Joomla
tutorial: আর্টিকেল বা পোষ্ট তৈরী
আগের
টিউটোরিয়ালে জুমলা ইনষ্টল করে কিভাবে ফাকা ওয়েবসাইট পাওয়া যাবে শেখানো হয়েছে। এবারে
যেখা যাক ওয়েবসাইটে তথ্য যোগ করা যাবে কিভাবে।
ধরে
নেয়া হয়েছে আপনার সাইটের নাম (ফোল্ডার) bangladesh। সেক্ষেত্রে ব্রাউজারে টাইপ করুন
localhost/bangladesh/administrator
কন্ট্রোল
প্যানেল ওপনে হবে।
কন্ট্রোল
প্যানেলে (ড্যাসবোর্ড) Add New Article বাটনে ক্লিক করুন।
নতুন
আর্টিকেল লেখার স্ক্রিন পাওয়া যাবে।
. ওয়েব আর্টিকেলের নির্দিস্ট কিছু বৈশিস্ট
থাকে। উল্লেখ করা নিয়মগুলি মেনে আর্টিকেল তৈরী করুন
Title
অংশে আর্টিকেলের টাইটেল টাইপ করুন।
Section
অংশে আর্টিকেলের section সিলেক্ট করতে হয়। এখন পর্যন্ত কোন section তৈরী করা হয়নি,
কাজেই আপাতত Uncategorized সিলেক্ট করুন।
. Published অংশে পাবলিশ করার জন্য Yes সিলেক্ট
করুন। No সিলেক্ট করলে আর্টিকেল ভবিষ্যতে পাবলিশ করার জন্য জমা থাকবে। পরবর্তীতে এডিট
বা পাবলিশ করা যাবে।
. Front Page অংশে Yes সিলেক্ট করুন। এরফলে
আর্টিকেলটি প্রথম পাতায় দেখা যাবে। No সিলেক্ট করে পাবলিশ করে কোন লিংকের সাহায্যে
সেটা ব্যবহার করা যেতে পারে।
. মুল আর্টিকেলের অংশে আর্টিকেল টাইপ করুন
অথবা অন্য কোথাও টাইপ করা হলে কপি করে পেষ্ট করুন।
. ওয়ার্ড প্রসেসিং সফটঅয়্যারের মত টেক্সট
এর ফন্ট, সাইজ, এলাইনমেন্ট ইত্যাদি পরিবর্তন করা যাবে। সেগুলি ব্যবহার করে আর্টিকেল
দেখতে সুন্দর করে নিন।
. Preview বাটনে ক্লিক করে মুল সাইটের প্রিভিউ
দেখে নিন।
. সবকিছু ঠিক থাকলে Save & Close বাটনে
ক্লিক করুন। Publish বাটনে ক্লিক করুন। আর্টিকেল পাবলিশ হবে।
মুল
সাইটের হোমপেজ ওপেন করুন। সেখানে নতুন আর্টিকেলটি দেখা যাবে।
By Uzzal Malake


No comments:
Post a Comment