Thursday, March 27, 2014

Odesk-ওডেস্কে কাজ আমি যেভাবে পাই


ওডেস্কে আমি যেভাবে কাজ পাই

আজ আমি আপনাদের সাথে আমার ফ্রিল্যান্সিং কাজ পাওয়ার অভিজ্ঞতা শেয়ার করব। আমি ধারাবাহিকভাবে কিছু কাজ পাওয়ার পন্থা বর্ণনা করছি। যারা ওডেস্কে ওয়েব ডেভলাপমেন্টের কাজ পেতে চান তারা এই নির্দেশনাগুলো অনুসরণ করে দেখতে পারেন।

আমি ধরে নিচ্ছি আপনার একটি ওডেস্ক একাউন্ট আছে প্রথমে আপনার ইউজারনেম এবং পাসওয়ার্ড দিয়ে ওডেস্কে লগইন করুন। লগইন করার পর এরকম একটি হোমপেজ আসবে:
এখন আপনার প্রথম কাজ হচ্ছে আপনার একাউন্টকে ১০০% কমপ্লিট করা আমার পরামর্শ হচ্ছে প্রথমে আপনার প্রোফাইলকে ১০০% করুন তারপর আপনি যে ধরনের ওয়েব ডেভেলপমেন্ট কাজ করতে চান সে কাজগুলো ভালকরে বুঝে বিড করুন আমি প্রথমেই দেখাচ্ছি কিভাবে আপনার প্রোফাইলকে ১০০% কমপ্লিট করবেন তারপর আপনাদের কিছু বুলেট টিপস দিব যেগুলো অনুসরণ করলে ইনশাল্লাহ অপনারা ওডেস্কে কাজ পেয়ে যাবেন।

ওডেস্ক প্রোফাইল ১০০% কমপ্লিট করার উপায়:
আমার পরামর্শ হছে প্রথমে আপনার প্রোফাইলকে ১০০% কমপ্লিট করুন। প্রোফাইল ১০০% কমপ্লিট হলে নিচের ছবির মত তথ্য দেখতে পাবেন -
ওডেস্ক একাউন্ট খুলার পরেই প্রোফাইলকে ১০০% কমপ্লিট করাটা জরুরী যদিও আমি দেখেছি যে অনেক expert developer রা প্রোফাইলকে ১০০% কমপ্লিট না করে কোন ওডেস্ক টেস্ট না দিয়েই কাজ পেয়ে যান। তাদের কথা আলাদা, যারা মোটামুটি কাজ পারেন তাদের জন্যই এই ব্যবস্থা

তো আসুন প্রোফাইলকে ১০০% করার প্রক্রিয়ায়। অমি ক্রমানুসারে বিষয়টি দেখাচ্ছি:

) লগিন করার পর হেমপেজ এর ডান দিকে ইউজারনেম এর Account & Profile settings ক্লিক করুন
) এবার আপনার Security Question এর উওর দিন

) এখন Profile & Settings Option আসবে -

) চিত্রে দেখুন বামদিকে Profile & Settings মেনু রয়েছে এবং User Info show হচ্ছে এখান থেকে User Info, My Contractor Profile, My Test মেনুর অপশনগুলো ভালভাবে ফিলআপ করলেই হবে। তাহলেই আপনার প্রোফাইল কমপ্লিটনেস % থেকে বাড়তে থাকবে।

) Fill up User Info: ইউজার ইনফোতে দুটি সেকশন রয়েছে, একটি হচ্ছে Your Account info আন্যটি Your Location Info

) Your Account info পরিচিতি: এখানে প্রথমে রয়েছে User ID, First Name, Last Name এটি আপনি যখন প্রথম একাউন্ট খুলেছিলেন তখনকার ইনফরমেশন।

) তারপর রয়েছে Verification Status, এটি অত্যন্ত গুরুত্বপুর্ণ, এটিও কাজ পেতে সাহায্য করে। এটি ভেরিফাই করতে verify your identity লিংকটিতে ক্লিক করুন। এখানে তিনটি স্টেপ রয়েছে, প্রথমে আপনার একটি ক্লিয়ার ফটো দিতে হবে, দ্বিতীয় স্টেপে আপনার পাসপোর্ট বা ন্যাশনাল আইডি কার্ডের ফটো এবং তৃতীয় স্টেপে আপনার ব্যংক স্টটমেন্ট দিতে হবে তখন ওডেস্ক আপনাকে কিছুদিনের মধ্যে আইডি ভেরিফাই করে দিবে।

) তারপর রয়েছে Odesk Email, Personal Email এবং Security Email

) তারপর রয়েছে Portrait এখানে আপনি আপনার ফটো দিবেন। ফটো দেোয়ার সাথে সাথেই আপনার প্রোফাইল কমপ্লিটনেস ১০% বাড়বে।

১০) Your Location Info পরিচিতি: এখানে আপনি অপনার Timezone, Address, City, Country, Postal Code / Zip, Phone নাম্বার ইত্যাদি দিবেন।

আজ এপর্যন্তই, আমরা আগামী পর্বে এই পরবর্তী দুটি মেনুর Details আলোচনা করে ১০০% প্রোফাইল কমপ্লিটনেসের দিকে এগিয়ে যাব এবং তারপর স্পেশাল কিছু টিপস দেয়া যাবে।

By Uzzal Malek

No comments:

Post a Comment