Sunday, April 20, 2014

Tutorial-Wordpress-5


ওয়ার্ডপ্রেসে বাংলা ব্যবহার এবং কোডের অন্যান্য পরিবর্তন

ওয়ার্ডপ্রেস বিনামুল্যের সাইটে মুল কোডের কোন পরিবর্তন করা যায় না। কিছু অর্থ দিয়ে (৩০ ডলার) ফন্ট বিষয়ক কিছু পরিবর্তন করা যায়। কিভাবে বিনামুল্যের ওয়ার্ডপ্রেস ব্লগে বাংলা ব্যবহার করবেন সেটা উল্লেখ করা হয়েছে এই টিউটোরিয়ালে।



নিজস্ব হোষ্টিং ব্যবহার করলে ওয়ার্ডপ্রেসে ব্যবহার করা টেম্পলেট এর যে কোন কোড পরিবর্তন করার সুযোগ পাবেন। ফলে স্থায়ীভাবে ফন্ট পরিবর্তন করে পুরোপুরি বাংলা ব্যবহার করতে পারেন, অথবা অন্য যাকিছু পরিবর্তন করতে চান করতে পারেন।

ধরে নেয়া হচ্ছে আপনি কোড ব্যবহারে ততটা দক্ষ নন। তাহলেও ফন্ট পরিবর্তনের মত কাজ নিজেই করে নিতে পারেন।

.          ড্যাসবোর্ডে Appearance - Editor সিলেক্ট করুন।

নিজে থেকে ষ।টাইলসিট ওপেন হওয়ার কথা। ডানদিকে টেম্পলেটে ব্যবহৃত বিভিন্ন ফাইলের নাম দেখা যাবে। যে নামে ক্লিক করবেন সেই ফাইলটি ওপেন হবে।

.          মুল ফন্ট ফন্ট পরিবর্তনের জন্য body, font এই শব্দগুলি খোজ করুন। বিভিন্ন টেম্পলেটে কোডের ধরন বিভিন্ন হতে পারে।

.          সাধারনত ওয়েবপেজে কয়েকটি ফন্টের নাম ব্যবহার করা হয়। কারন কোন একটি না থাকলে বদলি ফন্ট হিসেবে আরেকটি ব্যবহার। এখানে যে ফন্ট ব্যবহার করতে চান তার নাম একইভাবে টাইপ করে দিন। যেমন বাংলার জন্য solaimanlipi ব্যবহার করতে পারেন।

.          ফন্টের সাইজ যেখানে রয়েছে সেই অংশ বের করুন এবং বড়-ছোট করা প্রয়োজন হলে করে নিন।

.          অন্যান্য যাকিছু পরিবর্তন করা প্রয়োজন করে নিন। বড় ধরনের পরিবর্তনের সময় সাবধানে করবেন, গড়মিলের কারনে সাইট ঠিকভাবে কাজ নাও করতে পারে।

.          কাজ শেষে Update File বাটনে করুন।


By Uzzal Malake

No comments:

Post a Comment