Friday, March 28, 2014

Google Adsense-9 ( বই বিক্রি করুন গুগলের সাহায্যে )


ইন্টারনেটে ব্যবসা : বই বিক্রি করুন গুগলের সাহায্যে

ইন্টারনেটে মানুষ যাকিছু কেনাকাটা করে তারমধ্যে এক নম্বরে রয়েছে বই। ইবুক রিডার এর প্রসার এবং সাথে আইপ্যাড সহ অন্যান্য ট্যাবলেট, এমনকি মোবাইল ফোনে বই পড়ার সুযোগ আসার সাথেসাথে এই চাহিদা ক্রমাগত বেড়ে চলেছে। আপনি যদি লেখক হন, অথবা প্রকাশক হন, অথবা বই বিক্রিকে পেশা হিসেবে নিতে চান তাহলে এটা সম্ভাবনাময় একটি ক্ষেত্র।


সমস্যা হচ্ছে নিজে বিক্রি করার জন্য আপনাকে একটি ভাল মানের ওয়েবসাইট তৈরী করতে হবে। সত্যিকারের সমস্যা হচ্ছে প্রচারের ব্যবস্থা করতে হবে এবং পাঠকের কাছে পৌছাতে হবে। সেইসাথে অর্থ লেনদেনের বিষয় তো রয়েছেই। অথচ বইয়ের প্রচারের জন্য গুগলের রয়েছে বিনামুল্যের একটি সেবা ব্যবস্থা। তারা আপনার বই পৌছে দেবে যেখানে মানুষ সবচেয়ে বেশি বই কেনে সেখানে।
Google Book Partner Program নামের বিনামুল্যের এই সেবার জন্য আপনাকে তাদের সাইটে গিয়ে একটি ফরম পুরন করতে হবে। সাথেসাথে আপনি তাদের সদস্য হয়ে গেলেন। তাদের সার্চে আপনার বই যোগ হবে, আপনার বইয়ের বর্ননা প্রচার হবে বই বিক্রির জন্য যেসব সাইট সবচেয়ে খ্যাতনামা তাদের সাইটে। ফলে পাঠক যেমন সহজে আপনার বই খুজে পাবে তেমনি বিক্রি বাড়বে।
আপনার বইয়ের স্বত্ব আপনারই থাকবে। বইতে ঠিক কি আছে পাঠককে জানানোর জন্য কয়েকটি পৃষ্ঠা পড়ার সুযোগ দেয়া হবে। গুগল প্রিভিউ নামে তাদের কোড একাজ করবে। আপনার সাইটের ভিজিটর  বইয়ের ভেতরে কি আছে জেনে নেয়ার সুযোগ পাবে।
আর আপনার বই কি পরিমান বিক্রি হল থেকে শুরু করে সবধরনের তথ্য জানার সুযোগ পাবেন যে কোন সময়।
এজন্য রেজিষ্ট্রেশন করতে হবে এখানে : www.books.google.com


By Uzzal Malek

No comments:

Post a Comment