ফটোশপে টেক্সট ইফেক্ট
ফটোশপ টেক্সট ইফেক্ট, Photoshop
Text Effect
অধিকাংশ ডিজাইনে কিছু টেক্সট ব্যবহার করা
প্রয়োজন হয়। অন্যান্য ফটো এডিটিং সফটঅয়্যার থেকে ফটোশপের বড় পার্থক্য হচ্ছে এতে সব ধরনের
টেক্সট ব্যবহার করা যায়। শুধু টাইটেলই নয়, রীতিমত
প্যারাগ্রাফ টেক্সট ব্যবহারের সুবিধে রয়েছে। আর রয়েছে টেক্সট এর জন্য নানারকম ইফেক্ট ব্যবহারের সুযোগ।
ফটোশপের কিছু টেক্সট ইফেক্ট ব্যবহার দেখা
যাক।
লেয়ার ষ্টাইল
লেয়ার ষ্টাইল ব্যবহার করে লেখার ছায়া
তৈরী করার জন্য ড্রপস্যাডো ব্যবহার করতে পারেন খুব সহজে।
. প্রয়োজনীয় টেক্সট টাইপ করুন।
. টেক্সট লেয়ারটি সিলেক্ট করে মেনু থেকে Layer – Layer
Style – Drop Shadow কমান্ড দিন
. ড্রপস্যাডোর বিভিন্ন প্যারামিটার ঠিক করুন।
এখানে যা যা পরিবর্তন করা যাবে তারমধ্যে
রয়েছে ড্রপস্যাডোর রং, ব্লেন্ড মোড,
ড্রপস্যাডোর কৌনিক দিক, দুরত্ব ইত্যাদি।
লেয়ার ষ্টাইলের অন্যান্য ইফেক্ট এর মধ্যে
রয়েছে;
ইনার স্যাডো : থ্রিডি ইফেক্ট দেয়ার জন্য।
আউটার গ্লো : গ্লো ইফেক্ট দেয়ার জন্য। গাঢ় রঙের
ব্যাকগ্রাউন্ডে সাদা বা হলুদ রং ব্যবহার করে আলো ছড়ানো ইফেক্ট পাওয়া যায়।
ইনার গ্লো : ভেতরের দিকে গ্লো ইফেক্ট
ব্যবহারের জন্য।
বেভেল এন্ড এমবোস : থ্রিডি ইফেক্ট দেয়ার
জন্য।
সাটিন : টেক্সচার ইফেক্ট দেয়ার জন্য
কালার ওভারলে : পছন্দের কোন রং ব্যবহারের
জন্য
গ্রাডিয়েন্ট ওভারলে : একাধিক রঙের মিশ্রন
ব্যবহারের জন্য। গ্রাডিয়েন্ট এর জন্য বেশকিছু রং সেট করা আছে যেগুলি কাষ্টমাইজ করা যায়।
প্যাটার্ন ওভারলে : প্যাটার্ন ব্যবহারের
জন্য।
ষ্ট্রোক : আউটলাইন ষ্ট্রোক ব্যবহারের
জন্য।
উদাহরনের ছবিতে ড্রপস্যাডো, গ্রাডিয়েন্ট ওভারলে এবং ষ্ট্রোক ব্যবহার করা হয়েছে।
ওয়ার্প ইফেক্ট
ওয়ার্প ইফেক্ট ব্যবহার করে টেক্সটকে
বিভিন্ন ধরনের সেপ দেয়া যায়।
. টেক্সটটি সিলেক্ট করুন।
. টুলবারে Warp Text বাটনে
ক্লিক করুন। Warp Text ডায়ালগ বক্স পাওয়া যাবে।
. পছন্দমত কোন সেপ সিলেক্ট করুন।
. বিভিন্ন প্যারামিটার পরিবর্তন করে সেপকে পরিবর্তন করুন।
টাইপ মাস্ক ব্যবহার
টাইপ মাস্ক ব্যবহার করে ইমেজ দিয়ে তৈরী
টেক্সট ইফেক্ট ব্যবহার করা যায়, অথবা বিপরীতভাবে
ইমেজ থেকে টেক্সট এর অংশ বাদ দেয়া যায়। ফটোশপে দুটি টাইপ মাস্ক টুল রয়েছে, হরিজন্টাল এবং ভার্টিকাল।
. কোন একটি ইমেজ ওপেন করুন।
. যে কোন টাইপ মাস্ক টুল সিলেক্ট করুন।
. টাইপ করুন।
. ফন্ট, সাইজ ইত্যাদি
পরিবর্তন করুন।
. সিলেকশন টুল সিলেক্ট করুন।
. টেক্সট এর ভেতরে ক্লিক করে ড্রাগ করে পছন্দমত যায়গায় নিন।
. টেক্সট এর ভেতরে রাইট-ক্লিক করে Layer via cut কমান্ড সিলেক্ট করুন।
একটি লেয়ারে ইমেজ দিয়ে তৈরী টেক্সট অপর
লেয়ারে ইমেজের ওপর কাট-আউট টেক্সট পাওয়া যাবে।
টাইপ মাস্ক ব্যবহার করে টাইপের সাথে
লেয়ার ইফেক্ট যোগ করে নতুনত্ব আনা যেতে পারে।
সাধারন এই ইফেক্টগুলির বাইরেও ফটোশপের
বিভিন্ন টুল ব্যবহার করে নানা ধরনের ইফেক্ট ব্যবহার করা যায়। এছাড়া টেক্সট ইফেক্ট এর জন্য বেশকিছু
প্লাগ-ইন রয়েছে।
By Uzzal Malake
No comments:
Post a Comment