Sunday, April 20, 2014

Tutorial-Wordpress-3


ওয়ার্ডপ্রেসে নতুন পেজ তৈরী
ওয়ার্ড বিনামুল্যের ব্লগ (wordpress.com) ব্যবহার করুন অথবা নিজস্ব হোমেন-হোষ্টিং (wordpress.org) ব্যবহার করুন, নতুন সাইট তৈরী করলে সেখানে একটিমাত্র মুল পেজ থাকার কথা। আপনি যে পোষ্টগুলি পাবলিশ করবেন সেগুলি সেখানে দেখা যাবে, নতুন পোষ্ট শুরুতে অবস্থান করবে। এটাই আপনার মুল ব্লগ পেজ।
এর বাইরে আপনি ইচ্ছে করলে আরো পেজ তৈরী করতে পারেন। তৈরীর পর পেজগুলি দেখা যাবে ব্যবহার করা টেম্পলেট অনুযায়ী মেনু হিসেবে (অথবা সাইডবারেও ব্যবহার করা যায়) কিভাবে পেজ তৈরী করবেন জেনে নিন।
.          ড্যাসবোর্ডে Pages – Add New সিলেক্ট করুন
.          Add New বাটনে ক্লিক করুন।
নতুন পোষ্ট লেখার মত Add New Page স্ক্রিন পাওয়া যাবে।
.          টাইটেল এর যায়গায় পেজ এর নাম লিখুন।
.          পেজে যে টেক্সট-ইমেজ থাকবে সেগুলি বডি অংশে লিখুন।
.          সাধারন পোষ্টের মত পাবলিশ করুন।
নতুন তৈরী পেজকে মেনুতে পাওয়া যাবে।
মুল পেজের বাইরে তৈরী করা পেজকে বলা হয় ষ্ট্যাটিক পেজ। একে ব্লগের মত ব্যবহার করা যায় না। মুলত সাইটের পরিচিতি, সুচিপত্র ইত্যাদি তৈরীর জন্য এধরনের পেঝ ব্যবহার করা হয়।


By Uzzal Malake

No comments:

Post a Comment