Showing posts with label Freelancer- ফ্রিল্যান্সার. Show all posts
Showing posts with label Freelancer- ফ্রিল্যান্সার. Show all posts

Thursday, March 27, 2014

Freelancer-11 ( সময় বাচানোর সেরা উপায় )


Freelancing tips: সময় বাচানোর সেরা উপায়

ফ্রিল্যান্সারদের কাছে সময় অত্যন্ত গুরুত্বপুর্ন। সঠিক সময়ে কাজ করে দিতে সময় নিয়ে টানাটানি একেবারে সাধারন ঘটনা। কিছু নিয়ম মেনে একেবারে শেষ মুহুর্তে বিপদে পড়ার হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব।


এই নিয়মগুলিকে একদিকে মনে হতে পারে সাধারন অন্যদিকে কষ্টকর বলেও মনে হতে পারে। একটু একটু করে একসময় অভ্যেসে পরিনত করে ফেলুন, অল্প সময়ে বেশি কাজ, বেশি ফল পাবেন।
.          সাধারন কাজগুলির জন্য নির্দিস্ট ফরম্যাট তৈরী করে নিন। আপনাকে হয়ত নিয়মিতভাব প্রোপোজাল তৈরী, বিল তৈরী, চিঠি ইত্যাদি লেখালেখির কাজ করতে হয়। একটি সাধারন ফরম্যাট তৈরী করে রাখুন, প্রয়োজনের সময় সামান্য এদিক-ওদিক করে ব্যবহার করুন।
.          নির্দিষ্ট বিষয়ে অভিজ্ঞতা লাভ করুন। এক্সপার্ট শব্দটি বলার সময় কোন একটি বিষয় উল্লেখ করা হয়। আপনি সব বিষয়ে এক্সপার্ট হতে পারেন না। সে কাজটি আপনার সবচেয়ে বেশি প্রয়োজন সে কাজে এক্সপার্ট হোন। ভাল মানের কাজে অনেক কম সময় প্রয়োজন হবে।
.          অন্যের সাহায্য নিন। আপনার হাতে যে কাজ রয়েছে তার কিছু অংশ অন্য কাউকে দিয়ে করিয়ে নিন। সামান্য কিছু কাজের ফলে অনেক সময় রক্ষা পাবে। ফোন ধরার মত কাজ অন্য কাউকে দিয়ে করান।
.          দিনের নির্দিস্ট সময় ঠিক করে কাজ করুন। প্রতিদিন একই সময়ে কাজ না করে যারা ভিন্ন ভিন্ন সময়ে কাজ করেন তাদের কাজে বেশি সময় প্রয়োজন হয়।
.          একে সময়ে একে ব্যক্তি সবচেয়ে দক্ষতার সাথে কাজ করে। কেউ সকালে, কেউ দিনে কেউ রাতে। আপনার সবচেয়ে ভাল সময় কোনটা জেনে নিন।
.          প্রয়োজনীয় সবকিছু গুছিয়ে রাখুন। কাজের সময় হাতের কাছে কিছু না পেলে সময় নষ্ট হয়। প্রয়োজনে অতিরিক্ত জিনিষপত্র রাখুন। অন্তত কলম-কাগজের মত অন্যান্য বিষয়।
.          বিশ্রামের সময় ঠিক করে নিন। অনবরত কাজ করলে কাজের গতি কমে আসে। কিছুটা বিশ্রাম নিয়ে আবার কাজে হাত দিলে দ্রুত কাজ করা যায়।
.          কাজের ব্যাকআপ রাখুন। নানাবিধ কারনে কাজের কপি নষ্ট হতে পারে। একবার করা কাজ যেন আবারো করতে না হয় সেটা নিশ্চিত করুন।

আপনার সময় কোথায় অপব্যয় হচ্ছে বিশ্লেষন করে আপনি হয়ত এরসাথে আরো কিছু যোগ করে নিতে পারেন। শুনে অবাক হতে পারেন, পশ্চিমা দেশে অনেকেই যন্ত্রের মত কাজ করেন। সময় বাচানোর জন্য


By Uzzal Malek

Freelancer-10 ( ক্রিয়েটিভিটি নষ্ট হওয়ার কারন )


Freelancing tips: ক্রিয়েটিভিটি নষ্ট হওয়ার কারন
ফ্রিল্যান্সিং কাজের মুল শক্তি ক্রিয়েটিভিটি। ফ্রিল্যান্সার কতটা ভিন্নভাবে চিন্তা করতপারেন, তাকে কাজে পরিনত করতে পারেন তার ওপর নির্ভর করে সাফল্য। বিভিন্ন কার প্রভাব ফেলে ক্রিয়েটিভির ওপর। সেদিকে দৃষ্টি দিয়ে আরো বেশি মনোনিবেশ করা যায় কাজে, ক্রমাগত নতুন, উদ্ভাবনী কাজ করা যায়।
যারা ফ্রিল্যান্সিং বিষয়ে অভিজ্ঞ তারা এধরনের বিষয় নিয়ে নিয়মিত লেখেন। ফুল টাইম ফ্রিল্যান্সার জন ফিলিপ এর দৃষ্টিতে ক্রিয়েটিভি নষ্ট হওয়ার কারন এখানে তুলে ধরা হচ্ছে।
.          একাধিক দিকে দৃষ্টি দেয়া
ক্রিয়েটিভ কাজ করার জন্য মনোসংযোগ অত্যন্ত গুরুত্বপুর্ন। কোন কারনে সেটা বাধাগ্রস্থ হলে তার প্রভাব পড়ে কাজের ওপর। লেখার সময় যদি ফোনে কথা বলতে হয়, কেউ দরজায় বেল বাজায় তাহলে অবশ্যব লেখার সুত্র হারায়।
কেউ কেউ বাইরের সবকিছু এড়িয়ে নিজের মনোযোগ ধরে রাখতে পারেন, সবার পক্ষে সম্ভব হয় না। কাজেই এধরনের বিষয়গুলি এড়িয়ে একমাত্র কাজের দিকে মনোনিবেশ করে ভাল ফল পাওয়া  যেতে পারে।
এর অর্থ অবশ্য এইনা যে কাজের জন্য আপনাকে অন্য সবকিছু বাদ দিতে হবে। বরং কোন কাজ কোন সময়ে করবেন এধরনের সামান্য নিয়ম ঠিক করে নিলে সবকিছুই ঠিকভাবে করা সম্ভব।
.          কম ঘুম
ফ্রিল্যান্সারদের একটি বড় সুবিধে হচ্ছে কাজের সময় নিজেই ঠিক করে নেয়া। ফল হিসেবে স্বাভাবিক প্রবনতা দেখা যায় রাতে কাজ করা কিংবা কম ঘুমানো। অনেকেরই অভিযোগ, রাতে ঘুম হয় না ফলে সকালে উঠতে দেরী হয়। বিপরীতভাবে দেখলে বিষয়টি হচ্ছে আপনি সকালে দেরীতে ওঠেন বলেই রাতে ঘুম আসতে দেরী হয়। আর কম ঘুমানোর প্রভাব কাজের মনোযোগে ব্যাঘাত সৃষ্টি করে।
ভাল ঘুম শেষে শরীর এবং মন ঝরঝরে থাকে যা ক্রিয়েটিভ কাজে সহায়ক।
.          সফল না হওয়ার ভয়
প্রিল্যান্সারদের মনে এধরনের চিন্তা কাজ করে, করার পর কাজটি ক্লায়েন্টের পছন্দ হবে কি হবেনা। এধরনের মনোভাব প্রভাব ফেলে। এই মনোভাবকে শক্তি হিসেবে ব্যবহার করে আরো বেশি মনোযোগ দিয়ে ভাল ফল পাওয়া যেতে পারে। ফ্রিল্যান্সার হিসেবে আপনাকে কাজ দেয়ার অর্থ আপনাকে ক্লায়েন্ট পছন্দ করেছে।
.          অর্থনৈতিক অনিশ্চয়তা
আপনার খরচের অর্থ কোথা থেকে আসবে এই নিশ্চয়তা না থাকলে কাজে মনোযোগ দেয়া কঠিন। বাস্তবতা হচ্ছে আপনি কাজ ঠিকভাবে করলে বেশি উপার্জন করবেন, সেখান থেকে কিছুটা জমানো সম্ভব। এধরনের চিন্তা শুধুমাত্র ক্ষতিই করতে পারে।
সম্ভব হলে যে কাজে বেশি অর্থ পাওয়া যাবে সেকাজে হাত দিন। মুল কথা হচ্ছে, আপনি যত মনোযোগ দিয়ে কাজ করবেন আয়ের সম্ভাবনা তত বেশি। কাজ বাদে শুধু চিন্তা আপনার জন্য কিছুই বয়ে আনছে না।
.          অতিরিক্ত চাপ
কিছু ক্লায়েন্ট হয়ত স্বাভাবিকের চেয়ে অনেক বেশি প্রত্যাসা করেন। বিষয়টা অস্বাভাবিক না। তার অর্থের বিনিময়ে সবচেয়ে ভাল ফল আশা করবেন এটাই স্বাভাবিক। ফলে ফ্রিল্যান্সারকেও অতিরিক্ত পরিশ্রম করতে হয়।
কাজ সময়মত দিতে হবে, এই লক্ষ্য ঠিক রেখে যতটা সম্ভব স্বাভাবিকভাবে কাজ করে যাওয়া বাঞ্ছনীয়। আরেক পদ্ধতি হচ্ছে হাতে অতিরিক্ত সময় রাখা। যেকাজে সপ্তাহ সময় প্রয়োজন হবে সেকাজের জন্য সপ্তাহ সময় ঠিক করুন। ক্লায়েন্ট জানবেন সেটা সপ্তাহের কাজ, আপনি হাতে অতিরিক্ত সময় পাবেন।


By Uzzal Malek

Freelancer-9 ( ফ্রিল্যান্সার থেকে কিভাবে কাজ পাবেন )


ইন্টারনেটে আয় - ফ্রিল্যান্সার থেকে কিভাবে কাজ পাবেন

একসময় এর নাম ছিল GetAFreelancer, বর্তমান নাম Freelancer আউটসোর্সিং কাজের জন্য শীর্ষস্থানীয় প্রতিস্ঠান। তাদের সাইটে রয়েছে লক্ষ লক্ষ কাজ। কম্পিউটার ব্যবহার করে করা যায় এমন যেকোন কিছু। ডাটা এন্ট্রি থেকে প্রোগ্রামিং, গ্রাফিক ডিজাইন থেকে এনিমেশন, ওয়েব সাইট ডিজাইন থেকে মোবাইল, যেকোন কাজই পেতে পারেন তাদের মাধ্যমে। তাদের সাইটে গিয়ে ফরম পুরন করুন, কাজের লিষ্ট দেখে এপ্লাই করতে শুরু করুন।


ফ্রিলান্সারের একটি বড় সুবিধে হচ্ছে এরা অন্যান্য পদ্ধতির সাথে মানিবুকারস নামের অর্থ লেনদেনের ইমেইল পদ্ধতি ব্যবহারের সুযোগ দেয়। বাংলাদেশে পে-পল ব্যবহার করা যায় না, মানি বুকারস ব্যবহার করা যায়।



কিভাবে একাউন্ট করবেন
একাউন্ট তৈরীর জন্য আপনার একটি ইমেইল এড্রেস থাকতে হবে। এখনও যদি না থাকে তাহলে তৈরী করে নিন এভাবে।
.          তাদের ওয়েবসাইটে যান (www.freelancer.com)
.          আপনার নাম, ঠিকানা, ইমেইল এড্রেস ইত্যাদি দিয়ে ফরম পুরন করুন।
.          ফ্রিলান্সারের জন্য একটি লগিন নাম এবং পাশওয়ার্ড দিন।
.          ফরম পুরন শেষ করে সাবমিট করার পর আপনার ইমেইল ওপেন করুন। তাদের পাঠানো কোডসহ একটি ইমেইল পাবেন (কয়েক মিনিট সময় লাগতে পারে)
.          তাদের পাঠানো মেইল থেকে কোডটি নিয়ে তাদের সাইটে পেষ্ট করুন।
.          ব্যস আপনি তাদের সদস্য। আপনার লগিন নেম এবং পাশওয়ার্ড ব্যবহার করে তাদের সাইটে ঢুকতে পারবেন।

প্রোফাইল তৈরী
তাদের সদস্য হওয়ার পর আপনার কাজ হচ্ছে নিজের পরিচিতি তুলে ধরা।
.          একটি ছবি আপলোড করুন।
.          কাজের ধরন থেকে আপনি যে কাজগুলিতে আগ্রহি সেগুলিতে টিক চিহ্ন দিন।
.          আপনার করা কাজের নমুনা থাকলে সেগুলি প্রোফাইলের সাথে যোগ করুন।আপনার প্রোফাইল যত উন্নত কাজ পাওয়ার সুযোগ তত বেশি।

কিভাবে কাজের জন্য যোগাযোগ করবেন
তাদের সাইটে ঢুকলেই একেবারে নতুন কাজগুলির একটি তালিকা দেখা যাবে (এই সাইটের উদাহরন রয়েছে, সরাসরি এখান থেকেও যোগাযোগ করা যাবে) এখানে সংক্ষেপে কাজের বর্ননা, কি জানতে হবে, আনুমানিক ব্যয় ইত্যাদি লেখা থাকে। আপনার সাথে মানানসই হলে সেখানে ক্লিক করুন।
অথবা আপনার পছন্দের বিষয়ের দিকে দৃষ্টি দিন। বিষয়ের পাশে কতগুলি কাজ জমা রয়েছে তার সংখ্যা দেখা যাবে। সেখানে ক্লিক করে কাজের তালিকা দেখুন।
যে কাজটি করতে চান তার ওপর ক্লিক করুন।

বিড করা কি
কোন কাজের জন্য যখন একাধিক ব্যক্তি যোগাযোগ করে তখন তাদের মধ্যে থেকে কিছু বিষয় বিবেচনা করে তাদের মধ্যে থেকে একজনকে (বা একাধিক জনকে) বাছাই করা হয়। বিবেচনার জন্য গুরুত্বপুর্ন হচ্ছে, অভিজ্ঞতা এবং কাজের খরচ। আপনি কত টাকায় কাজটি করতে চান সেটি উল্লেখ করবেন। স্বাভাবিকভাবেই তারা কম টাকায় কাজ করাতে আগ্রহি। আবার যদি খুব কম টাকা উল্লেখ করেন তাহলে আপনার দক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। দুদিকে মিল রেখে বিড করুন।

ষ্ট্যাটাস জানা
আপনি কতগুলি কাজের জন্য যোগাযোগ করেছেন, আরো কতগুলি বিড করার সুযোগ পাবেন, আপনার নামে মেইল আছে কিনা, আপনার একাউন্টে কত টাকা জমা আছে এসব তথ্য লগ-ইন করলেই স্ক্রিনে দেখা যাবে।

টাকা কিভাবে পাবেন
টাকা উঠানোর জন্য পেমেন্ট মেনু থেকে উইথড্র ফান্ড কমান্ড দেবেন। কত টাকা কোথায় পেতে চান জানাবেন। মানিবুকারস ব্যবহার করলে আপনার ইমেইল এড্রেস দেবেন, আপনার একাউন্টে টাকা জমা হবে।

একাউন্টের ধরন
ফ্রিল্যান্সারে দুধরনের একাউন্ট খোলা যায়। একটি বিনামুল্যের সাধারন একাউন্ট, অপরটি মাসে ২৫ ডলারের গোল্ড মেম্বারশীপ। সাধারন সদস্য হিসেবে আপনি মাসে ৩০টি বিড করার সুযোগ পাবেন, এবং আপনার আয় থেকে তারা ১০% কেটে নেবে সার্ভিস চার্জ হিসেবে। আর গোল্ড মেম্বারদের জন্য বিডের সীমাবদ্ধতা নেই এবং তাদের দিতে হয় % সার্ভিস চার্জ।
আপনি অনায়াসে সাধারন মেম্বার হিসেবে কাজ শুরু করতে পারেন।

ফ্রিলান্সারে কাজের অন্যান্য বিষয় নিয়ে আগামীতে লেখা হবে। বিশেষ কোন বিষয় জানতে চাইলে প্রশ্ন করতে পারেন বা মতামত জানাতে পারেন।



By Uzzal Malek