Showing posts with label Earn Money System. Show all posts
Showing posts with label Earn Money System. Show all posts

Monday, March 31, 2014

Internet search-ইন্টারনেট সার্চ করার পদ্ধতি


Internet search: সঠিকভাবে ইন্টারনেট সার্চ করার পদ্ধতি
যারা ইন্টারনেট ব্যবহার করেন তারা ইন্টারনেট সার্চ করে কিছু খুজে বের করতে পারেন। একবারে সম্ভব না হলে কয়েকবারের চেষ্টায়। সচেতন হলে একবারেই যা খুজতে চান সেটা বের করা সম্ভব। একেবারে নিখুতভাবে। এজন্য ইন্টারনেটে সার্চ করার নিয়মগুলি একবার জেনে নিন।
এখানে উদাহরন হিসেবে জনপ্রিয় ব্রাউজার মোজিলা ফায়ারফক্স ভার্শন . ব্যবহার করা হচ্ছে। আপনার কম্পিউটারে ইনষ্টল করা না থাকলে ডাউনলোড করে নিতে পারেন তাদের ওয়েবসাইট থেকে।
 ফায়ারফক্স চালু করলে মুল স্ক্রিনের মাঝখানে একটি সার্চবক্স পাবেন। ডিফল্ট গুগল সার্চ ইঞ্জিন ব্যবহার করা হবে। এছাড়া এড্রেসবার, যেখানওয়েবপেজের এড্রেস দেখা যায় সেখানে নির্দিস্ট সাইটের এড্রেস টাইপ করতে পারেন, অথবা ডানদিকের ছোট আরেকটি সার্চ বক্স রয়েছে সেখানে টাইপ করে সার্চ করতে পারেন।
আগের দিনের ব্রাউজার থেকে বর্তমানের ব্রাউজারের পার্থক্য হচ্ছে আপনি যদি এড্রেস লেখার যায়গা ভুল এড্রেস টাইপ করেন তাহলে ভুলের মেসেজ না দিয়ে তাকে সার্চ কি-ওয়ার্ড হিসেবে ব্যবহার করে। ফলে এটাও কাজ করে সার্চ বক্সের মতই।