Monday, March 31, 2014

Delete Talk To Sound-গান থেকে কথা বাদ দেয়ার জন্য অডাসিটি


        গান থেকে কথা বাদ দেয়ার জন্য অডাসিটি

অনেক কারনে গান থেকে কথা (ভোকাল) বাদ দেয়া প্রয়োজন হয়। কথা বাদ দেয়ার অর্থ, গানের মিউজিক শোনা যাবে কথাগুলি শোনা যাবে না।
যারা শব্দ নিয়ে পেশাদার কাজ করেন তারা এভাবে মিউজিক আলাদা করে তাকে ব্যবহার করেন। অনেকে শখ করে গান থেকে কথাগুলি বাদ দিয়ে নিজেই গান করে সেটা যোগ করতে চান। অন্য ভাষার গানের মিউজিকের সাথে বাংলা গান ব্যবহার করা যায় এভাবে।
সমস্যা হয় কাজটি কিভাবে করবেন সেটা নিয়ে। পেশাদারী কাজের জন্য রয়েছে বহুদামী সফটঅয়্যার। অনেকের পক্ষেই সেগুলি কেনা সম্ভব না। আবার এই সফটঅয়্যারগুলির ব্যবহারও যথেস্ট জটিল।
সহজে একাজ করতে পারেন অডাসিটি নামে সফটঅয়্যার ব্যবহার করে। অডাসিটি বিনামুল্যের সফটঅয়্যার। যেকোন সময় ডাউনলোড করে নিতে পারেন। ভোকাল রিমুভাল ছাড়াও রেকর্ড করাসহ অডিও এডিটিং এর সমস্ত কাজ করা যাবে এর সাহায্যে।

ভোকাল রিমুভাল এর কাজ কিভাবে করবেন জেনে নিন।
.        সফটঅয়্যারটি ডাউনলোড করে ইনষ্টল করে নিন। চালু করুন।
.        যে গানের কথা বাদ দিতে চান সেটা ওপেন করুন।
.        মেনু থেকে Effect – Vocal Remover সিলেক্ট করুন।
.        সাধারনত এখানে OK ক্লিক করাই যথেস্ট। ইচ্ছে করলে বিভিন্ন অপশন পরিবর্তন করে নিতে পারেন।

ভোকাল বাদ দেয়ার সময় কিছু বিষয় মনে রাখা জরুরী।
একে বলা হয় Center Pan Remover, সাউন্ড সিগন্যালকে ডানে, বামে বা মাঝখানে রাখার পদ্ধতি হচ্ছে প্যানিং। সাধারনত ভয়েসকে মাঝখানে রাখা হয়। কেবলমাত্র এধরনের গান থেকে কথা বাদ দেয়া যাবে।
তাদের পরামর্শ হচ্ছে, MP3 এর মত কম্প্রেসড ফরম্যাট ব্যবহার করে ভাল ফল পাবেন না। সরসরি মুল অডিও সিডি থেকে ওয়েভ ফরম্যাটে অডিও নিন এবং সেটা ব্যবহার করুন।
অডাসিটি ডাউনলোড করতে পারেন এখান থেকে : http://audacity.sourceforge.net/download/


By Uzzal Malake

No comments:

Post a Comment