Sunday, April 20, 2014

Tutorial-Wordpress-8


Wordpress: পোষ্ট লেখার নানা নিয়ম

ওয়ার্ডপ্রেস ব্লগে আপনি যে পোষ্ট তৈরী করবেন সেখানে শুধুমাত্র টেক্সট থাকতে পারে, টেক্সট এরসাথে ইমেজ, ভিডিও, সাউন্ড ইত্যাদি থাকতে পারে, শুধুমাত্র ইমেজ (ফটো ব্লগিং) ব্যবহার করা হতে পারে।


প্রসংগত উল্লেখ্য, বিনামুল্যের ওয়ার্ডপ্রেস সাইটে টেক্সট এবং ইমেজ ব্যবহার করা যায়। ভিডিও, অডিও এবং অন্যান্য ফরম্যাট ফাইল ব্যবহারের সুযোগ দেয়া হয় না। এই সুবিধে পাওয়ার জন্য তাদের টাকা দিয়ে বিশেষভাবে সেবা নিতে হয়। এছাড়া আপনি যে থিম (টেম্পলেট) ব্যবহার করবেন তাকেও পরিবর্তন করা যায় না। ফলে ইচ্ছেমত ফন্ট ব্যবহারের সুযোগও নেই। তবে বিশেষ পদ্ধতিতে নিজের পছন্দের ফন্ট বা লেখা বড়ছোট করে নিতে পারেন।

বিষয়গুলি এখানে উল্লেখ করা হচ্ছে।

.          আপনার সাইটের ড্যাসবোর্ড ওপেন করুন।

.          Post -  Add New সিলেক্ট করুন। নতুন পোষ্ট তৈরীর স্ক্রিন পাবেন।

.          টাইটেল টাইপ করুন (বাংলা অথবা ইংরেজিতে)

.          পোষ্ট টাইপ করুন অথবা অন্য কোথাও টাইপ করা থাকলে কপি করে পেষ্ট করুন।

.          Add Image বাটনে ক্লিক করে ইমেজ ব্যবহার করুন।

একাজগুলি আগেই উল্লেখ করা হয়েছে কাজেই সমস্যা হওয়ার কথা না।



আপনি নিশ্চয়ই লক্ষ করেছেন ব্লগের পোষ্টগুলি পুরো লেখা একসাথে দেখা যায় না। প্রথম কয়েক লাইন দেখার পর Read more .. নামে একটি লিংক থাকে। সেখানে ক্লিক করলে (অথবা টাইটেলে ক্লিক করলে) সেই পোষ্টের পৃষ্ঠা দেখা যায়।

Read more লিংক যোগ করার জন্য;

.          যে যায়গা পর্যন্ত প্রথম পৃষ্ঠায় দেখাতে চান সেখানে কার্সর আনুন।

.          Insert More Tag আইকনে ক্লিক করুন।



লিংক তৈরী

পোষ্টের কোন টেক্সটকে অন্য কোন সাইটের, অথবা একই সাইটের অন্য পোষ্টের লিংক হিসেবে ব্যবহার করতে পারেন। সেখানে ক্লিক করলে ভিজিটর সেই লিংকের ঠিকানায় যাওয়ার সুযোগ পাবেন।

.          যে টেক্সটকে লিংক হিসেবে ব্যবহার করতে চান সেটুকু সিলেক্ট করুন।

.          Insert/Edit Link আইকনে ক্লিক করুন।

.          URL অংশে লিংক (এড্রেস) টাইপ করে দিন।

.          Title শে লিংকের যায়গায় কি লেখা যাবে সেটা ঠিক করে দিতে পারেন।

.          Open Link in a window/tab টি চিহ্ন দেয়া থাকলে পোষ্টের পেজ ওপেন থাকবে এবং নতুন লিংক নতুন উইন্ডো/ট্যাবে ওপেন হবে

.          অন্য সাইটের বদলে একই সাইটের ভিন্ন পোষ্ট এর লিংক তৈরীর জন্য link to existing content থেকে সেই পোষ্ট সিলেক্ট করুন।




পোষ্টের ক্যাটাগরী তৈরী

ধরা যাক আপনি বই বিষয়ে ওয়েবসাইট তৈরী করছেন। সেখানে Review নামে একটি ক্যাটাগরী তৈরী করতে চান যেখানে রিভিউগুলি থাকে। ফলে যে ভিজিটর রিভিউগুলি দেখতে চান তিনি সহজে রিভিউকে আলাদা করার সুযোগ পারেন।

.          Add New Category লিংকে ক্লিক করুন।

.          ক্যাটাগরীর নাম (Review) টাইপ করুন।

.          Add New Category বাটনে ক্লিক করুন।

ক্যাটাগরি লিষ্টে নামটি পাওয়া যাবে। রিভিউ বিষয়ক পোষ্ট তৈরীর পর একে সিলেক্ট করে নিন।





ষ্টিকি পোষ্ট

ব্লগে সাধারনত সবশেষ পোষ্টটি শুরুতে থাকে। নতুন পোষ্ট তৈরীর সাথেসাথে আগের পোষ্টটি প্রথম অবস্থান থেকে সরে যায়। খুব গুরুক্বপুর্ন পোষ্টে ক্ষেত্রে তাকে ষ্টিকি পোষ্ট হিসেবে একেবারে শুরুতে রেখে দিতে পারেন। এরফলে এই পোষ্ট সবসময়ই শুরুতে থাকবে (পরিবর্তন না করা পর্যন্ত)

.          সাধারন নিয়মে পোষ্টটি তৈরী করুন।

.          Visibility অংশে Edit বাটনে ক্লিক করুন।

.          Stick this post to the front page টিক চিহ্ন দিন।





নির্দিস্ট সময়ে পোষ্ট করা

সাধারনত আপনি পোষ্ট তৈরী করে পাবলিক কমান্ড ব্যবহার করেন, অথবা পরবর্তীতে আরো এডিট করার জন্য ড্রাফট সেভ করে রেখে দেন। তাকেও পরে এডিট করে পাবলিশ কমান্ড দিতে হয়।

আপনি পোষ্ট তৈরী নির্দিষ্ট সময় ঠিক করে দিতে পারেন যারফলে পোষ্ট সেই সময়ে নিজে থেকে পাবলিশ হবে।

.          পোষ্টটির সমস্ত কাজ শেষ করুন।

.          Publish অংশে যে সময়ে পাবলিশ করতে চান সেই সময় ঠিক করে দিন।


By Uzzal Malake

No comments:

Post a Comment