়াচ (swatches) ট্যাবে ক্লিক করুন এবং পছন্দের রং ক্লিক করুন
কোন রং সিলেক্ট করার পর সেটা ফোরগ্রাউন্ড কালার হিসেবে পাওয়া যাবে এবং পরিবর্তন না করা পর্যন্ত সেখানেই থাকবে
ছবি থেকে রং সিলেক্ট করা
অনেকসময়ই ক্যানভাসে যে রংগুলি রয়েছে সেখান থেকে কোন রং পেইন্টিং কাজে ব্যবহার করা প্রয়োজন হতে পারেএমনকি ফটোগ্রাফ থেকেও
.          টুলবক্সে আইড্রপার টুল সিলেক্ট করুন
.          নির্দিস্ট যায়গার রঙের ওপর ক্লিক করুন
আইড্রপার টুল সিলেক্ট না করেও ব্রাস টুল সিলেক্ট করা অবস্থায় Alt কি চেপে সাময়িকভাবে আইড্রপার টুল ব্যবহার করা যায়

ব্রাস সিলেক্ট করা
আপনি পেইন্ট করবেন ব্রাস টুল ব্যবহার করেসঠিক পেইন্টের জন্য ব্রামের মাপ, ধরন ইত্যাদি বিভিন্ন হতে পারে
.          টুলবক্সে ব্রাসটুল সিলেক্ট করুন
.          প্রোপার্টিজ বারে ব্রাসের আইকনে ক্লিক করুনএখানে এয়ারব্রাস, পেইন্টব্রাস এবং ট্রান্সপারেন্ট স্প্রে তিন ধরনের ব্রাশ অপশন রয়েছেএয়ারব্রাসের ধারগুলি সফট পাওয়া যাবে, পেইন্টব্রাসের সাধারন রং পুরোটাই ব্যবহার কবে এবং স্প্রে ব্যবহার করলে স্প্রেয়ারের মত ইফেক্ট পাওয়া যাবেআপনার কাজের ধরন অনুযায়ী যে কোনটি সিলেক্ট করুন
.          পরবর্তী আইকনে ক্লিক করে ব্রাসের সেপ (ব্রাস-টিপ) কেমন হবে, কতটা মোটা হবে, ধারগুলি কতটা হাল্কা হবে এই বিষয় ঠিক করে নিতে পারেনপ্রথমে নিচের অংশ থেকে ব্রাসের ধরন সিলেক্ট করুন, এরপর প্রয়োজন হলে তার সাইজ এবং হার্ডনেস পরিবর্তন করে নিন
বিভিন্ন ধরনের সেপের ব্রাস পৃথকভাবে ইনষ্টল করে ব্যবহার করা যায়ফটোশপের সাথেও অনেকগুলি ব্রাস পৃথক ফাইল হিসেবে দেয়া হয়
.          পেইন্টিং এর জন্য মোড সিলেক্ট করবেন এর পরের অংশ থেকেনরমাল মোডে এক রঙের ওপর আরেক রং পেইন্ট করলে আগের রংটি পেছনে ঢাকা পড়বেঅন্যান্য মোডে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া হবে
.          অপাসিটি অংশ থেকে পেইন্ট করা অংশ কতটুকু স্বচ্ছ আ অস্বচ্ছ হবে সেটা ঠিক করে দিনঅপাসিটি ১০০ অর্থ পেছনের কিছুকে পুরোপুরি ঢেকে দেবেকমতে থাকলে এর ভেতর দিয়ে পেছনের অংশ দেখা যাবে
.          ব্রাস প্যানেল বাটনে ক্লিক করে নিজের পছন্দমত ব্রাস তৈরী করে নিতে পারেন
এগুলি ছাড়াও প্রেসার সেনসিটিভ ট্যাবলেটের জন্য কিছু সেটিং রয়েছে

পেইন্ট করা
আপনার পছন্দের ব্রাস, পছন্দের রং সিলেক্ট করে ক্যানভাসের ওপর ড্রাগ করুনমাউস বা গ্রাফিক পেনের গতিপথ অনুযায়ী পেইন্ট হবেভাল ছবি আকা অবশ্যই অন্য যোগ্যতা

ইরেজার টুল
ইরেজার টুল ব্যবহার করা হয় কিছু মুছে দেয়ার জন্যট্রান্সপারেন্ট লেয়ারের ক্ষেত্রে এই টুল সিলেক্ট করে যেখানে ক্লিক-ড্রাগ করবেন সেই অংশে যা আছে সেটা মুছে যাবে
ইরেজার টুলের জন্যও ব্রাসের মত নানাধরনের সেপ ব্যবহার করা যাবে

কিছু লক্ষনীয় বিষয়
.          ফটোশপে একবার মাত্র আনডু ব্যবহার করা যায়কিছু পেইন্ট করার পর বাদ দিতে হলে হিষ্টোরী ব্যবহার করুন
.          ফটোশপ বিটম্যাপ আর্ট ব্যবহার করেএকবার পেইন্ট করার পর তাকে পরিবর্তন করতে পারেন নাসেটা বাতিল করতে পারেন কিংবা মুছে দিতে পারেন


By Uzzal Malake

Tutorial-Photoshop-37


থ্রিডি মডেল পেইন্টিং কাজে ফটোশপ
Photoshop tutorial: থ্রিডি মডেল পেইন্টিং কাজে ফটোশপ
যারা থ্রিডি মডেল তৈরী করেন তারা জানেন মডেল তৈরীর পর তাকে পছন্দের রঙে আনার কাজ কতটা সময়সাপেক্ষএকজন মানুষের মডেল তৈরী করে তাকে নিখুতভাবে রং দেয়ার জন্য সঠিক মাপের বিটম্যাপ ইমেজ তৈরী করে নিতে হয়, তাকে যায়গামত বসাতে হয়তারপরও কিছু সমস্যা থেকেই যায়

ফটোশপ ব্যবহার করে থ্রিডি মডেলের ওপর সরাসরি পেইন্ট করা যায়তা থ্রিডি ষ্টুডিও ম্যাক্স হোক অথবা অন্য সফটঅয়্যারই হোক
এখানে উদাহরন হিসেবে থ্রিডি ষ্টুডিও ম্যাক্স ব্যবহার করা হচ্ছে
.          থ্রিডি ষ্টুডিও ম্যাক্সে একটি মডেল তৈরী করুনএখানে টি-পট ব্যবহার করা হচ্ছে, আপনি যে কোন মডেল ব্যবহার করতে পারেন
.          Export কমান্ড দিয়ে 3DS ফরম্যাটে এক্সপোর্ট করুনএক সফটঅয়্যার থেকে থ্রিডি মডেলকে অন্য সফটঅয়্যারে নেয়ার জন্য এই ফরম্যাট ব্যবহার করা হয়ফটোশপে থ্রিডি ম্যাক্সের ফরম্যাটও ব্যবহার করা যায়মায়া সহ অন্য থ্রিডি সফটঅয়্যারের জন্য OBJ ফরম্যাট ব্যবহার করুন

মডেলকে ফটোশপে ইমপোর্ট করা
.          ফটোশপে নতুন একটি ডকুমেনট তৈরী করুনব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট রেখে যে কোন মাপের নতুন ডকুমেন্ট তৈরী করতে পারেন
.          মেনু থেকে 3D – New Layer from 3D File কমান্ড দিন
.          ব্রাউজ করে সেভ করা থ্রিডি ফাইলটি সিলেক্ট করুনথ্রিডি মডেলটি ফটোশপে পাওয়া যাবে
ফটোশপের টুলবক্সে Object Rotate টুল ব্যবহার করে থ্রিডি মডেলকে ঘুরানো এবং বড়-ছোট করা বা সরানো যাবে

ফটোশপে পেইন্ট করা
.          ফটোশপে ইমপোর্ট করা মডেলের জন্য লেয়ার লক্ষ্য করলে লেয়ারের নিচের কোন একটি বিশেষ চিহ্ন দেখা যাবেএর অর্থ এটা থ্রিডি লেয়ারএই আইকনে ডাবল ক্লিক করলে থ্রিডি ম্যাটেরেয়াল নামে নতুন একটি ডায়ালগ বক্স পাবেন
.          ডায়ালগ বক্সের ৪টি আইকনের তৃতীয়টি ক্লিক করুনএখানে Default নামে টেক্সচার পাবেনতাকে সরাসরি ব্যবহার করতে পারেন অথবা কাজের বোঝার সুবিধের জন্য নতুন নামে একটি টেক্সচার তৈরী করতে পারেনDefault লেখায় ক্লিক করে New Texture সিলেক্ট করুন এবং একটি নাম টাইপ করে দিননামটি লেয়ারে দেখা যাবেএভাবে কাজ করার সুবিধে হচ্ছে আপনি ইচ্ছে করলে টেক্সচার লেয়ারে টুডি হিসেবে পেইন্ট করার সুবিধে পাবেন (যেমন নির্দিষ্ট রং দিয়ে ফিল করা)
.          যে রঙে পেইন্ট করতে চান সেই রং সিলেক্ট করুন
.          পেইন্টব্রাস সিলেক্ট করুন
.          থ্রিডি লেয়ারে অথবা টেক্সচার লেয়ারে যেখানে সুবিধে মনে করেন সেখানে পেইন্ট করুন

সেভ করা এবং ম্যাক্সে ব্যবহার করা
.          পেইন্ট এর কাজ শেষে মেনু থেকে 3D – Export 3D Layer কমান্ড দিন
.          নতুন নামে WavefrontOBJ ফরম্যাটে ফাইলটি সেভ করুনটেক্সচার ফরম্যাট হিসেবে জেপেগ ব্যবহার করতে পারেনএরফলে থ্রিডি ফাইলের সাথে জেপেগ ইমেজ ফাইল হিসেবে পৃথক ফাইলে টেক্সচার সেভ হবে

ম্যাক্সে ইমপোর্ট করা
.          থ্রিডি ষ্টুডিও ম্যাক্সে Import কমান্ড দিন
.          থ্রিডি ফাইলটি সিলেক্ট করুন
.          ম্যাপ (টেক্সচার) ফাইলটি সিলেক্ট করুন
পেইন্ট করা নতুন মডেলটি পাওয়া যাবে


By Uzzal Malake