কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরী করবেন
ওয়ার্ডপ্রেস
ব্যবহার করে দুধরনের ওয়েবসাইট তৈরী করা যায়। একটি তাদের সার্ভারে বিনামুল্যের সাইট
(wordpress.com), অন্যটি
তাদের সফটঅয়্যার ব্যবহার করে নিজস্ব ডোমেন/হোষ্টিং ব্যবহার করা
(wordpress.org)।
প্রথমটিতে বেশকিছু সীমাবদ্ধতা মেনে নিতে হয়। যেমন তাদের দেয়া থিম ব্যবহার করতে হয় এবং সেখানে পরিবতর্ন করা যায় না। ফলে একদিকে যেমন পছন্দমত সাইট পাওয়া যায় না অন্যদিকে সেখানে বিজ্ঞাপন-এডসেন্স ইত্যাদি ব্যবহারের সুযোগ নেই। আবার ভিডিওসহ সব ধরনের ফাইল ফরম্যাট, যায়গার সীমাবদ্ধতা ইত্যাদিও রয়েছে। নিজস্ব ডোমেন/হোষ্টিং ব্যবহারে কোন সীমাবদ্ধতা নেই।
তাদের
ডোমেন/হোষ্টিং যেহেতু ইন্টারনেট থেকেই ব্যবহার করতে হয় সেহেতু আপনাকে কোন পরিবর্তন করতে হয় না। কিন্তু নিজস্ব সাইট তৈরীর সময় আপনি যেহেতু সরাসরি ইন্টারনেটে আপলোড করে কাজ করবেন না (চাইলে করা যায়), প্রথমে নিজের কম্পিউটারে ইনষ্টল করে সবকিছু যাচাই করবেন, সেহেতু আপনার কম্পিউটারকে সার্ভার হিসেবে ব্যবহার করে ইন্টারনেটের পরিবেশ তৈরী করা প্রয়োজন। অন্যকথায় আপনার কম্পিউটারে
Apache, MySql এবং
PHP এই ৩টি সফটঅয়্যার ইনষ্টল করে আপনার
কম্পিউটারকে
লোকাল সার্ভার হিসেবে ব্যবহার করা প্রয়োজন।
বেশ
কয়েকভাবে বিনামুল্যের এই সফটঅয়্যারগুলি ব্যবহার করা যায়। একটি পদ্ধতি হচ্ছে WAMP
(Windows Apache MySqo and PHP) নামের একটি সফটঅয়্যার
ডাউনলোড করে ইনষ্টল করা। ছোট এই সফটঅয়্যারে সবকিছু একসাথে ইনষ্টল হয়।
লোকালহোষ্ট
ইনষ্টল করা
. যদি আপনার কাছে wamp সফটঅয়্যারটি না থাকে তাহলে
(www.wampserver.com) সাইট থেকে
ডাউনলোড করে নিনএবং ইনষ্টল করুন।
. টাস্কবার থেকে সফটঅয়্যারটির আইকন রাইট-ক্লিক করে সবগুলি সার্ভিস চালু করুন।
. আপনার ব্রাউজার (ইন্টারনেট এক্সপ্লোরার অথবা ফায়ারফক্স ইত্যাদি) ওপেন করুন এবং এড্রেসবারে টাইপ করুন
http://localhost
Howdy, folk! লেখা একটি
পেজ ওপেন করে। এইনামে একটি ফাইল রয়েছে আপনার লোকালহোষ্ট নামের ফোল্ডারে। ফাইলটি রয়েছে index.php নামে আপনার হার্ডডিস্কের
C:\wamp\www ফোল্ডারে।
এখানে যে ফাইল রাখবেন সেটা ব্রাউজারে ব্যবহার করা যাবে ইন্টারনেটে থাকা ফাইলের মত। এর অর্থ আপনার লোকাল সার্ভার ইনষ্টলেশন ঠিক আছে এবং PHP ঠিকভাবে কাজ করছে। এটা আপনার root ফোল্ডার। ওয়ার্ডপ্রেস সফটঅয়্যার ইনষ্টল করতে হবে এই ফোল্ডারে।
. যদি ঠিক না থাকে তাহলে কোথায় সমস্যা খুজে বের করুন এবং আবার চেষ্টা করুন
ওয়ার্ডপ্রেস
ইনষ্টল করা
. তাদের সাইট থেকে (www.wordpress.org)
সবশেষ ভার্শনের ওয়ার্ডপ্রেস সফটঅয়্যারটি ডাউনলোড করে নিন। এটাও বিনামুল্যের।
. যদি জিপ করা থাকে তাহলে আনজিপ করুন।
. সবগুলি ফাইলকে কপি করুন লোকাল হোষ্টের রুট ফোল্ডারে
(C:\wamp\www)
. ওয়ার্ডপ্রেসের
index.php নামে
নিজস্ব একটি ফাইল রয়েছে।
আগের ফাইলকে রিপ্লেস করে নতুন ফাইলটি রাখুন।
. ফাইলগুলির মধ্যে
wp-config-sample নামে
একটি ফাইল রয়েছে। এর নাম পরিবর্তন করে নাম থেকে sample অংশটুকু বাদ দিয়ে wp-config নামের অংশটুকু রাখুন।
. আগের মত লোকাল হোষ্ট থেকে index.php ফাইল ওপেন করতে চেষ্টা করলে একটি ডাটাবেজ কানেকশন সংক্রান্ত এরর মেসেজ পাওয়া যাবে।
. সিষ্টেম ট্রে থেকে wamp ব্যবহার করে phpmyadmin ওপেন করুন।
. নতুন ডাটাবেজ তৈরীর জন্য database লিংকে ক্লিক করুন।
. create new
database অংশে
একটি নাম টাইপ করে দিন (যেমন wordpress)
create বাটনে
ক্লিক করলেই ডাটাবেজ তৈরী হবে।
. Privileges লিংকে ক্লিক করুন এবং এই পেজে নিচের দিকে পাশওয়ার্ড অংশে No Password
সিলেক্ট করুন। Go লিংকে ক্লিক করুন। এরপর এটা বন্ধ করে দিন।
. ডাটাবেজের তথ্য wp-config ফাইলে ডাটাবেজ নাম এবং অন্যান্য তথ্য দেয়ার জন্য ফাইলটি নোটপ্যাড দিয়ে ওপেন করুন।
. ডাটাবেজ নেমের যায়গায় নতুন ডাটাবেজের নামটি টাইপ করে দিন।
. ইউজারনেমের যায়গায় admin টাইপ করে
দিন।
. পাশওয়ার্ডের যায়গা থেকে লেখা মুছে শুধুমাত্র কমা চিহ্নদুটি রাখুন
. ফাইলটি সেভ করুন।
. ব্রাউজারে নতুনভাবে লোকালহোষ্ট চালু করলে ওয়ার্ডপ্রেসের সেটআপ পেজ পাওয়া যাবে। এখানে সাইটের নাম, ব্যবহারকারীর নাম, পাশওয়ার্ড, ইমেইল এড্রেস ইত্যাদি দিয়ে দিন।
. Install
Wordpress বাটনে
ক্লিক করুন। মুহুর্তে ওয়ার্ডপ্রেস ইনষ্টল হবে এবং আপনাকে সেটা জানানো হবে।
. Log In বাটনে ক্লিক করুন।
. আপনার দেয়া নাম এবং পাশওয়ার্ড দিয়ে দিন। ওয়ার্ডপ্রেসের ড্যাসবোর্ড পাওয়া যাবে।
এরপর
বাকি সমস্ত কাজ ড্যাসবোর্ড থেকে করা যাবে। ওয়েবনাইটের সমস্তকিছু ঠিক করা হয়ে গেলে FTP সফটঅয়্যার ব্যবহার করে ফাইলগুলি আপনার সার্ভারে আপলোড করবেন।
· ওয়ার্ডপ্রেস ছাড়াও আপনি যদি জুমলা বা এইজাতিয় অন্য সফটঅয়্যার ব্যবহার করেন তাহলেও এই পদ্ধতিতে ইনষ্টল করতে পারেন।
· উইন্ডোজের যায়গায় ম্যাকিন্টোস ব্যবহার করলে WAMP এর বদলে MAMP ব্যবহার করুন।
By Uzzal Malake
No comments:
Post a Comment