Monday, March 31, 2014

Notepad ++ ওয়েব ডিজাইন এর জন্য

How to use Note Pad

ওয়েব ডিজাইন বা প্রোগ্রামিং এর জন্য Notepad ++
ওয়েব ডিজাইনের সময় এইচটিএমএল কিংবা জাভাস্ক্রিপ্ট লেখার কথাই বলুন কিংবা সি++ এর মত অন্য কোন প্রোগ্রামের কোড লেখার কথাই বলুন, আপনার এডিটর প্রয়োজন। এজন্য ওয়ার্ডের মত ওয়ার্ডপ্রসেসিং সফটঅয়্যার ব্যবহার করতে পারেন না।
হয়ত লক্ষ করেছেন ওয়ার্ডের মত সফটঅয়্যারে নিজস্ব কিছু কন্ট্রোল কোড ব্যবহৃত হয়। ওয়ার্ডে টাইপ করা টেক্সট কপি-পেষ্ট করে ব্লগারে ব্যবহার করলে সেখানে কোডগুলি দেখা যায় (ফন্টের নাম, সাইজ ইত্যাদি) প্রোগ্রামিং কোড লেখার সময় এই কন্ট্রোল কোডগুলির কারনে প্রোগ্রামিং কোড টেক্সট হিসেবে ব্যবহৃত হয়, কমান্ড হিসেবে কাজ করে না।

সহজ কথায়, আপনাকে এমন কোন সফটঅয়্যার ব্যবহার করতে হয় যেখানে শুধুমাত্র টেক্সটই থাকবে। কোন ধরনের ফরম্যাটিং ব্যবহার করা হবে না।
এজন্য উইন্ডোজের সাথে নোটপ্যাড নামের সফটঅয়্যার ব্যবহার করতে পারেন। তাকে বিশেষ এক্সটেনশনে সেভ করে যে কোন প্রোগ্রামের কোড হিসেবে ব্যবহার করতে পারেন।
বাস্তবে প্রোগ্রামিং কোড লেখার সময় কাজ সহজ করার জন্য প্রোগ্রামাররা বেশকিছু ইউটিলিটি সফটঅয়্যার ব্যবহার করেন। এধরনের একটি সফটঅয়্যার নোটপ্যাড প্লাস প্লাস।
খুব সহজ একটি উদাহরন দেখা যাক।
আপনি এইচটিএমএল কোড লিখছেন। কোন ট্যাগ লেখার সময় আপনাকে সেটা বিশেষভাবে শুরু করতে হবে, মাঝের কোডগুলি ঠিকভাবে লিখতে হবে, একসময় ট্যাগ শেষ করতে হবে। এরমধ্যে নানা ধরনের ভুল হওয়ার সম্বাবনা। হয়ত ফুলষ্টপ টাইপ করতে গিয়ে কমা টাইপ করেছেন, কোথাও বানান ভুল করেছেন, কিংবা ট্যাগ শেষ করার কমান্ড দিতে ভুলে গেছেন।
নোটপ্যাড প্লাস প্লাস এর সুবিধে হচ্ছে কোড টাইপ করার সাথেসাথে কালার সিনট্যাক্স আপনাকে জানিয়ে দেবে সেটা ঠিক নিয়মে লেখা হয়েছে কি-না। উল্লেখিত যে কোন ভুলের জন্য টেক্সটকে ভিন্ন রঙে দেখা যাবে। কাজেই ভুল করলে চোখ এড়িয়ে যাওয়ার সম্ভাবনা নেই। অধিকাংশ প্রোগ্রামিং ভাষায় এই পদ্ধতি ব্যবহার করা হয়।
মুল লক্ষ হয়ত এটুকুই। সেইসাথে প্রোগ্রামিং কাজে প্রয়োজন নানা ধরনের সুবিধে রয়েছে এতে। এর মধ্যেই কম্পাইল করার ব্যবস্থা রয়ছে, ম্যাক্রো রান করার ব্যবস্থা রয়েছে, এইচটিএমএলকে সরাসরি ফায়ারফক্স বা ইন্টারনেট এক্সপ্লোরারে ওপেন করে দেখার ব্যবস্থা রয়েছে, স্পেল চেকার রয়েছে। সি, জাভা, ভিজ্যুয়াল বেসিক, প্যাসকেল, পার্ল, পাইথন, ফরট্রান, ফ্লাশ যেখানেই কাজ করুন না কেন, সব ধরনের কোড তৈরীতে সহায়তা করতে পারে এই সফটঅয়্যার।
এধরনের আরো বেশিকিছু সফটঅয়্যার রয়েছে একই কাজের জন্য তারপরও এই সফটঅয়্যার জনপ্রিয় কয়েকটি কারনে। সফটঅয়্যার ব্যবহার তুলনামুলক সহজ, আকারে খুব ছোট (.. ভার্শনের ফাইলসাইজ মেগাবাইট এর সামান্য বেশি) এবং সফটঅয়্যারটি বিনামুল্যের। তুলনার জন্য উল্লেখ করা যেতে পারে একই কাজের টেক্সটপ্যাড ব্যবহারের জন্য লাইসেন্স কিনতে হয়।
উইন্ডোজ ৯৮, এক্সপি, ভিসতা, সব যায়গায় এটা ব্যবহার করা যায়। ব্যবহার করছেন ১৫ লক্ষের বেশি মানুষ।
ডাউনলোডের জন্য Notepad ++ লিখে সার্চ করাই যথেষ্ট।

By Uzzal Malake

No comments:

Post a Comment