Monday, April 14, 2014

Tutorial-Photoshop-10


জেপেগ বনাম র
ফটোগ্রাফি বাংলা টিউটোরিয়াল : জেপেগ বনাম র মোড
সাধারনভাবে প্রায় সব ক্যামেরাতেই ছবি সেভ হয় জেপেগ ফরম্যাটেএর সুবিধে হচ্ছে এই ফাইলের জন্য কম যায়গা প্রয়োজন হয়, খুব সহজে যেকোন সফটঅয়্যারে সরাসরি ব্যবহার করা যায়আর সমস্যার দিক হচ্ছে, এতে লস কম্প্রেসন ব্যবহার করা হয়আপনি ফাইল সাইজ যত ছোট করবেন ছবির মান তত খারাপ হবেযারা একেবারে নিখুত ছবি পেতে যান তাদের সমস্যা আরো গভীরেসম্ভাব্য সবচেয়ে বড় ফাইলসাইজ ব্যবহার করে যা পাওয়া যায় তাতেও সন্তুষ্ট নন তারাকারন,

মনে করুন সুর্যাস্তের ছবি উঠাচ্ছেসরাসরি আলো ছাড়াও একধরনের আলোর আভা রয়েছে চারিদিকেজেপেগ মোডে ছবি উঠানোর সময় সেন্সর সেগুলি ধারন করেতারপর ক্যামেরার প্রসেসর যখন তাকে জেপেগ ফরম্যাটে কনভার্ট করে তখনই সেটা হারিয়ে যায়আপনি খালিচোখে যতটা সুন্দর দেখেছেন ছবিতে সেটা পেলেন না
এই সমস্যা সমাধানের জন্য ব্যবহার করা হয় র (Raw) ফরম্যাটনাম থেকেই ধরে নিতে পারেন এটা আসলে কোন ইমেজ ফরম্যাট নাসেন্সরে যে তথ্য ধরা পড়ে তাকেই সেভ করে রেখে দেয়া
র-মোডের সুবিধে হচ্ছে মুল দৃশ্যটি আপনি পাচ্ছেন ফাইল হিসেবেএরপর আপনার পছন্দমত সেখানে পরিবর্তন করে নেবেনযেহেতু সেখানে সব তথ্যই থেকে যায় সেহেতু কোনকিছু না হারিয়েই আলো-ছায়ার পরিবর্তন করার সুবিধে রয়েছেকাজেই একেবারে নিখুত ছবি পাওয়া যাবে
আর সমস্যার দিক হচ্ছে এরজন্য ফাইল সাইজ হয় অনেক বড়মেমোরী কার্ডে অনেক বেশি যায়গা প্রয়োজন হয়আর একে সরাসরি ব্যবহার করা যায় নাএই ফরম্যাট প্রতিটি ক্যামেরার জন্য মডেল ভিত্তিকআপনাকে এমন সফটঅয়্যার ব্যবহার করতে হবে যে সেই ফরম্যাট ব্যবহার করেআশার কথা হচ্ছে ক্যামেরা কেনার সময় র-কনভার্টার হিসেবে কোন সফটঅয়্যার দেয়া হয়আর ইমেজ এডিটিং এর জনপ্রিয় সফটঅয়্যার এডবি লাইটরুম, ফটোশপ ইত্যাদিতে সব মডেলের র-ফরম্যাট ব্যবহারের ব্যবস্থা দেয়া হয়
ফটোশপের পুরনো ভার্শনে র-ফরম্যাট ব্যবহারের জন্য এডবি ক্যামেরা র (Adobe Camera Raw) নামে একটি সফটঅয়্যার পৃথকভাবে ইনষ্টল করতে হতফটোশপ সিএস-৫ এর সাথে এটা নিজেই ইনষ্টল হয়আপনি র-ফরম্যাটের ইমেজ ওপেন করার সময় নিজে থেকেই সেটা ওপেন হয়মুল ইমেজের কোনরকম ক্ষতি না করে সব ধরনের পরিবর্তনের সুযোগ রয়েছে সেখানে

সেখানে কি কি পরিবর্তন করা যায় একবার দেখে নিন
.          ফটোশপ ওপেন করুন এবং একটি র-ফরম্যাটের ছবি উঠানোর জন্য File – Open কমান্ড দিন
.          নির্দিস্ট ফোল্ডার থেকে ফাইলটি সিলেক্ট করুনইমেজটি Camera Raw ব্যবহার করে ওপেন হবে
.          এখানে White Balance, Temperature, Tint থেকে শুরু করে Exposure, Recovery, Fill Light, Blacks, Brightness, Contrast, Clarity, Vibrance, Saturation ইত্যাদি বিষয়ের পরিবর্তন করা যাবে স্লাইডার ব্যবহার করেসাথেসাথে ছবিতে তার প্রিভিউ দেখা যাবেকোন পরিবর্তনেই মুল ইমেজের কোনরকম পরিবর্তন হবে না বা ক্ষতির সম্ভাবনা থাকবে না
.          পছন্দমত পরিবর্তন করার পর Open copy অথবা Done বাটনে ক্লিক করুন

আপনার ক্যামেরা যদি র-ফরম্যাট সাপোর্ট করে (কমদামী ক্যামেরায় এই ব্যবস্থা নাও থাকতে পারে) তাহলে র-ফরম্যাটে ছবি উঠানছবি উঠানোর সময় সবধরনের সেটিং নিয়ে মাথা না ঘামিয়েই ভালমানের ছবি পাওয়া যাবে
আর নতুন ক্যামেরা কেনার সময় সেটা র-ফরম্যাট সাপোর্ট করে কিনা জেনে নিন

·        সবসময়ই নতুন নতুন মডেলের ক্যামেরা বাজারে আসছেকাজেই কিছুটা পুরনো ভার্শনের সফটঅয়্যারে সেই মডেলের জন্য র-সাপোর্ট নাও থাকতে পারেসেক্ষেত্রে তাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিন
·        এডবি ব্রিজ, এসিডিসি প্রো ইত্যাদি সফটঅয়্যারে র-ফরম্যাটের ইমেজ দেখার ব্যবস্থা রয়েছে


By Uzzal Malake

No comments:

Post a Comment