ফটোশপ পেইন্টিং : ব্রাশের নানারকম
ব্যবহার
নিজে ছবি যদি নাও আকেন, শিল্পীরা যখন ছবি আকেন তখন হয়ত লক্ষ করেছেন তারা নানারকম
পদ্ধতি ব্যবহার করে। যেমন জলরং ব্যবহার করে আকার সময় কাগজ ভিজিয়ে নেন। তারফলেই সুন্দর ছবি আকা সম্ভব হয়। ফটোশপে আপনি জলরং
এর ছবি আকতে গেলে আপনার এমন কিছু প্রয়োজন যেখানে সেই পদ্ধতিতে কাজ হবে। এছাড়া ছবি আকার
বিভিন্ন ধরনের রং, বিভিন্ন আকারের, বিভিন্ন বৈশিষ্টের ব্রাশ ব্যবহার এসবও থাকা চাই।
ফটোশপে এসব সুবিধে রয়েছে। সাধারন ব্রাস এবং
রঙকে কিভাবে বিশেষভাবে ব্যবহার করা যায় জেনে নিন এই টিউটোরিয়ালে।
শুরুতে ফটোশপের সাথে দেয়া ব্রাশ (ব্রাশ
প্রিসেট) ব্যবহার করে দেখা যাক
. ফটোশপ ওপেন করুন এবং সুবিধেজনক মাপের সাদা ব্যাকগ্রাউন্ডের
ক্যানভাস তৈরী করুন (File - New)
. ব্রাশ প্যানেল যদি ওপেন না থাকে তাহলে মেনু থেকে Window
- Brush কমান্ড দিয়ে ওপেন করুন।
. পছন্দমত একটি রঙ সিলেক্ট করুন (এখানে ঘাসের জন্য সবুজ এবং
তারার জন্য নীল ব্যবহার করা হয়েছে)।
. ব্রাশ টুল সিলেক্ট করুন।
. Brush
Preset ট্যাব সিলেক্ট করুন।
. ঘাস আকার জন্য ১১২ অথবা ১৩৪ ব্রাশ সিলেক্ট করুন (তারার জন্য
২৯)।
. ক্যানভাসে পেইন্ট করুন।
ঘাস আকার জন্য ব্রাশ সিলেক্ট করায় ব্রাশ
ঘসে আপনি ঘাস তৈরী করার সুযোগ পাবেন। লক্ষ করেছেন নিশ্চয়ই, প্রতিবার ঘাস তৈরীর সময় একটি ঘাস থেকে আরেকটি ঘাসের আকার, রঙ, দিক ইত্যাদি
পরিবর্তিত হচ্ছে, বাস্তবে যেমন প্রতিটি ঘাস ভিন্ন ভিন্ন হয়।
আপনি ব্রাশ তৈরীর সময় এই বৈশিষ্টগুলি ঠিক
করে দিতে পারেন। অর্থাত আপনি বলে দিতে পারেন ব্রাশ করার সময় আকার, রঙ, দুরত্ব ইত্যাদির কতখানি পরিবর্তন হবে।
কাজটি করে দেখা যাক।
. পছন্দমত সাধারন একটি ব্রাশ সিলেক্ট করুন।
. Brush ট্যাব সিলেক্ট করুন।
. Shape
Dynamics অংশে ক্লিক করে সিলেক্ট করুন।
. ডানদিকে Size Jitter অংশে পরিবর্তন করুন। মান যত বেশি হবে আকার সময় আকার তত বেশি পরিবর্তন হবে। Minimum diameter অংশে বলে
দিতে পারেন সবচেয়ে ছোট মাপ কি হবে।
. Angle
Jitter অংশে পরিবর্তন করুন। মান যত বেশি হবে আকার সময় কৌনিক পরিবর্তন তত বেশি হবে।
. অন্যান্য অংশগুলি পরিবর্তন করে ফল দেখুন।
রঙ পরিবর্তন করা
ব্রাশের বৈশিষ্টগুলি পরিবর্তন করে আকলে
যে রঙ সিলেক্ট করা থাকবে সেই রঙে আকা হতে থাকবে। আপনি ইচ্ছে করলে সেখানেও বৈচিত্র আনতে
পারেন।
. Color
Dynamics অংশে ক্লিক করুন।
. Hue, Saturation ইত্যাদি পরিবর্তন করুন এবং ক্যানভাসে একে দেখুন। সিলেক্ট করা রঙ
থেকেই ভিন্ন রঙ তৈরী হবে।
ব্রাশের বিভিন্ন পরিবর্তনের মুলনীতি এটাই। কোথায় কতটুকু
পরিবর্তন করলে কি পরিবর্তন পাবেন এর প্রতিটি নিশ্চয়ই উল্লেখ করা প্রয়োজন নেই। নানাধরনের
পরিবর্তন করে ক্যানভাসে আকতে থাকুন। রঙের নতুন জগতের দেখা পাবেন।
By Uzzal Malake
No comments:
Post a Comment