Sunday, March 30, 2014

Adobe CS6 এর ৩ নতুন ফিচার


Adobe CS6 এর নতুন ফিচার

বেশ কয়েকাট ভার্শন ধরেই এডবি প্রিমিয়ারকে পুরোপুরি পেশাদার ভিডিও এডিটিং এর উপযোগি করে সাজানো হয়েছে। সিএস৫ থেকে ৩২ বিট ভার্শন বাদই দেয়া হয়েছে। সেখানে আনা হয়েছে নতুন অনেকগুলি ফিচার। কিএস- রিলিজ হয়েছে মে মাসের তারিখে। এখানেও ব্যতিক্রমন নেই।
নতুন ভার্শনে নতুন ফিচার অনেকগুলি। এরমধ্যে উল্লেখযোগ্য ৩টির কথা তুলে ধরা হচ্ছে এখানে।
.          এডজাষ্টমেন্ট লেয়ার
ফটোশপ ব্যবহারকারীদের কাছে এডজাষ্টমেন্ট লেয়ার বিষয়টি পরিচিত। নতুন একটি লেয়ার তৈরী করা হয় মুল লেয়ারগুলির বিশেষ বৈশিষ্ট তৈরীর জন্য। এই সুযোগ রয়েছে আফটার ইফেক্টস সফটঅয়্যারেও। একে প্রিমিয়ারে আনা হয়েছে। ব্যবহার পদ্ধতি আফটার ইফেক্টর এর মত। এডজাষ্টমেন্ট লেয়ার তৈরী করে সেখানে ইফেক্ট ব্যবহার করবেন, তার প্রভাব পড়বে নিচের লেয়ারগুলিতে।
.          আফটার ইফেক্টস থ্রিডি টেক্সট
আফটার ইফেক্টস থ্রিডি টেক্সট ব্যবহার করা যায় না। টুডি টেক্সটকে থ্রিডি স্পেসে ব্যবহার করা যায়। কয়েকটি প্লাগইন থাকলেও সত্যিকারের থ্রিডি ব্যবহারের সুবিধে পাওয়া যায় না।
নতুন ভার্শনে থ্রিডি এক্সট্রুসন যোগ করা হয়েছে। টেক্সট অথবা সেপ যে কোন কিছুতে ব্যবহার করা যাবে। স্বাভাবিকভাবেই পৃথকভাবে থ্রিডি সফটঅয়্যার ব্যবহারের প্রয়োজনীয়তা অনেকটাই কমবে এরফলে।
.          স্পিডগ্রেড
স্পিডগ্রেডকে নতুন ফিচার বলা হয়ত কঠিন। এডবি ইরিডাস-কে কিনেছে এবং তাকে যোগ করেছে সিএস এর সাথে। এই সফটঅয়্যারকে দেখে প্রথমে এডবির সফটঅয়্যার বলে মনে হবে এর কাজ রং নিয়ে। কালার গ্রেডিং বলে যে কাজের জন্য ব্যবহার করা হয় হলিউড কিংবা দা ভিঞ্চি, সেকাজ করা যাবে এর সাহায্যে।

সিএস এর নতুন ফিচার এই ৩টিই ধরে নেয়ার কারন নেই।  অন্যান্য ফিচারগুলি নিয়ে বিস্তারিত লেখা আগামীতে দেয়া হবে।


By Uzzal Malake

No comments:

Post a Comment