Sunday, March 30, 2014

Video Editing-ষ্টিল ইমেজ থেকে ভিডিও স্লাইড শো তৈরী


ষ্টিল ইমেজ থেকে ভিডিও স্লাইড শো তৈরী
বিয়ের ভিডিও এডিটিং এর সময় একটি কাজ প্রায়শই করা হয়, অনেকগুলি ষ্টিল ইমেজকে ট্রানজিশন ব্যবহার করে পরপর সাজানো হয়। অনেক সময় এই ইমেজের সংখ্যা এতটাই বেশি হয় যে কয়েক ঘন্টা সময় ব্যয় করতে হয়। কিংবা আপনি হয়ত কোথাও ভ্রমন করে অনেকগুলি ছবি উঠিয়েছেন, কিংবা পরিবারের ছবিগুলিকে একসাথে করেছেন। সেগুলিকে ডিভিডি বা ব্লুরে ভিডিও হিসেবে ব্যবহার করতে চান।
এজন্য অবশ্যই ভিডিও এডিটিং সফটঅয়্যার ব্যবহার করে ছবিগুলিকে পরপর সাজিয়ে ট্রানজিশন এবং অন্যান্য ইফেক্ট যোগ করতে পারেন, মিউজিক যোগ করতে পারেন। অথবা এমন কোন সফটঅয়্যার ব্যবহার করতে পারেন যা নিজেই ছবিগুলিকে পরপর সাজিয়ে ট্রানজিশন যোগ করবে। যে মিউজিক ব্যবহার করতে চান ব্যাকগ্রাউন্ড হিসেবে সেগুলি সিলেক্ট করে দিলে নিজেই পরপর সাজিয়ে নেবে।
এজন্য বেশকিছু সফটঅয়্যার পাওয়া যায়। এখানে উল্লেখ করা হচ্ছে ফটো স্লাইড শো ক্রিয়েটর এর ব্যবহার পদ্ধতি।

সফটঅয়্যারটি ছোট। ইনষ্টল করে ওপন করলে ছবির মত স্ক্রীন পাবেন।

.          ছবি ইমপোর্ট করা
ছবি ব্যবহারের জন্য আগে ছবিগুলিকে নির্দিষ্ট ফোল্ডারে রাখুন। Photos ট্যাব সিলেক্ট করুন। বামদিকের ফোল্ডার ব্রাউজারে ফোল্ডারটি সিলেক্ট করুন এবং প্রিভিউ এর নিচের দিকে যোগ চিহ্ন বিশিষ্ট Add All Photos বাটনে ক্লিক করুন।
ফোল্ডারের সবগুলি ছবি টাইমলাইনে পরপর যোগ হবে এবং সেখানে নিজে থেকে ট্রানজিশন যোগ হবে।
.          প্রিভিউ দেখে নিন
প্রিভিউ উইন্ডোর নিচে প্লে বাটনে ক্লিক করে ট্রানজিশন সহ ভিডিওর প্রিভিউ দেখে নিন। অথবা স্ক্রীনের নিচে বামদিকে প্রিভিউ বাটনে ক্লিক করুন।
.          সময় ঠিক করুন
প্রতিটি ছবির জন্য ডিফল্ট . সেকেন্ড সময় ব্যবহার হয়। প্রয়োজন মনে করলে আপনি এই সময়ে বৃদ্ধি করতে পারেন বা কমাতে পারেন। প্রিভিউ উইন্ডোর নিচের বামদিকে Slide Display Time অংশে সময় ঠিক করে দিন।
.          ট্রানজিশন পরিবর্তন
কোন একটি ট্রানজিশনের পরিবর্তে অন্য ট্রানজিশন ব্যবহারের জন্য ট্রানজিশন ট্যাব ক্লিক করুন। পছন্দের ট্রানজিশনকে ড্রাগ করে যেখানে ব্যবহার করতে চান সেখানে নিয়ে যান।
.          টেম্পলেট এবং থিম ব্যবহার
সফটঅয়্যারের সাথে কিছু টেম্পলেট এবং থিম দেয়া আছে। এগুলি ব্যবহার করতে পারেন। তবে এগুলি ব্যবহারের পর সবগুলি ট্রানজিশন যাচাই করে নিন। কিছু টেম্পলেট এবং থিমের সাথে যে কোন ট্রানজিশন কাজ করে না।
.          মিউজিক ব্যবহার
ব্যাকগ্রাউন্ড মিউজিক যোগ করার জন্য টাইমলাইনের নিচের দিকে Music Options বাটনে ক্লিক করুন। যোগ (+) আইকনে ক্লিক করে পছন্দের মিউজিক ফাইলগুলি সিলেক্ট করে দিন। এখানে আরো অন্যান্য অপশন পরিবর্তন করতে পারেন।
.          ভিডিও তৈরী
ফটো স্লাইডশো ক্রিয়েটর ব্যবহার করে ভিডিও ফাইল, ডিভিডি স্লাইড শো (ফটো ডিভিডি), স্ক্রিন সেভার কিংবা কম্পিউটারে নিজে থেকেই চলবে এমন প্রোগ্রাম তৈরী করা যায়। Create বাটনে ক্লিক করুন এবং কি তৈরী করতে চান সেটা ঠিক করে দিন।

আপনার ছবির সংখ্যা যত বেশিই হোক না কেন, একেবারে কম সময়ে সহজে আকর্ষনীয় স্লাইড শো তৈরীর জন্য এই সফটঅয়্যার থেকে অত্যন্ত ভাল ফল পাবেন।


By Uzzal Malake

No comments:

Post a Comment