এডবি
প্রিমিয়ারে
ক্রোমা কি (ব্লু-স্ক্রিন ভিডিও) ব্যবহার
ব্লু-স্ক্রিন কিংবা গ্রিন স্ক্রিন ভিডিও হচ্ছে যে ভিডিও করার সময় পেছনে নীল বা সবুজ রঙের পর্দা রাখা হয়। এরপর এই ভিডিওকে অন্য ভিডিওর সামনে রেখে ব্যাকগ্রাউন্ড বাদ দেয়া হয়। যেমন একজন মানুষ ৬ তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পাশের ছাদে যাচ্ছে, এটা আসলে দুটি ভিডিও একসাথে করে করা। একটিতে বিল্ডিং এর ছাবি, অপরটি ব্লু-স্ক্রিনের সামনে লাফ দেয়ার ছবি।
সাধারনত
নীল কিংবা সবুজ রং ব্যবহার করা কারন এই রং সহজে ভালভাবে বাদ দেয়া যায়। এই পদ্ধতির নাম আসলে ক্রোমা কি। ক্রোমা অর্থ রং, তারঅর্থ আপনি ইচ্ছে করলে অন্য রংকেও বাদ দিতে পারেন। প্রিমিয়ারে কাজটি কিভাবে করবেন জেনে নিন।
এখানে
নদীতে একটি নীকার ছবি এবং একটি ব্লু-স্ক্রিন বিষ্ফোরনের ভিডিও একসাথে করা হচ্ছে;
. ফুটেজগুলি প্রিমিয়ারে ইমপোর্ট করুন।
. যে ভিডিওকে ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করবেন তাকে Video 1 ট্রাকে রাখুন
. ব্লু-স্ক্রিন ভিডিওকে Video 2 ট্রাকে (ব্যাকগ্রাউন্ড ভিডিওর ওপরের ট্রাকে) রাখুন।
. ফিল্টার মেনু থেকে Chroma Key ফিল্টার ড্রাগ করে ব্যবহার করুন ব্লুস্ক্রিন ভিডিও ক্লিপের ওপর।
. Effects
Control Panel থেকে
Color অংশ থেকে কালার পিকার ক্লিক করুন এবং ভিডিও নীল রঙের ওপর (অথবা অন্য যে রং বাদ দিতে চান) ক্লিক করুন। সাথেসাথে সেই রংটি ট্রান্সপারেন্ট হবে।
. Similarity অংশ থেকে মান বাড়ান। আরো বেশি পরিমান রং বাদ যাবে।
. প্রয়োজনে Blend,
Threshold, Cutoff ইত্যাদি
পরিবর্তন করে ব্লু-স্ক্রিন ক্লিপ থেকে যে রং বাদ দিতে চান সেটা নিখুতভাবে বাদ দিন।
. প্রয়োজনে ব্লু-স্ক্রিন ভিডিওকে যায়গামত সরিয়ে নিন।
কাজ
কতটা নিখুত হবে সেটা নির্ভর করে ব্লু-স্ক্রিন ভিডিওর নীল রং কতটা নিখুত তার ওপর। যদি সমভাবে নীল রং থাকে (অথবা অন্য কোন সলিড কালার) তাহলে এই পদ্ধতিতে খুব সহজেই ভাল ফল পাওয়া যাবে। ব্লুস্ক্রিন ভিডিও তৈরীর সময় এদিকে লক্ষ্য রাখুন।
By Uzzal Malake
No comments:
Post a Comment