Showing posts with label Tutorial-Illustrator. Show all posts
Showing posts with label Tutorial-Illustrator. Show all posts

Monday, April 14, 2014

Tutorial-Illustrator-22

               ইলাষ্ট্রেটর ড্রইং সরল করার জন্য সিম্পলিফাই


ইলাষ্ট্রেটরে কাজ করার সময় অনেক সময় অত্যন্ত জটিল ড্রইং নিয়ে কাজ করতে হয়। হয়ত অন্য কোন উতস থেকে পাওয়া কিংবা বিটম্যাপ ট্রেস করে নেয়া। জটিল বলতে সেখানে এ্যাংকর পয়েন্ট অত্যন্ত বেশি থাকা বুঝানো হচ্ছে। এরফলে প্রসেস করতে যেমন সময় বেশি নেয়, ফাইল বড় হয় তেমনি এডিট করার কাজটিও দুরুহ হয়ে ওঠে।



সিম্পলিফাই ফিচার ব্যবহার করে কোন ড্রইং এর এ্যাংকর পয়েন্ট এর সংখ্যা কমিয়ে এনে কাজ সহজ করতে পারেন। মুল সেপ মোটামুটি একই থাকবে অথচ এডিট করার যায়গা কমে যাবে। এই উদাহরনে যেমন প্রায় ১৩ হাজার পয়েন্টকে কমিয়ে ৯২৪ পয়েন্ট আনা হয়েছে।

.          যে সেপ বা অবজেক্টকে সরল করতে চান সেটা সিলেক্ট করুন।

.          মেনু থেকে Object – Path - Sinplify  কমান্ড দিন।

.          প্রিভিউ অপশন অন করুন। আগে কতগুলি পয়েন্ট কতগুলি ছিল এবং পরিবর্তিত পয়েন্ট কতগুলি হবে সেটা জানা যাবে।

.          Show Original অন করুন। মুল সেপ এবং পরিবর্তিত সেপ দেখা যাবে। সাধারনভাবে ডিফল্ট সিম্পলিফাই কমান্ডে মুল সেপের পরিবর্তন হতে পারে। Curve Precision অংশ থেকে স্লাইডারকে মোটামুটি ৯৫-৯৭% নিয়ে যান।

.          সবশেষে ওকে বাটনে ক্লিক করুন। নতুন পয়েন্ট বিশিষ্ট সেপ পাওয়া যাবে।



ইলাষ্ট্রেটর সেপ-ফিল সহ সমস্তকিছু পরিবর্তণ করে গানিতিক হিসেবে। ফলে ইফেক্ট ব্যবহারের জন্য অত্যন্ত শক্তিশালি কম্পিউটার প্রয়োজন হয়। থ্রিডি সহ অন্যান্য স্পেশাল ইফেক্ট ব্যবহারের আগে সেপকে যতটা সম্ভব সরল করে নিন।  এছাড়া ইলাষ্ট্রেটর ড্রইংকে থ্রিডি মডেলিংক কাজে ব্যবহারের আগে যতটা সম্ভব সরল করে নিন।

By Uzzal Malake

Tutorial-Illustrator-23


         ফটোশপের ভেক্টর পাথ ইলাষ্ট্রেটরে ব্যবহার

ইলাষ্ট্রেটর ভেক্টর ভিত্তিক কাজের জন্য সফটঅয়্যার, অন্যদিকে ফটোশপ বিটম্যাপ সফটঅয়্যার। ফটোশপের কোন কাজ থেকে ইলাষ্ট্রেটরের ভেক্টর আর্ট বানাতে চান ? সেখানে ভেক্টরের যাকিছু সুবিধে আছে সেগুলি কাজে লাগাতে চান ?

একাজের জন্য বেশ কয়েকটি পদ্ধতি রয়েছে। প্রথমে স্পষ্ট করে নেয়া ভাল, এই পদ্ধতিতে ফটোশপের ইমেজ ইলাষ্ট্রেটরে নেয়া হচ্ছে না। সেজন্য সরাসরি ইমপোর্ট (প্লেস) কমান্ড ব্যবহার করতে পারেন এবং ট্রেস কমান্ড ব্যবহার করে বিটম্যাপ ইমেজকে ভেক্টর ইমেজে পরিবর্তন করতে পারেন। এখানে ফটোশপ ইমেজের ভেক্টর ডাটা অর্থাত ষ্ট্রোক এবং ফিল বিষয়ক তথ্য ইলাষ্ট্রেটরে নেয়ার কথা বলা হচ্ছে।


এক্সপোর্ট পদ্ধতি ব্যবহার করা
.          যে ইমেজের পাথ ইলাষ্ট্রেটরে ব্যবহার করতে চান সেটা ওপেন করুন অথবা নতুন পাথ তৈরী করুন। ফটোশপে পাথ তৈরী বা সিলেকশন থেকে পাথ তৈরীর টিউটোরিয়াল রয়েছে এই সাইটেই।
.          ফাইল মেনু থেকে Export – Paths to Illustrator কমান্ড দিন।
.          যে  পাথ এক্সপোর্ট করতে চান সেটি সিলেক্ট করুন।
.          ফাইলের একটি নাম টাইপ করে দিন। ইলাষ্ট্রেটর এক্সটেনশন ব্যবহার করুন।
.          সেভ বাটনে ক্লিক করুন।


সেভ কমান্ড ব্যবহার করা
.          পাথ সহ ইমেজটি ওপেন করুন অথবা নতুন পাথ তৈরী করে নিন।
.          ফাইল মেনু থেকে Save As কমান্ড দিন।
.          ফাইলের একটি নাম টাইপ করে দিন।
.          ফরম্যাট হিসেবে Photoshop EPS সিলেক্ট করুন এবং সেভ করুন।
.          ফাইলটি ইলাষ্ট্রেটরে ওপেন করুন।

ইলাষ্ট্রেটরে ফটোশপের পাথকে ইলাষ্ট্রেটরের পাথের মতই ব্যবহার করা যাবে।


By Uzzal Malake

Tutorial-Illustrator-21


     থ্রিডি ষ্টুডিও ম্যাক্স থেকে থ্রিডিকে ইলাষ্ট্রেটরে ব্যবহার

থ্রিডি মডেলিং এর জন্য থ্রিডি ষ্টুডিও ম্যাক্স যেমন জনপ্রিয় তেমনি ভেক্টর ডিজাইনের ক্ষেত্রে ইলাষ্ট্রেটর। অনেক সময়ই আপনি ইলাষ্ট্রেটরে লোগো ডিজাইন করার সময় আপনাকে বলা হতে পারে তিনি থ্রিডি টেক্সট কিং অন্য কোন অবজেক্টকে থ্রিডি চান।

ইলাষ্ট্রেটরে থ্রিডি কাজ করা যায়, একেবারে প্রাথমিক পর্যায়ের। অন্তত ম্যাক্সের মত সফটঅয়্যারের সাথে তুলনা করার কোন কারন নেই। কাজেই কেমন হয় যদি ম্যাক্সে থ্রিডি তৈরী করে নেন, এরপর তাকে ব্যবহার করেন ইলাষ্ট্রেটরে।
প্রথমে বলে নেয়া ভাল, এখানে ইলাষ্ট্রেটরের কথা বলা হচ্ছে, ফটোশপের না। ম্যাক্স বা অন্য যে কোন থ্রিডি সফটঅয়্যার থেকে বিটম্যাপ রেন্ডার করে অনায়াসে ফটোশপে ব্যবহার করতে পারেন। ইলাষ্ট্রেটরে আপনার প্রয়োজন ভেক্টর।
সমস্যা হচ্ছে ইলাষ্ট্রেটর ম্যাক্সের সরাসরি ফরম্যাট বা অন্যান্য যে আউটপুট ফরম্যাটগুলি রয়েছে তার কোনটিই ব্যবহার করে না। ম্যাক্স থেকে ইলাষ্ট্রেটর বা অটোক্যাড হিসেবে যা এক্সপোর্ট করা যায় সেখানে থ্রিডি থাকে না।
একাজের জন্য রয়েছে ইলাষ্ট্রেট (Illustrate!) নামে একটি প্লাগইন। ম্যাক্সের এই প্লাগইন ব্যবহার করে ইলাষ্ট্রেটর ফরম্যাটে আউটপুট তৈরী করা যায়, এরপর ব্যবহার করা যায় ইলাষ্ট্রেটরে।
এজন্য যা করবেন,
.          প্লাগ-ইন ইনষ্টল করে নিন। মুল মেনুতে একে পাওয়া যাবে।
.          ম্যাক্সে থ্রিডি তৈরী করুন অথবা ইলাষ্ট্রেটর ড্রইংকে ম্যাক্সে ইমপোর্ট করে থ্রিডি বানিয়ে নিন।
.          রেন্ডার ডায়ালগ বক্স ওপেন করুন এবং রেন্ডারার হিসেবে ইলাষ্ট্রেট এবং ভেক্টর সিলেক্ট করুন।
.          রেন্ডার ডায়ালগ বক্স বন্ধ করুন। মেনু থেকে ইলাষ্ট্রেটঅপশন ওপেন করুন। এখানে বেশকিছু প্রিসেট দেয়া আছে যেগুলি সরাসরি ব্যবহার করতে পারেন, অথবা আপনার কাজের সাথে মানানসই পরিবর্তণ করে নিতে পারেন।
.          সবকিছু ঠিক করার পর Rendering Wizard ক্লিক করুন। এখানকার নির্দেশ অনুযায়ী রেন্ডার করুন। আউটপুটকে সরাসরি ইলাষ্ট্রেটরে ব্যবহার করা যাবে।

আগেই জানিয়ে রাখা ভাল, বিটম্যাপ হিসেবে রেন্ডার করলে যে ফল পাবেন ভেক্টর হিসেবে রেন্ডার করলে একই ফল পাবেন না। ভেক্টর হিসেবে কিছু পার্থক্য থাকবে।


By Uzzal Malake

Tutorial-Illustrator-20


            ইলাষ্ট্রেটরে সিম্বল ব্যবহার

সিম্বল ব্যবহার সম্পর্কে সাধারন ধারনা হচ্ছে এখানে প্রতিক জাতিয় কিছু ছবি থাকে যেগুলি তৈরী না করে ব্যবহার করা যায়। বাস্তবে ইলাষ্ট্রেটরে সিম্বলের ব্যবহার তারথেকে অন বেশি। একদিকে এই সিম্বল থেকে যেমন তৈরী ইমেজ পেতে পারেন তেমনি কিছুটা বদল করে নিজের সেপ তৈরী করে নিতে পারেন। কিংবা নিজের কোন সেপকে সিম্বলে পরিনত করে নিতে পারেন। সিম্বলের বৈশিষ্ট হচ্ছে বারবার ব্যবহার করলেও ফাইলসাইজ বড় হয় না। একটি ফুলের বাগানের দৃশ্য তৈরীর কথা উদাহরন হিসেবে বিবেচনা করুন। অল্প কয়েকটি গাছ এবং ফুল তৈরী করলেন। তারপর সেগুলি ব্যবহার করে শতশত গাছ এবং ফুল হিসেবে পুরো বাগান ব্যবহারের সুযোগ পেলেন।

সিম্বল ব্যবহার
.          সিম্বল ব্যবহারের জন্য Window – Symbol Libraries  সিলেক্ট করুন এবং অনেকগুলি সিম্বলের ধরন থেকে যে কোনটি সিলেক্ট করুন।
.          পছন্দের সিম্বলটি ড্রাগ করে ড্রইঙবোর্ডে আনুন।

সিস্বল একবার ব্যবহারের পর তাকে বড়ছোট করা বা ঘুরানোর মত পরিবর্তন করে নিতে পারেন।  একাধিক বার ব্যবহারের জন্য একাধিকবার আনতে পারেন বা একবার আনা সিম্বলকে কপি করে নিতে পারেন।

সিম্বল এডিট করা
কোন সিম্বলে ডাবল-ক্লিক করে আইসোলেশন মোডে গিয়ে সিম্বলের সেপ, রং ইত্যাদি সবকিছু পরিবর্তন করা যায়। কিন্তু আপনি নিশ্চয়ই ইলাষ্ট্রেটরের মুল সিম্বলকে বদলে ফেলতে চান না।
.          যে সিম্বলের পরিবর্তন করতে চান সেটি সিলেক্ট করুন।
.          মেনু থেকে Object - Expand কমান্ড দিন।
.          ডাবল-ক্লিক করে আইসোলেশন মোডে যান এবং পরিবর্তন করে নিন। এতে মুল সিম্বলের পরিবর্তণ হবে না।

সিম্বল তৈরী করা
আর্টওয়ার্ক থেকে সিম্বল তৈরী করার বেশ কয়েকটি পদ্ধতি রয়েছে। এদের যে কোনটি ব্যবহার করতে পারেন।
.          যে আর্টওয়ার্ককে সিম্বলে পরিনত করতে চান তাকে সিলেক্ট করুন
.          সিম্বল প্যানেলে নিচের দিকে নিউ সিম্বল আইকনে ক্লিক করুন। সতুন সিম্বলের জন্য একটি ডায়ালগ বক্স পাওয়া যাবে।
.          সিম্বলের নাম টাইপ করে দিন। ওকে বাটনে ক্লিক করলে তাকে সিম্বল প্যানেলে পাওয়া যাবে এবং অন্যান্য সিম্বলের মত ব্যবহার করা যাবে।

সিম্বল তৈরীর অন্যান্য পদ্ধতি
.          সিলেক্ট করার পর কিবোর্ডে F8 চাপ দিলে নতুন সিম্বল তৈরীর ডায়ালগ বক্স পাওয়া যাবে।
.          আর্টওয়ার্ককে ড্রাগ করে সিম্বল প্যানেলে ছেড়ে দিলে সেটা সিম্বলে পরিনত হবে।

স্প্রে টুল এর সাথে সিম্বল ব্যবহার
আপনি ঘাসের মাঠ তৈরী জন্য সিম্বল তৈরী করে তাকে বারবার ব্যবহার করতে পারেন। এজন্য বহু সময় প্রয়োজন। ইলাষট্রেটলে সিম্বল স্প্রেয়ার টুল বলে একটি টুল রয়েছে যা সিলেক্ট করে সিম্বল ব্যবহার করে স্প্রে করে একাজ সহজে করতে পারেন।
.          সিম্বল স্প্রেয়ার টুল সিলেক্ট করুন।
.          পছন্দের সিম্বল সিলেক্ট করুন। ব্রাসের আকার বড়-ছোট করার জন্য ব্রাকেট কি ব্যবহার করুন।
.          আর্টবোর্ডে ব্রাস দিয়ে পেইন্ট করার মত সিম্বল স্প্রে করুন করুন।
প্রেসার সেনসিটিভ ট্যাবলেট ব্যবহার করার সময় চাপ দেয়ার সাথেসাথে নানারকম পরিবর্তন সেট করে নিতে পারেন।
.          এভাবে তৈরী করা সিম্বলগুলি একটি সিম্বল সেট হিসেবে কাজ করে। নতুনভাবে স্প্রে করে এরসাথে নতুন সিম্বল যোগ করতে পারেন। Alt কি চেপে স্প্রে করে সিম্বল বাদ দিতেও পারেন।
.          সিম্বলগুলি একে অন্যের সাথে কি আচরন করবে সেটা পরিবর্তন করার জন্য সিম্বল স্প্রেয়ার টুলের সাথে আরো অনেকগুলি টুল রয়েছে। প্রতিটি সিলেক্ট করে সিম্বল সেটের ওপর ব্যবহার করে দেখুন।

সিম্বল আপনার কাজ সহজ করার জন্য। একবার ব্যবহারের অভ্যেস করলে অনেক জটিল কাজ কম সময়ে সুন্দরভাবে করার সুযোগ পাবেন।


By Uzzal Malake

Tutorial-Illustrator-19

       ইলাষ্ট্রেটর থেকে বিভিন্ন ফরম্যাটের আউটপুট

ইলাষ্ট্রেটরে করা ডিজাইনকে আপনি বিভিন্ন যায়গায় ব্যবহার করতে পারেন। সরাসরি প্রিন্ট করতে পারেন, প্রিন্টের জন্য প্রেসে দিতে পারেন, ওয়েবপেজে ব্যবহার করতে পারেন, এনিমেশন সফটঅয়্যারে ব্যবহার করতে পারেন, ফটোশপে এনে বিটম্যাপের সাথে ব্যবহার করতে পারেন কিংবা সাধারনভাবে  সকলের ব্যবহারের জন্য ইমেজ ফাইল হিসেবে দিতে পারেন। প্রতিটি কাজের জন্য একদিকে যেমন ভিন্ন ভিন্ন ফরম্যাট, তাদের সুবিধে-অসুবিধে আছে তেমনি ইলাট্রেটরে ভিন্ন ভিন্ন ধরনের জন্য ভিন্ন ভিন্ন আউটপুট কমান্ডের ব্যবস্থা আছে।

বিষয়গুলি একবার দেখে নেয়া যাক।
আপনি যখন কাজ করবেন, ভবিষ্যতে ডিজাইনকে আবারো পরিবর্তণ করবেন তখন আপনার জন্য সবচেয়ে গ্রহনযোগ্য ফরম্যাট ইলাষ্ট্রেটরের নিজস্ব AI ফরম্যাট। আপনি অন্য যে কাজেই ব্যবহার করুন না কেন, নিজের ব্যবহারের জন্য এককপি এই ফরম্যাটে রেখে দেবেন।
এভাবে ফাইল সেভ করার নিয়ম অন্যান্য সফটঅয়্যারের মতই সেভ কমান্ড দিয়ে। সাথে অতিরিক্ত কিছু অপশন ব্যবহারের সুযোগ রয়েছে।
.          ফাইল মেনু থেকে সেভ কমান্ড দিন। সেভ ফাইল টাইপ হিসেবে ডিফল্ট ইলাষ্ট্রেটর ফরম্যাট থাকার কথা।
.          নির্দিষ্ট ফোল্ডার সিলেক্ট করুন এবং একটি নাম টাইপ করুন।
.          সেভ বাটনে ক্লিক করলে আরেকটি ডায়ালগ বক্স পাওয়া যাবে। আপনি নিজের জন্য ইলাষ্ট্রেটরের যে ভার্শন ব্যবহার করছেন সেই ভার্শনে সেভ করবেন কিন্তু কাজটি অন্য কাউকে দিলে পুরনো ভার্শনে সেভ করা প্রয়োজন হতে পারে। পুরনো ভার্শনে সেভ করলে নতুন ভার্শনের কিছু বিষয় এডিট করা যাবে না। অন্যদিকে সুবিধে হচ্ছে যার প্রয়োজন তিনি ব্যবহারের সুযোগ পাবেন। যেমন এনিমেশন সফটঅয়্যারে ব্যবহারের জন্য ইলাষ্ট্রেটর ভার্শনে সেভ করা প্রয়োজন হতে পারে।
.          অপশন অংশে Create PDF Compatible File নামে একটি অপশন পাবেন। মুলত ইলাষ্ট্রেটর ফাইলের ভেতরেই একটি পিডিএফ ভার্শন সেভ হয় এই পদ্ধতিতে। এটা ব্যবহার না করলে ফাইল সাইজ ছোট রাখা যাবে, অন্যদিকে এটা থাকলে ডিজাইনকে এক্রোব্যাট রিডারে ওপেন করা যাবে। ডিজাইনকে যদি ইনডিজাইন এর মত সফটঅয়্যারে ব্যবহার করতে চান তাহলে অবশ্যই এই অপশন অন থাকতে হবে। এনডিজাইন সরাসরি ইলাষ্ট্রেটর ফাইল ব্যবহার করতে পারে না, পিডিএফ থাকলে ব্যবহার করতে পারে।

ইলাষ্ট্রেটর ইপিএস এবং পিডিএফ হিসেবে সেভ করা
ইপিএস মুলত প্রিন্ট কাজে ব্যবহার করা যায়। একে যদিও ইলাষ্ট্রেটরে ওপেন করা যায় তাহলেও নিজের ব্যবহারের জন্য এই ফরম্যাট ব্যবহার না করাই ভাল। অন্যদিকে পিডিএফ ব্যবহার করা যায় সাধারন এক্রোব্যাট রিডারে দেখার জন্য থেকে শুরু করে উচুমানের প্রিন্ট কাজে দেয়ার জন্য। এছাড়া একে পাশওয়ার্ড ব্যবহার করে ব্যবহার সীমিত করা যায়।
.          আগের মত সেভ কমান্ড দিন। আগে সেভ করা থাকলে Save As কমান্ড দিন।
.          Save as type অংশে EPS অথবা PDF যা প্রয়োজন সেই ফরম্যাট সিলেক্ট করুন
.          ইপিএস এর জন্য আগের পদ্ধতিতে সেভ করুন। পিডিএফ এর জন্য আরো কিছু অপশন রয়েছে। সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে কাজ অনুযায় প্রিসেট ব্যবহার করা। সাধারন ব্যবহারের জন্য ডিপিএফ তৈরী করতে Small File Size সিলেক্ট করুন। এরফলে ছোট আকারের ফাইল তৈরী হবে। উচুমানের প্রিন্টের জন্য High Quality Print সিলেক্ট করুন।
.          পাশওয়ার্ড ব্যবহারের জন্য Security অংশে যান এবং পাওয়ার্ড টাইপ করে দিন। পাশওয়ার্ড দুধরনের হতে পারে, একটি ডকুমেন্ট ওপেন করার জন্য। পাশওয়ার্ড না জেনে কেউ ডকুমেন্ট দেখার সুযোগ পাবেন না। অপরটিতে ডকুমেন্ট দেখা যাবে কিন্তু প্রিন্ট, এডিট ইত্যাদি বিষয়ের জন্য পাশওয়ার্ড প্রয়োজন হবে।

ফটোশপ, জেপেগ, অটোক্যাড ইত্যাদি ফরম্যাটে ব্যবহার
ইলাষ্ট্রেটর ডিজাইনকে লেয়ারসহ ফটোশপ ফাইলে কিংবা অটোক্যাডে ব্যবহার উপযোগি ফাইলে কিংবা জেপেগ, ফ্লাশ বা অন্য কোন ফরম্যাটে এক্সপোর্ট করে ব্যবহার করতে পারেন।
.          ফাইল মেনু থেকে এক্সপোর্ট কমান্ড দিন।
.          নির্দিস্ট ফরম্যাট সিলেক্ট করুন।
.          আরজিবি অথবা সিএমওয়াইকে বাছাই করার সুযোগ পাবেন। সেটা সিলেক্ট করুন।
.          ফরম্যাট অনুযায়ী রেজ্যুলুশন নহ অন্যান্য অপশন পরিবর্তন প্রয়োজন হলে করে নিন।


ওয়েব পেজে ব্যবহার
ওয়েব পেজে সাধারনত জেপেগ, জিফ বা পিং ফরম্যাট ব্যবহার করা হয়। প্রথমটি সলিড ব্যাকগ্রাউন্ডের জন্য, পরের দুটিতে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড ব্যবহার করা যায়।
.          মেনু থেকে কমান্ড দিন। নতুন একটি উইন্ডো পাওয়া যাবে। এর সুবিধে হচ্ছে এখানে 2-Up, 4-Up বলে অপশন রয়েছে যেখানে মুল ডিজাইন এবং আউটপুটের প্রিভিউ দেখা যায়।
.          4-Up সিলেক্ট করুন
.          যে কোন প্রিভিউ সিলেক্ট করুন এবং ডানদিকের মেনু থেকে কোন ফরম্যাটে সেভ করতে চান সিলেক্ট করুন।  আউটপুট ফাইলের মান, ফাইল সাইজ ইত্যাদি তথ্য সহ দেখা যাবে।
.          ব্রাউজারে প্রিভিউ দেখার জন্য নিচের দিকে Preview in default browser ক্লিক করুন। ইমেজ এবং সেটা দেখার জন্য এইচটিএমএল কোড ওপেন হবে ব্রাউজারে।

ইলাষ্ট্রেটর একেকজন একে ধরনের কাজে ব্যবহার করেন। আপনার প্রয়োজন যাই হোক না কেন, একবার কাজ করে তাকে নানান যায়গায় ব্যবহার করতে পারেন প্রয়োজনীয় আউটপুট কমান্ড ব্যবহার করে।


By Uzzal Malake