Monday, April 14, 2014

Tutorial-Photoshop-16

লেয়ার ব্যবহার
ফটোশপ টিউটোরিয়াল : লেয়ার ব্যবহার
ফটোশপে উচুমানের ইফেক্ট ব্যবহার, একাধিক ছবিকে একসাথে করে কম্পোজিট ইমেজ তৈরীর জন্য লেয়ার প্রয়োজনপ্রতিটি লেয়ারে ভিন্নভিন্ন অবজেক্টকে ঠিক রেখে তাদের সমম্বয়ে একটি ইমেজ তৈরী করা সম্ভবযেমন একজন ব্যক্তির ঘরের মধ্যে উঠানো ছবি এক লেয়ারে, আরেক লেয়ারে সমুদ্র সৈকতের ছবিদুটি একসাথে করে মনে হবে সেইব্যক্তি সমুদ্রের সামনে দাড়িয়ে আছেনএছাড়া ড্রপ স্যাডো-র মত কিছু ইফেক্ট ব্যবহারের জন্য লেয়ার প্রয়োজন

যতক্ষন লেয়ারগুলি পৃথকভাবে থাকে ততক্ষন তাদের পৃথকভাবে পরিবর্তন করা যায়এদেরকে একসাথে এর একটি লেয়ারে পরিনত করলে পৃথকভাবে আর পরিবর্তনের সুযোগ থাকে নাফটোশপের নিজস্ব ফরম্যাট (পিএসডি) লেয়ার ব্যবহার করে কিন্তু জেপেগ ফরম্যাট লেয়ার সাপোর্ট করে নাকাজেই আউটপুট জেপেগ হিসেবে সেভ করার পর যদি মনে হয় ভবিষ্যতে মুল ছবিতে আরো পরিবর্তনের সম্ভাবনা রয়েছে তাহলে সরাসরি ফটোশপ ফরম্যাটে একটা কপি সেভ করে রাখুন


নতুন লেয়ার তৈরী এবং ব্যবহার
·        নতুন একটি ফাকা লেয়ার তৈরীর জন্য লেয়ার প্যানেলের নিচের দিকে আইকনে ক্লিক করুননতুন একটি ট্রান্সপারেন্ট লেয়ার তৈরী হবে এবং নিজে থেকে লেয়ার ১, লেয়ার ২ এইভাবে নামকরন করবেলেয়ারের নাম দেয়ার জন্য  লেয়ারের নামে ডাবল ক্লিক করুন এবং নাম টাইপ করে দিনএকটি ইমেজে অনেকগুলি লেয়ার থাকতে পারে, কাজেই চেনার জন্য নাম ব্যবহার সুবিধেজনক
·        একই ইমেজের একটি অংশ থেকে নতুন লেয়ার তৈরীর জন্য নির্দিস্ট অংশটুকু সিলেক্ট করুনতার ওপর রাইট-ক্লিক করে Layers via copy কিংবা Layer via cut সিলেক্ট করুন
·        অন্য ইমেজ থেকে একটি অংশ নতুন লেয়ার হিসেবে আনার জন্য পাশাপাশি দুটি ইমেজ ওপেন করুনযে ইমেজ থেকে লেয়ারকে অন্য ইমেজে নিতে চান সেটা ড্রাগ করে অপর ইমেজে নিয়ে যানএছাড়া অন্য সফটঅয়্যারে কপি কমান্ড দিয়ে ফটোশপে পেষ্ট কমান্ড ব্যবহার করেও নতুন লেয়ারে ছবি ব্যবহার করা যাবে
·        লেয়ারের অবস্থান পরিবর্তনের জন্য ড্রাগ করে ওপরে বা নিচে নিন
·        লেয়ার মুছে দেয়ার জন্য লেয়ারটি ড্রাগ করে নিচের ডিলিট লেয়ার আইকনের ওপর ছেড়ে দিন
·        লেয়ার হাইড করার জন্য লেয়ারের বামদিকের চোখ হিহ্নিক স্থানে ক্লিক করুনহিডেন লেয়ার পরিবর্তন করা যায় না
·        লেয়ারগুলির ওপরে লক লেখা কয়েকটি আইকন রয়েছেএগুলি ব্যবহার করে ননট্রান্সপারেন্ট অংশ, ট্রান্সপারেন্ট অংশ, লেয়ারের অবস্থান অথবা লেয়ারের সবকিছু লক করা যায়

এডজাষ্টমেন্ট লেয়ার
কোন লেয়ারের ব্রাইটনেস-কন্ট্রাষ্ট থেকে শুরু করে যে কোনকিছু পরিবর্তণ করলে লেয়ারটির স্থায় পরিবর্তন হয়এডজাষ্টমেন্ট লেয়ার নামে একধরনের লেয়ার তৈরী করে সেখানে এই পরিবর্তন করে মুল লেয়ারকে আগের মত রেখে দেয়া যায়
·        এডজাষ্টমেন্ট লেয়ার তৈরীর জন্য নির্দিষ্ট লেয়ারটি সেলেক্ট করুন
·        মেনু থেকে Layer – New Adjustment layer কমান্ড দিন এবং লেয়ারের একটি নাম দিননতুন একটি লেয়ার তৈরী হবেএই লেয়ার সিলেক্ট করে লেয়ারের ধরন অনুযায়ী পরিবর্তন করা যাবে


লেয়ার লিংক
একাধিক লেয়ার লিংক করার মাধ্যমে তাদের একসাথে পরিবর্তন করা যায়যেমন একটি লেয়ার সরানোর সাথেসাথে যদি অন্য লেয়ার ঠিক ততটা সরানো প্রয়োজন হয় তাহলে লেয়ারদুটি লিংক করে নিন
·        লিংক করার জন্য যে লেয়ারগুলি লিংক করা প্রয়োজন সেগুলি সিলেক্ট করুন (Ctrl+click)
·        লেয়ার প্যানেলের নিচের দিকে লিংক বাটনে ক্লিক করুন

ব্যাকগ্রাউন্ড লেয়ার
একটি জেপেগ ইমেজ ওপেন করলে ব্যাকগ্রাউন্ড লেয়ার নামে একটিমাত্র লেয়ার পাওয়া যাবেব্যাকগ্রাউন্ড লেয়ারে পরিবর্তন করা যায় নাএকে সাধারন লেয়ারে পরিনত করার জন্য লেয়ার থাম্বনেইলে ডাবল-ক্লিক করুন এবং নতুন লেয়ারের নাম দিন

লেয়ার গ্রুপ
কয়েকটি লেয়ারকে একসাথে একটি গ্রুপ হিসেবে ব্যবহার করা যায়একে একটি ফোল্ডারের মধ্যে ফাইল সাজিয়ে রাখার সাথে তুলনা করতে পারেন
·        Create a new group আইকনে ক্লিক করুন এবং একটি নাম দিন
·        লেয়ারকে ড্রাগ করে এই ফোল্ডারের মধ্যে নিয়ে যান

লেয়ার একসাথে করা
পৃথক দুটি বা ততোধিক লেয়ারকে একটি লেয়ারে পরিনত করার জন্য মার্জ লেয়ার কমান্ড ব্যবহার করতে পারেন
·        সবগুলি লেয়ার একসাথে করে একটি ইমেজ তৈরীর জন্য লেয়ার প্যানেলের ওপরে ডানদিকের অপশন বাটনে ক্লিক করুন এবং Flatten Image সিলেক্ট করুনঅথবা লেয়ারের ওপর রাইট-ক্লি করে Flatten Image সিলেক্ট করুন
·        একটি লেয়ার থেকে তার পরবর্তী লেয়ারগুলিকে একটি লেয়ারে পরিনত করার জন্য সেই লেয়ারে রাইট-ক্লিক করে Merge down সিলেক্ট করুন
·        হিডেন লেয়ারগুলি বাদ দিয়ে বাকি লেয়ারগুলিকে একসাথে করার জন্য লেয়ারে রাইট-ক্লিক করে Merge visible সিলেক্ট করুন

লেয়ার ইফেক্ট ব্যবহার
লেয়ারের জন্য ড্রপস্যাডো, আউটার গ্লো, বেভেল ইত্যাদি নানা ধরনের ইফেক্ট ব্যবহারের সুযোগ রয়েছেলেয়ারের ধারগুলি দিয়ে এই ইফেক্ট কাজ করবে
·        নির্দিস্ট লেয়ার সিলেক্ট করুন
·        মেনু থেকে সিলেক্ট করুন Layer – Layer Style
·        বিভিন্ন প্যারামিটার পরিবর্তন করে প্রিভিউ দেখে নিন

লেয়ার ব্লেন্ডিং
সাধারনভাবে একাধিক লেয়ার ব্যবহারের সময় ওপরের লেয়ারের ট্রান্সপারেন্ট অংশ দিয়ে নিচের লেয়ার দেখা যায় এবং বাকি অংশটুকু ঢাকা পড়েব্লেন্ডিং মোড পরিবর্তন এক এক লেয়ারের সাথে আরেক লেয়ারের প্রতিক্রিয়ায় নতুন ধরনের ইফেক্ট তৈরী করা যায়
·        যে লেয়ারটির ব্লেন্ডিং মোড পরিবর্তন করতে চান সেটি সিলেক্ট করুন
·        লেয়ার প্যানেলে Normal লেখা ড্রপ ডাউন লিষ্ট থেকে অন্য মোডগুলি ব্যবহার করে দেখুন


লেয়ার কতটা দক্ষতার সাথে ব্যবহার করতে পারেন তার ওপর নির্ভর করে আপনি কত দৃষ্টিনন্দন ডিজাইন করতে পারেনআর দক্ষতা নির্ভর করে অভিজ্ঞতার ওপরশুরুতে যদি ভাল ফল নাও পাওয়া যায়, নানারকম পরীক্ষা করে একসময় দক্ষতা অর্জন করতে পারেন

By Uzzal Malake

No comments:

Post a Comment