Monday, March 31, 2014

Sound Remix-সাউন্ড রিমিক্স-ইফেক্ট ব্যবহারের কাজ করুন


    সাউন্ড রিমিক্স-ইফেক্ট ব্যবহারের কাজ করুন সাউন্ড ফোর্জ দিয়ে
সাউন্ড ফোর্জের প্রথম টিউটোরিয়ালে সাউন্ড এডিটিং এর প্রাথমিক কাজগুলি উল্লেখ করা হয়েছে। এখানে রিমিক্স এর কাজগুলি দেখে নেয়া যাক।
রিমিক্স এর সময় ডিলে, ইকো, রিভার্ব ইত্যাদি নানাধরনের ইফেক্ট ব্যবহার করা হয়। সাউন্ড ফোর্জে খুব সহজে এই কাজগুলি করা যায়।


ডিলে-ইকো ইফেক্ট ব্যবহার
ডিলে বা ইকো ইফেক্ট ব্যবহার করে শব্দের প্রতিধ্বনি তৈরী করা হয়। প্রিসেট ব্যবহার করে বা সাধারন সরলভাবে এই ইফেক্ট প্রয়োগ করতে পারেন, অথবা বিভিন্ন ফ্রিকোয়েন্সি রেঞ্জের জন্য নিজের পছন্দমত ইফেক্ট ব্যবহার করতে পারেন। এজন্য যা করবেন।
.          নির্দিস্ট সাউন্ড ক্লিপ ওপেন করুন।
.          যে অংশে ডিলে-ইকো ব্যবহার করবেন সেটুকু সিলেক্ট করুন।
.          মেনু থেকে Effects – Delay/Echo – Multi Tap/Simple সিলেক্ট করুন।
.          প্রিসেট ব্যবহার করে প্রিভিউ শুনে নিন। অথবা যেভাবে পরিবর্তন করতে চান করে প্রিভিউ শুনে নিন।

এনভেলপ ব্যবহার করে শব্দ নিয়ন্ত্রন
কোন সাউন্ড ক্লিপের বিভিন্ন যায়গায় নিজের পছন্দমত ভলিউম কমানো বা বাড়ানোর জন্য এনভেফর নামের গ্রাফিকাল পদ্ধতি ব্যবহার করতে পারেন।
.          সাউন্ড ক্লিপটি ওপেন করুন।
.          নির্দিষ্ট অংশ সিলেক্ট করুন।
.          মেনু থেকে Effects - Envelop কমান্ড দিন।
.          নির্দিস্ট পয়েন্ট সরিয়ে ভলিউম ঠিক করুন। পয়েন্টারকে উপরের দিকে উঠালে শব্দ বাড়বে, নিচের দিকে নামালে শব্দ কমবে।
.          গ্রাফের ওপর যে কোন যায়গায় ক্লিক করে নতুন পয়েন্ট তৈরী করে নেয়া যাবে।

রিভার্ব ব্যবহার
শব্দের স্থান অনুযায়ী শব্দ ভিন্ন ধরনের হয়। যেমন ছোট ঘরের মধ্যে একরকম, খোলা যায়গায় একরকম, বড় হলঘরে একরকম। রিভার্ব ইফেক্ট ব্যবহার করে শব্দকে যায়গার সাথে মানানসই করে নিতে পারেন।
.          সাউন্ড ক্লিপটি ওপেন করুন।
.          নির্দিষ্ট অংশ সিলেক্ট করুন।
.          মেনু থেকে Effects - Reverb কমান্ড দিন।
.          প্রিসেট থেকে কোন ধরনের শব্দ চান সিলেক্ট করুন এবং প্রিভিউ শুনে নিন।
.          প্রয়োজনে স্লাইডার ব্যবহার করে সেটিং পরিবর্তন করে নিন।


ইফেক্টস মেনুতে আরো যে বিষয়গুলি আগে সেগুলি একই পদ্ধতিতে ব্যবহার করুন।

By Uzzal Malake

No comments:

Post a Comment