Monday, March 31, 2014

Video-Edit-ডিভিডি থেকে ভিডিও এডিট করা


ডিভিডি থেকে ভিডিও এডিট করা (কোরেল ভিডিও ষ্টুডিও)
যারা ভিডিও এডিটিং এর কাজ করেন তাদেরকে বিভিন্ন যায়গার ভিডিও ব্যবহার করতে হয়। বিশেষ করে ডিভিডি ভিত্তিক ক্যামেরা ব্যবহার করলে তো বটেই। এমনকি কখনো কখনো তৈরী করা ডিভিডি থেকেও। সমস্যা হচ্ছে অধিকাংশ ভিডিও এডিটিং সফটঅয়্যারে ডিভিডির ফাইল সরাসরি ব্যবহার করা যায় না। তাকে কনভার্ট করে নিতে হয়। ফল হিসেবে একদিকে যেমন প্রচুর সময় ব্যয় হয় অন্যদিকে ভিডিওর মান নষ্ট হয়।
ইউলিড (কোরেল) ভিডিও ষ্টুডিও ১১ ভার্শনে ডিভিডি থেকে ফাইল ইমপোর্ট করার জন্য একটি অপশন ছিল, পরের ভার্শনগুলিতে সেটা না দেখে অনেকেই সমস্যায় পড়েন। পরের ভার্শনে কিভাবে ডিভিডি থেকে ভিডিও ফাইল ব্যবহার করবেন জেনে নিন।


এখানে ভিডিও ষ্টুডিও ১৩ ব্যবহার করা হয়েছে।
.          ডিভিডির ফোল্ডারকে হার্ডডিস্কে কপি করে নিন। যদিও সরাসরি ডিভিডি থেকে ব্যবহার করা যায়, কপি করে ব্যবহার করলে দ্রুত কাজ হবে।
     ভিডিও ট্রাকে রাইট ক্লিক করে Insert Digital Media সিলেক্ট করুন।
.          Import Source Folder ডায়ালগ বক্সে ফোল্ডারটির নামের পাশে টিক চিহ্ন দিয়ে সিলেক্ট করুন।
.          একাধিক ফোল্ডার থেকে একাধিক ভিডিও সিলেক্ট করা যাবে।
.          Import বাটনে ক্লিক করলে ভিডিওগুলির থাম্বনেইল প্রিভিউ দেখা যাবে। প্রতিটি ভিডিওর ওপরের বামকোনে টিক চিহ্ন দেয়ার যায়গা রয়েছে। যে ভিডিওগুলি ইমপোর্ট করতে চান সেগুলি সিলেক্ট করুন।
.          কাজের সময় কোন ফোল্ডার ব্যবহার করা হবে সিলেক্ট করে দিন।
.          Start import বাটনে ক্লিক করলেই ভিডিওগুলি টাইমলাইনে পাওয়া যাবে।

এরপর ভিডিওকে সেখানেই এডিট করুন অথবা পছন্দমত ফরম্যাটের ভিডিও ফাইল তৈরী করে ব্যবহার করুন, মান মোটামুটি একই থাকবে।


By Uzzal Malake

No comments:

Post a Comment