Showing posts with label All Downloader. Show all posts
Showing posts with label All Downloader. Show all posts

Monday, March 31, 2014

Torent To Download-টরেন্ট থেকে ডাউনলোড

              টরেন্ট থেকে ডাউনলোড
পাইরেসি অবৈধ। আপনি ইন্টারনেট থেকে পাইরেটেড সফটঅয়্যার, গেম, মিউজিক বা ভিডিও ডাউনলোড করে ব্যবহার করলে আপনাকে শাস্তি দিতে পারে আইন। জরিমান, জেল সবই হতে পারে। কিন্তু তাই বলে ি সেটা করা হচ্ছে না! পাইরেসির জন্য শীর্ষস্থানীয় হিসেব ৩টি দেশের নাম করলে সেখানে বাংলাদেশের নাম থাকে। চীন, রাশিয়া সহ বহু দেশ নিয়ে প্রতিনিয়ত কথা বলা হচ্ছে। অন্যান্য দেশে কি মানুষ পাইরেটেড কিছু ব্যবহার করে না ? সাম্প্রতিক রিপোর্টে দেখা যাচ্ছে বৃটেনে পাইরেটেড ভিডিও ডাউনলোডের পরিমান বেড়েছে। টরেন্ট সাইটে ডাউনলোড লিষ্টে সবচেয়ে বেশি নাম আমেরিকার।
এসব কথা থাক। পাইরেসি যতদিন চালু আছে ততদিন মানুষ ব্যবহার করবে। আপনাকে উতসাহ দেয়া হচ্ছে না, সম্ভব হলে কিনে ব্যবহার করুন। যদি নিতান্তই সম্ভব না হয় তাহলে করলে আপনি একা অপরাধী নন। এমন কোন সফটঅয়্যার যা বিভিন্ন কারনে আপনার নাগালের বাইরে।
ইন্টারনেটে পাইরেটেড সফটঅয়্যারের সবচেয়ে বড় যায়গা বিট টরেন্ট। কিভাবে বিট টরেন্ট থেকে ডাউনলোড করা হয় জেনে রাখতে পারেন।
বিট টরেন্ট পিয়ার-টু-পিয়ার সংক্ষেপে পিটুপি নামের একধরনের বিশেষ নেটওয়ার্কে কাজ করে। কেউ তার কম্পিউটার থেকে কোন সফটঅয়্যার আপলোড করলেন, এর অর্থ এই না যে তিনি সার্ভারে রাখলেন। সেটা থাকল তার নিজের কম্পিউটারেই। বিটরেন্ট ব্যবহারকারীরা ইন্টারনেটের মাধ্যমে সেখান থেকে নিজের কম্পিউটারে নিতে পারেন। ১০ জন ডাউনলোড করার পর অন্যরা ১০ জনের কম্পিউটার থেকেই একসাথে ডাউনলোডের সুযোগ পাবেন। এজন্য একে বলা হয় ফাইল শেয়ারিং। ব্যবহারকারী যত বেশি তত দ্রুত ডাউনলোড হয়। এমনকি ডাউনলোড শেষ হওয়ার জন্যও অপেক্ষা করতে হয় না, আপনার কম্পিউটারে যতটুকু ডাউনলোড হয়েছে সেটা আরেকজন পাবেন, আরেকজনের কম্পিউটারে যতটুকু রয়েছে সেটা আপনি পাবেন। সেকারনে সবসময়ই বলা হয়, শেয়ারের মানষিকতা দেখান। ডাউনলোড করে সাথেসাথে লিষ্ট থেকে সেটা মুছে দেবেন না। অন্যকে ডাউনলোডের সুযোগ দিন।
বিটটরেন্ট থেকে ডাউনলোডের জন্য বিটরেন্ট ক্লায়েন্ট নামে একধরনের সফটঅয়্যার প্রয়োজন হয়। মিউ-টরেন্ট (ইউটরেন্ট), বিটলর্ড ইত্যাদি নামের বিভিন্ন সফটঅয়্যার রয়েছে। আপনাকে যা করতে হবে তা হচ্ছে।
.          তাদের সাইট থেকে বিটটরেন্ট ক্লায়েন্ট সফটঅয়্যার ডাউনলোড করা (যেমন www.utorrent.com .
.          সেটা ইনষ্টল করা।
.          বিট টরেন্ট সাইটে গিয়ে যা ডাউনলোড করবেন সেটা খুজে বের করা
.          ডাউনলোড কমান্ড দেয়া।
সফটঅয়্যার নিজে থেকেই বিভিন্ন কম্পিউটার থেকে ডাউনলোড শুরু করবে। ইন্টারনেট বন্ধ করলে, কম্পিউটার বন্ধ করলেও সমস্যা নেই। যখনই কম্পিউটার চালু করে সফটঅয়্যারটি চালু করবেন আবারও বাকি অংশ ডাউনলোড হতে থাকবে। একে নানাভাবে কনফিগার করে নিজের পছন্দমত করে নেয়া যায়।
জনপ্রিয় বিটটরেন্ট সাইটের মধ্যে রয়েছে পাইরেট বে, ফেনোপি, আইএসওহান্ট, টরেন্ট টু ক্রেজি, টরেন্ট ডাউনলোডস ইত্যাদি।
এরবেশি নিশ্চয়ই বলে দেয়া প্রয়োজন নেই।



By Uzzal Malake

You Tube To Video Download

You Tube To Video Download 



By Uzzal Malake

Sunday, March 30, 2014

Downlod Manager-ডাউনলোড ম্যানেজার


ডাউনলোড ম্যানেজার : ইন্টারনেট থেকে সহজে ডাউনলোডের জন্য ব্যবহার করুন ডাউনলোড ম্যানেজার
যারা ইন্টারনেট ব্যবহার করেন তাদের সবসময়ই কিছু না কিছু ডাউনলোড করতে হয়। গ্রাফিক্স কার্ড ড্রাইভার কিংবা ক্যামেরার ম্যানুয়েল কিংবা কোন সফটঅয়্যার। ডাউনলোড করার সময় কিছু না কিচু সমস্যা হয়েই থাকে। হয়ত কোন কারনে ডাউনলোড শেষ হওয়ার আগেই কম্পিউটার বন্ধ করতে হল, ইন্টারনেটের লাইন কেটে গেল। আবারো আপনাকে ডাউনলোড করতে হয় শুরু থেকে। সেইসাথে স্পিডের বিষয় তো আছেই।

ডাউনলোড ম্যানেজার সফটঅয়্যারগুলি নানাভাবে একাজে সহযোগিতা করতে পারে। ডাউনলোড কমান্ড দিলে এগুলি সফটঅয়্যারের লিষ্টে (কিউ) জমা হয়। মাঝখানে বন্ধ করে আবারও যখন চালু করবেন তখন বাকি অংশটুকু ডাউনলোড হবে। ডাউনলোড ফাইলকে কয়েকটি ভাগে ভাগ করে সবগুলি প্যারাফাল ডাউনলোড করে বলে লাইনের পুরো স্পিড কাজে লাগানো যায়। একারনে এদেরকে ডাউনলোড এক্সিলারেটরও বলা হয়। আর অনেক ফাইল সরাসরি ডাউনলোড করা না গেলেও এইসব সফটঅয়্যারের মাধ্যমে ডাউনলোড করা যায়। যেমন ইউটিউব ভিডিও কিংবা কোন ওয়েবপেজ থেকে ফ্লাশ মুভি।
এধরনের একটি সফটঅয়্যার ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার (Internet Download Manager, IDM) অটো-মোডে ব্যবহারের জন্য সাধারনভাবে আপনার কিছুই করতে হয় না। ইনষ্টল করুন, এর প্লাগইন আপনার ব্রাউজারের সাথে যোগ হবে। এরপর যখনই কিছু ডাউনলোড করবেন সে নিজে থেকেই সেটা ডিটেক্ট করবে এবং এর মাধ্যমে ডাউনলোড হবে।
ম্যানুয়েল ডাউনলোডের জন্য কোন লিংকে রাইট-ক্লিক করে Download with IDM সিলেক্ট করুন।
যদি আপনার ব্রাউজারের সাথে কাজ না করে তাহলে সফটঅয়্যারটি চালু করুন, অপশন টুলে ক্লিক করুন, জেনারেল ট্যাব থেকে আপনার ব্রাউজারের নাম সিলেক্ট করে দিন।
কোন ফাইল কিছুটা ডাউনলোড করার পর বন্ধ হয়েছে, তাকে পুনরায় চালু করার জন্য সফটঅয়্যারটি ওপেন করুন। লিষ্টে ডাউনলোড ফাইলটির ওপর রাইটক্লিক করে Resume Download সিলেক্ট করুন।
ফ্লাশ ভিডিও ফাইল ডাউনলোডের জন্য পেজে রাইট-ক্লিক করে Download FLV Video Content with IDM সিলেক্ট করুন।
ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার একাজের জন্য একমাত্র সফটঅয়্যার না, এধরনের আরো সফটঅয়্যার রয়েছে। GetRight Pro, Internet Download Accelerator, Hi Download, Mass Downloader, Download Direct ইত্যাদি এধরনের সফটঅয়্যার। এদের মধ্যে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার সফটঅয়্যারটি বেশি জনপ্রিয়।

By Uzzal Malake