Monday, April 14, 2014

Tutorial-Photoshop-26


হিষ্টোরী ব্যবহার
ফটোশপ টিউটোরিয়াল : কাজ সহজ করতে পারে হিষ্টোরি
হিষ্টোরী (History) বা ইতিহাস  হচ্ছে অতীতে ঘটে যাওয়া ঘটনাফটোশপে হিষ্টোরী হচ্ছে আগের অবস্থায় ফিরে যাওয়াআপনি একটি ইমেজ ওপেন করার পর বহু পরিবর্তন করেছেনএকসময় মনে হল আগের কোন এক অবস্থা ভাল ছিল, সেখানে ফিরতে চানসেখানে ফেরার পথ হচ্ছে হিষ্টোরীসেখানে জমা রয়েছে আপনি যাকিছু কাজ করেছেন সবইলিষ্ট থেকে পছন্দমত যায়গা সিলেক্ট করুনউল্লেখ করা যেতে পারে ফটোশপে আনডু (Ctrl-Z) কমান্ড শুধুমাত্র সবশেষ কাজটির জন্য কাজ করে

আপনি কোন ইমেজ তৈরী বা ওপেন করার পর যাকিছু কাজ করেছেন সেগুলি জমা রয়েছে হিষ্টোরী প্যানেলেহিষ্টোরী প্যানেল ওপেন করার জন্য;
.          হিষ্টোরী বাটনে ক্লিক করুন
অথবা
.          মেনু থেকে Window – History সিলেক্ট করুন

আপনার করা কাজগুলির তালিকা দেখা যাবেযে কাজ পর্যন্ত রাখতে চান সেখানে ক্লিক করুন

হিষ্টোরীর কাজগুলিকে বলা হয় স্নাপশটআপনি ইচ্ছে করলে আগের স্নাপশট মুছে দিতে পারেন, নতুন স্নাপশট তৈরী করতে পারেন, সেভ করার সময় নিজে থেকে স্নাপশট তৈরী হবে বলে দিতে পারেন
হিষ্টোরী মুছে দেয়ার জন্য;
.          হিষ্টোরী প্যানেল ওপেন করুন
.          ফ্লাইআউট মেনু থেকে Clear History সিলেক্ট করুন

হিষ্টোরীর অন্যান্য অপশন পরিবর্তন করার জন্য
.          হিষ্টোরী প্যানেল ওপেন করুন
.          ফ্লাইআউট মেনু থেকে History Options সিলেক্ট করুন
.          যে অপশনগুলি ব্যবহার করবেন সেগুলিতে টিক চিহ্ন দিন

টিষ্টোরীতে যত বেশি তথ্য জমা হবে আপনার কম্পিউটারের তত বেশি মেমোরী প্রয়োজন হবেহিষ্টোরীতে কতগুলি কমান্ড ধরে রাখবে সেটা নির্দিষ্ট করে দিতে পারেন প্রিফারেন্স সেটিং থেকে
.          মেনু থেকে সিলেক্ট করুন, Edit – Preferences - Performance
.          অংশে সংখ্যা টাইপ করে দিনএই সংখ্যা ০ থেকে ১০০০ পর্যন্ত হতে পারে


By Uzzal Malake

No comments:

Post a Comment