Monday, April 14, 2014

Tutorial-Illustrator-15

 
ইলাষ্ট্রেটর সেপ বিল্ডার


ইলাষ্ট্রেটল সেপ বিল্ডার : নির্দিষ্ট যায়গায় নির্দিষ্ট রং ব্যবহার

ইলাষ্ট্রেটরে লোগো ডিজাইন বা অন্য কাজে অনেক সময়ই কোন সেপের বা টেক্সট এর বিশেষ অংশে বিশেষ রং ব্যবহার করা প্রয়োজন হয়। উদাহরনে বাংলাদেশ লেখাটির কথা বিবেচনা করুন। সাধারনভাবে আপনি একটি অক্ষরে একটি রং ব্যবহার করতে পারেন, এখানে একই অক্ষরের নির্দিস্ট অংশে নির্দিষ্ট রং ব্যবহার করা হয়েছে।




ইলাষ্ট্রেটরের সেপ বিল্ডার টুল ব্যবহার করে খুব সহজেই কাজটি করতে পারেন।

.          টেক্সটটি সুবিধেজনক ফন্টে টাইপ করুন নির্দিস্ট সাইজে আনুন।

.          ফন্ট আউটলাইন করে নিন।

.          অধিকাংশ যায়গায় যে নং ব্যবহৃত হবে সেই রং ব্যবহার করুন। এখানে সবুজ।

.          যে যায়গার রং পরিবর্তণ করতে চান সেই যায়গার জন্য সেপ তৈরী করুন। এখানে ইলিপস টুল ব্যবহার করা হয়েছে, অন্য যে কোন টুল ব্যবহার করে তৈরী সেপ ব্যবহার করা যাবে।

.          সবকিছু একসাথে সিলেক্ট করুন।

.          টুলবক্স থেকে সেপ বিল্ডার টুল সিলেক্ট করুন।

.          নির্দিষ্ট যায়গায় যে রং ব্যবহার করতে চান সেই রং সিলেক্ট করুন।

.          যেখানে রং পরিবর্তন করতে চান সেখানে ক্লিক করুন।


By Uzzal Malake

No comments:

Post a Comment