Tuesday, April 22, 2014

প্রতিমাসে আয় করুন ২৪,০০০ টাকা

 প্রতিমাসে আয় করুন ২৪,০০০ টাকা, সম্পূর্ণ প্রক্রয়া ছবি সহ দেওয়া আছে শুধু অনুসরণ করুন,সফটওয়্যার দেয়া আছে আর দেরি না করে আয় করুন ইন্টারনেট
আসসালামুআলাইকুম, আশা করি সবাই ভালো আছেন।
আজ আমি যে বিষয় টা নিয়ে আলোচনা করব, তা হচ্ছে কি ভাবে ইন্টারনেট থেকে আয় করা যায় ইতিপূর্বে অনেকেই এই বিষয় টা নিয়ে আলোচনা করেছে আমি একটু ছবি সহ পোস্ট করলাম

যাইহোক কাজের কথায় আসা যাক।
কম্পিউটার ইন্টারনেট চালানোর সাধারণ জ্ঞান থাকলে সহজে বিনা রেজিষ্ট্রেশণ ফিতে ঘরে/অফিসে বসে আপনি টাকা আয় করতে পারেন। তবে অবশ্যই আপনার নিজস্ব কম্পিউটার ইন্টারনেট কানেকশন থাকা জরুরী। আপনি প্রতি দিন - ঘন্টা ইন্টারনেট ইউজ করে এই টাকা আয় করতে পারেন। এটার নাম রেফারেন্স মার্কেটিং অথবা ফ্রেন্ডস এড জবও বলতে পারেন


lick This Link এই লিংক ক্লিক করে Signup করুন।
Signup করার পর নিচের পেইজের মত পেইজ আসবে


১।আপনার নাম লিখুন।
২।আপনার ডাক নাম লিখুন।
৩।আপনার -মেইল এড্রেস লিখুন।
৪।যে দেশে অবস্থান করছেন সে দেশের নাম লিখুন।
৫।যে শহরে অবস্থান করছেন সে শহরে নাম লিখুন।
৬।আপনি রুষ / মহিলা তা নির্ধারণ করুন।
৭।আপনার পছন্দনীয় ভাষা নির্ধারণ করুন।
৮।আপনি কি উদ্দেশ্যে এই সাইটে অ্যাকাউন্ট খুলছেন তা নির্ধারণ করুন।
৯।আপনার অ্যাকাউন্ট এর নাম কি হবে যেমন আমার টা হচ্ছে rabbi1986
১০।আপনার পছন্দ মত পাসওয়ার্ড দিন।
১১।আপনি কারো রেফারেন্স ছাড়া এখানে জয়েন করতে পারবেন না এখানে ডিফল্ট ভাবে আমার টা দেয়া আছে, তাই চিন্তার কোন কারন নেই।
১২।চেক বক্সে টীকচিহ্ন দিতে ভুলবেন না যেন।
১৩।কোড টা ভালো মত দেখে পূরণ করুন।
১৪।আপনার জন্ম তারিখ/মাস/বছর পূরণ করুন।
১৫।রেজিস্টার বাটন ক্লিকান।
ব্যাস আপনার কাজ শেষ।
এব নিচের ছবির মত মেসেজ দেখতে পাবেন


এটা একটি সোস্যাল নেটওয়ার্ক সাইট। এটিতে রেজিষ্ট্রেশন করার সাথে আপনি http://www.unaico.com/ এর সদস্য হয়ে যাবেন। এই দুইটি সাইটে ডাটাবেজ কানেকশন একই বিধায় এই দুইটি সাইট আপনাকে তাদের গ্রাহক বাড়ানোর সহযোগীতার কারনে এই ইনকাম আপনাকে, আমাকে এবং সবাইকে দিচ্ছে।

কেউ কেউ ভাবছেন এটা একটা কঠিন কাজ, আমি মনে করি এটি তেমন কঠিন কাজ নয়। এই সাইটে কাজ করার ইনকাম করার কিছু নিয়মাবলী রয়েছে, প্রথমে সে গুলো জেনে নিন।
. আপনাকে একটি একাউন্টের একটি প্রোপাইল তৈরি করতে হবে।
. প্রোপাইলে একটি পিকচার এড করতে হবে।
. সাপ্তাহে একদিন এই একাউন্টে লগিন করে সাইটে ভিজিট করতে হবে।

মাত্র তিনটি শর্ত মাধ্যমে আপনি মাসে সর্বোচ্চ ২০০-১০০০ ইউরো আয় করতে পারেন। নিম্নে টিপস গুলো ইউস করে আপনি সহজে ঘরে বসে এটি করতে পারেন:
১। আপনি মোট সাইটটক ১০০০টি একাউন্ট তৈরি করবেন (ভয় পাওয়ার কারন নাই আমি এমন একটা সফটওয়্যার দিব যার মাদ্যমে আপনি প্রতি মিনিটে - টা ইয়াহু আইডি তৈরি করতে পারবেন ) আপনার রেফারেন্স লিংক ব্যবহার করে।ইয়াহু আইডি তৈরি করার জন্যডাউনলোড করুন। ২। প্রত্যেকটি একাউন্টের জন্য ফটো সহ একটি প্রোপাইল তৈরি করবেন।

৩। একটি একাউন্ট আপনার নামে তৈরি করুন, আপনার পরিবারের লোকজনের নামে অ্যাকাউন্ট খুলুন(মনে রাখবেন অ্যাকাউন্ট তৈরি করার সময় আপনার নিজের এবং আপনার বাবা,মা,ভাই,বোন,প্রেমিক/প্রেমিকা যার নামেই খুলুন তার বয়স আর নাম যেন জন্ম নিবন্ধন ফর্ম আনুজায়ী হয়) আর বাকীগুলো ভিন্ন ভিন্ন নামে তৈরি করুন
৪। এই একাউন্ট গুলোতে আপনার তৈরি করা সিরিয়াল অনুযায়ী সাপ্তাহে একদিন ভিজিট করুন।
৫। মন চাইলে কিছু লিখুন সাইটের ওয়ালে। না লিখলে সমস্যা নাই। তাহলে আপনার একাউন্ট ব্লক হওয়ার কোন সম্ভবনা নেই এবং আপনি এই সকল একাউন্ট থেকেও ইনকাম পেয়ে থাকবেন।
৬। এই ভাবে - ঘন্টা করে আপনাকে সাপ্তাহের ৫দিন কাজ করলে আপনার কাজ শেষ।
৬। বাকী থাকে একঘন্টা। আর বাকী এই একঘন্টা, ফ্রেন্ডস বাড়ান জন্য আপনি আপনার একাউন্টগুলোর রেফারেল লিকস ফেইসবুকের ফেন্ডসদের সাথে শেয়ার করুন।
৭। মাত্র ১০জন ভাল ফ্রেন্ডদের সাথে আপনার লিংকস উল্লেখিত নিয়মগুলো শেয়ার করতে পারেন তাহলে আপনার প্রতিদিন ফ্রেন্ডস পাবেন ২০০ করে তা প্রতি সাপ্তাহে তা বেড়ে দাড়াবে ১৪০০ করে।
৮। http://www.unaico.com/ সাইটে ফেন্ডসদের ৫০% করে আপনের দুইভাগে ভাগ করে লেফট এবং রাইটে সেট করে দিতে হবে। কিভাবে সেট করবেন তা সর্বনিম্নে দেখুন।
৯। http://www.unaico.com/ সাইট আপনাকে বাইনারী ভাবে হিসেব করে আপনার সর্বনিম্ন হেন্ড এর সংখ্যা হিবেক করে তার ১০% এর যত হয় তত ইউপি প্রদান করবে। প্রতি সাপ্দতাহে ১৪০০ অনুযায়ী আপনার সর্বনিম্ন সংখ্যা ৬০০ ধরলে আপনার পয়েন্ট সাপ্তাহে দাড়ায় ৬০ ইউপি। ইউপি হচ্ছে ইউনাইকো পয়েন্ট
১০। ইউনাইকো.কম এর ইউপি=০১ ইউরো, তাহলে ৬০ ইউপি= ৬০ ইউরো দাড়ায়। এক ইউরো=৯৯. টাকা হলে ৬০ ইউরো=৬০০০ টাকার কাছাকাছি।
১১। সাপ্তাহে ৬০০০ টাকা হলে মাসে আপনার ইনকাম দাড়ায় ২৪০০০ টাকা মানে ২৪০ ইউরো (একটি একাউন্টের ইনকাম)
১২। ১৪৯ ইউরো দিয়ে প্রথমে আপনাকে ইউনাইকোর কাছ থেকে মেম্বারশীপ নিতে হবে। এর পরিবর্তে ইউনাইকো আপনাকে একটি ইন্টারন্যাশনাল প্রিপেইড কার্ড দিবে। যা দিয়ে এটিএম এর যেকোন (ডলার সাপোর্টেড )বুথ থেকে আপনি আপনার ইনকাম করার টাকা তুলতে পারবেন।
১৩। বড় বিষয় হচ্ছে আপনি আপনার টাকা তুলার জন্য আর কোন টেনশন রইল না। এই কার্ড দিয়ে আপনি পেইপল ভেরিপাই, অনলাইন শপিং -কর্মাসের বিভিন্ন সুবিধা ভোগ করতে পারবেন।
১৪। রেফারেন্স লিংক যার হবে ইনকাম সে পাইবে। অতএব আপনি আপনার রেফারেন্স লিংক সঠিক ভাবে শেয়ার করুন।


আর দেরি না করে এখনি রেজিষ্ট্রেশন করুন নিম্ন লিংক -
Click This Link
এতে রেজিষ্ট্রেশন করার সাথে সাথে ইউনাইকো সাইটের আপনার অটো একাউন্ট তৈরি হয়ে যাবে।...
একই আইডি পাওয়ার্ড দিয়ে আপনি ইউনাইকোডটকম লগিন করতে পারবেন। এই সাইটে লগিন করআপনার রেফারেন্স ফেন্ডসদের সেট করে নিতে হবে লেফট রাইট-এ। সেট করা পদ্ধতি


উপরে লগিন ক্লিক করলে বড় কালো বক্সের মত আসবে, এখানে Username , Password এবং কোড ভালোমত সাবধানতার সাথে পূরণ করুন।
লাল বক্সে ক্লিক করলে নিচের ছবির মত আসবে....................
এবার আপনার ইচ্ছামত যে কোন পাশে স্পন্সার করতে পারবেন।
আরো দেখতে পারবেন আপনার পার্সোনাল স্পন্সার কত জন। এবং তাদের অবস্থান। লাল বক্সের ভেতরে ক্লিক করে। ক্লিক করার পর নিচের ছবির মত ছবি আসবে।


Member Genealogy

দুঃখিত ছবিটি আপলোড করা গেল না।

আপনার পয়েন্টের অবস্থা দেখাবে। এই অপশনে।
Your Network Tree


লাল বক্সের ভেতরে ক্লিক করলে আপনার সম্পূর্ণ ট্রি দেখাবে নিচের ছবির মত...


Your Projected Earnings


লাল বক্সের ভেতরে ক্লিক করলে আপনার সম্পূর্ণ আয় দেখাবে নিচের ছবির মত...


ন্যবাদ ভালোথাকবেন সবাই আপনাদের সবার দোয়া চাই।
By Uzzal Malake

No comments:

Post a Comment