Monday, April 14, 2014

Tutorial-Photoshop-34


ফটোশপ প্লাগইন আইক্যান্ডি ব্যবহার
Photoshop : ফটোশপ প্লাগইন আই ক্যান্ডি ব্যবহার করুন বিভিন্ন ধরনের ইফেক্টের জন্য
একসময় ব্লাকবক্স নামে অত্যন্ত জনপ্রিয় একটি ফটোশপ প্লাগইন ব্যবহার করা হতসেটা দিয়ে ড্রপস্যাডো তৈরী করা যেত খুব সহজেধারনা করতেই পারেন ফটোশপের নিজস্ব ড্রপস্যাডো তৈরীর ব্যবস্থা তখন ছিল না, প্রয়োজন হলে ব্রাশ ব্যবহার করে একে নিতে হতএখন ফটোশপে এধরনের বহু সুযোগ আনা হয়েছেঅন্যদিকে নাম বদল করা ব্লাকবক্স আইক্যান্ডি নামে আরো উন্নত হয়েছে

আইক্যান্ডি ৬.০ ভার্শনে ইফেক্ট বা ফিল্টার দুভাগে বিভক্তএকটি ভাগে রয়েছে টেক্সট বা সিলেকশনঅর্থাত টেক্সট টাইপ করে সেখানে ব্যবহার করবেন অথবা ইমেজের কোন অংশ সিলেক্ট করে সেখানে ব্যবহার করবেনমুলত সিলেকশন বা টেক্সট এর চারিদিকে বা সিলেক্ট করা অংশে এই ইফেক্ট ব্যবহৃত হবেআরেক ধরন হচ্ছে টেক্সচারইট, পাথর, কাঠ, মার্বেল, কাপড় থেকে শুরু করে যে কোন ধরনের টেক্সচার তৈরীর জন্য
ইফেক্টগুলি কয়েকটি ব্যবহার করে দেখা যাক
ব্যাকলাইট : এর মাধ্যমে টেক্সট বা সিলেকশনের পেছনে নানা ধরনের লাইট সোর্স তৈরী করা যায়অনেকগুলি প্রিসেট রয়েছেএছাড়া রঙ, সোর্স, লাইট বিম ইত্যাদি পছন্দমত পরিবর্তন করার ব্যবস্থা রয়েছে
.          ব্যবহারের জন্য টেক্সট বা সিলেকশন লেয়ার থেকে কমান্ড দিন Filter – Alien Skin Eye Candy 6 : Text & Selection - Backlight
.          পছন্দমত প্রিসেট সিলেক্ট করুন
.          প্রয়োজনীয় পরিবর্তন করে নিন
আইক্যান্ডির একটি বড় সুবিধে হচ্ছে মুল লেয়ার অপরিবর্তিত রেখে ইফেক্টএর জন্য নতুন আরেকটি লেয়ার তৈরী করেকাজেই নানারকম পরীক্ষা করে দেখতে কোন সমস্যা নেই
করোনা : সুর্য থেকে বেরিয়ে আসা আলোর ইফেক্ট তৈরীর জন্য করোনাবিভিন্ন প্রিসেটে নানারকম রং এবং সেপ রয়েছেসেইসাথে সেগুলি নিজের পছন্দমত পরিবর্তন করার ব্যবস্থাব্যবহারের নিয়ম আগের মতইমেনু থেকে ইফেক্ট এর কমান্ড দিন এবং প্রিসেট ব্যবহার করুন অথবা পছন্দমত পরিবর্তণ করে নিন

ড্রিপ : তরল পদার্থ গড়িয়ে পড়ার ইফেক্ট দেয়ার জন্য ড্রিপলাল লঙের লেখাকে সদ্য তরল রং বা রক্ত দিয়ে তৈরী দেখানো সম্ভব খুব সহজেই

ফায়ার : লেখা কিংবা সিলেকশনে আগুন ধরিয়ে দিতে পারেন ফায়ার ইফেক্ট ব্যবহার করেকোন দৃশ্যে আগুল লাগা কিছু দেখাতে চাইলে এই ইফেক্টে কয়েক সেকেন্ডই যথেষ্ট
এই ইফেক্টগুলি ছাড়াও আরো যা রয়েছে তা হচ্ছে বেভেল, ক্রোমা, এক্সট্রুড, গ্লাশ, গ্রাডিয়েন্ট, মোশান ট্রেইল, পারস্পেকটিভ স্যাডো, রাষ্ট, স্মোক, স্নো ড্রিফট ইত্যাদি ইফেক্ট
আর টেক্সচার অংশে ইফেক্টগুলি হচ্ছে এনিমেল ফার, ব্রিক ওয়াল, ব্রাস মেটাল, ডায়মন্ড প্লেট, মার্বেল, রেপটাইল স্কিন, রিপল, ষ্টোন ওয়াল, উইভ, উড, ওয়াটার ড্রপ ইত্যাদি
ফটোশপে কাজ করার জন্য অত্যন্ত প্রয়োজনীয় প্লাগইনগুলির একটি এলিয়েন স্কিনের তৈরী আই ক্যান্ডিএখনও আপনার কাছে না থাকলে সংগ্রহ করে নিন
তাদের ওয়েবসাইট : www.alienskin.com/


By Uzzal Malake

No comments:

Post a Comment