Sunday, April 13, 2014

Tutorial-ACDSee


         গ্রাফিক ডিজাইন কাজে ACDSee ব্যবহার

এসিডিসি নামে একটি সফটঅয়্যার একসময় অত্যন্ত জনপ্রিয় ছিল ষ্টিল ইমেজ দেখার জন্য। বর্তমানে তাকে উন্নত করে রীতিমত ইমেজ এডিটিং সফটঅয়্যার বানালেও ব্যবহার তেমন নেই। কারন একদিকে উইন্ডোজ নিজেই ইমেজ ফাইল দেখাতে পারে অন্যদিকে ইমেজ এডিটিং এর জন্য ফটোশপ সহ অন্যান্য সফটঅয়্যারের ব্যবহার। এডবি এধরনের কাজের জন্য ব্রিজ নামে সফটঅয়্যার তৈরী করেও ভুমিকা রেখেছে এতে।

তারপরও পুরনো এই সফটঅয়্যারের পুরনো ভার্শন আপনার কাজে আসতে পারে অনেকভাবে। এধরনের কয়েকটি ব্যবহার উল্লেখ করা হচ্ছে।
.          সহজ ইমেজ ব্রাউজার
এসিডিসি ব্রাউজার হিসেবে কাজ করে খুব দ্রুত। ডিজাইনারদের হাজার হাজার ছবি রাখতে হয় প্রয়োজনের সময় ব্যবহারের জন্য। থাম্বনেইল ভিউ ব্যবহার করে দ্রুত তারমধ্যে থেকে প্রয়োজনীয় ছবি বের করে নেয়া যায়।
.          ইমেজ কপি করার ব্যবস্থা
ফটোশপে কম্পোজিট ইমেজ তৈরীর সময় স্বাভাবিকভাবেই নতুন একটি ছবিকে নতুন লেয়ারে আনা প্রয়োজন হয়। কাজটি অবশ্যই ফটোশপে করতে পারেন। ফাইলটি ওপেন করে তাকে ড্রাগ করে বা কপি করে সেখানে নিতে পারেন। এসিডিসি ব্যবহার করে তাকে পেতে পারেন আরো সহজে। ব্রাউজারে ইমেজটি সিলেক্ট করুন, রাইট-ক্লিক করে Copy Image কমান্ড দিন, ফটোশপে পেষ্ট করুন।
.          ইমেজ কনভার্ট করা
ফটোশপের একটি ইমেজকে জেপেগ কিংবা টিফ ফরম্যাটে নিতে চান। তাকে ফটোশপে ওপেন করে পছন্দের ফরম্যাটে সেভ করতে পারেন। তারচেয়ে এসিডিসি ব্রাউজারে ওপেন করুন এবং রাইট-ক্লিক করে Convert সিলেক্ট করুন। একবারে শতশত ফাইল কনভার্ট করতে পারেন এভাবে মুহুর্তের মধ্যে।
.          ইমেজ ফাইলের নাম পরিবর্তন
কোন ফোল্ডারে শতশত ইমেজ ফাইলের নাম পরিবর্তন করতে চান। ব্রাউজারে সবগুলি সিলেক্ট করে রাইট-ক্লিক করে কমান্ড দিন। নাম টাইপ করে দিন এবং কত ডিজিট ব্যবহার করতে চান বলে দিন। মুহুর্তে সবগুলি ফাইলের নাম এবং তাদের পাশে সংখ্যা পাবেন।

মনে হতে পারে ব্রাউজার হিসেবে এই সফটঅঢ্যার এতটাই ভাল যে অন্যকিছু প্রয়োজন নেই। বাস্তবে এডবি ব্রিজ এর সাথে তুলনায় এর সীমাবদ্ধতাও রয়েছে। ইলাষ্ট্রেটর ফাইল এখানে প্রিভিউ দেখা যায় না। তারপরও, যতটুকু সুবিধে পাওয় যায় তাকে কাজে লাগাতে পারেন।
কোন ভার্শন ব্যবহার করবেন ? আপনি যেহেতু ইমেজ এডিটিং এর ফিচারগুলি ব্যবহার করবেন না সেহেতু ছোট আকারের পুরনো ভার্শন ব্যবহার করাই ভাল।


By Uzzal Malake

No comments:

Post a Comment