Monday, April 14, 2014

Tutorial-Photoshop-37


থ্রিডি মডেল পেইন্টিং কাজে ফটোশপ
Photoshop tutorial: থ্রিডি মডেল পেইন্টিং কাজে ফটোশপ
যারা থ্রিডি মডেল তৈরী করেন তারা জানেন মডেল তৈরীর পর তাকে পছন্দের রঙে আনার কাজ কতটা সময়সাপেক্ষএকজন মানুষের মডেল তৈরী করে তাকে নিখুতভাবে রং দেয়ার জন্য সঠিক মাপের বিটম্যাপ ইমেজ তৈরী করে নিতে হয়, তাকে যায়গামত বসাতে হয়তারপরও কিছু সমস্যা থেকেই যায়

ফটোশপ ব্যবহার করে থ্রিডি মডেলের ওপর সরাসরি পেইন্ট করা যায়তা থ্রিডি ষ্টুডিও ম্যাক্স হোক অথবা অন্য সফটঅয়্যারই হোক
এখানে উদাহরন হিসেবে থ্রিডি ষ্টুডিও ম্যাক্স ব্যবহার করা হচ্ছে
.          থ্রিডি ষ্টুডিও ম্যাক্সে একটি মডেল তৈরী করুনএখানে টি-পট ব্যবহার করা হচ্ছে, আপনি যে কোন মডেল ব্যবহার করতে পারেন
.          Export কমান্ড দিয়ে 3DS ফরম্যাটে এক্সপোর্ট করুনএক সফটঅয়্যার থেকে থ্রিডি মডেলকে অন্য সফটঅয়্যারে নেয়ার জন্য এই ফরম্যাট ব্যবহার করা হয়ফটোশপে থ্রিডি ম্যাক্সের ফরম্যাটও ব্যবহার করা যায়মায়া সহ অন্য থ্রিডি সফটঅয়্যারের জন্য OBJ ফরম্যাট ব্যবহার করুন

মডেলকে ফটোশপে ইমপোর্ট করা
.          ফটোশপে নতুন একটি ডকুমেনট তৈরী করুনব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট রেখে যে কোন মাপের নতুন ডকুমেন্ট তৈরী করতে পারেন
.          মেনু থেকে 3D – New Layer from 3D File কমান্ড দিন
.          ব্রাউজ করে সেভ করা থ্রিডি ফাইলটি সিলেক্ট করুনথ্রিডি মডেলটি ফটোশপে পাওয়া যাবে
ফটোশপের টুলবক্সে Object Rotate টুল ব্যবহার করে থ্রিডি মডেলকে ঘুরানো এবং বড়-ছোট করা বা সরানো যাবে

ফটোশপে পেইন্ট করা
.          ফটোশপে ইমপোর্ট করা মডেলের জন্য লেয়ার লক্ষ্য করলে লেয়ারের নিচের কোন একটি বিশেষ চিহ্ন দেখা যাবেএর অর্থ এটা থ্রিডি লেয়ারএই আইকনে ডাবল ক্লিক করলে থ্রিডি ম্যাটেরেয়াল নামে নতুন একটি ডায়ালগ বক্স পাবেন
.          ডায়ালগ বক্সের ৪টি আইকনের তৃতীয়টি ক্লিক করুনএখানে Default নামে টেক্সচার পাবেনতাকে সরাসরি ব্যবহার করতে পারেন অথবা কাজের বোঝার সুবিধের জন্য নতুন নামে একটি টেক্সচার তৈরী করতে পারেনDefault লেখায় ক্লিক করে New Texture সিলেক্ট করুন এবং একটি নাম টাইপ করে দিননামটি লেয়ারে দেখা যাবেএভাবে কাজ করার সুবিধে হচ্ছে আপনি ইচ্ছে করলে টেক্সচার লেয়ারে টুডি হিসেবে পেইন্ট করার সুবিধে পাবেন (যেমন নির্দিষ্ট রং দিয়ে ফিল করা)
.          যে রঙে পেইন্ট করতে চান সেই রং সিলেক্ট করুন
.          পেইন্টব্রাস সিলেক্ট করুন
.          থ্রিডি লেয়ারে অথবা টেক্সচার লেয়ারে যেখানে সুবিধে মনে করেন সেখানে পেইন্ট করুন

সেভ করা এবং ম্যাক্সে ব্যবহার করা
.          পেইন্ট এর কাজ শেষে মেনু থেকে 3D – Export 3D Layer কমান্ড দিন
.          নতুন নামে WavefrontOBJ ফরম্যাটে ফাইলটি সেভ করুনটেক্সচার ফরম্যাট হিসেবে জেপেগ ব্যবহার করতে পারেনএরফলে থ্রিডি ফাইলের সাথে জেপেগ ইমেজ ফাইল হিসেবে পৃথক ফাইলে টেক্সচার সেভ হবে

ম্যাক্সে ইমপোর্ট করা
.          থ্রিডি ষ্টুডিও ম্যাক্সে Import কমান্ড দিন
.          থ্রিডি ফাইলটি সিলেক্ট করুন
.          ম্যাপ (টেক্সচার) ফাইলটি সিলেক্ট করুন
পেইন্ট করা নতুন মডেলটি পাওয়া যাবে


By Uzzal Malake

No comments:

Post a Comment