এডবি
প্রিমিয়ার টিউটোরিয়াল : টাইম রিম্যাপিং ব্যবহার করে ভিডিওর গতি কমবেশি করা
আপনি
নিশ্চয়ই বিভিন্ন টিভি অনুস্ঠানে কিংবা বিজ্ঞাপনে দেখেছেন ভিডিওর গতি কমবেশি করে তৈরী বিশেষ ইফেক্ট। পুরো ভিডিও গতি একই না রেখে কিছুক্ষন দ্রুত, কিছুক্ষন ধীরগতি, এভাবে বিষয়কে আকর্ষনীয় করা যায়। প্রিমিয়ারে টাইম রি-ম্যাপিং নামের এই পদ্ধতি তুলনামুলক নতুন, সিএস ৩ থেকে ব্যবহার শুরু হয়েছে। আপনি যখন কোন ভিডিওকে টাইমলাইনে ব্যবহার করেন তখন নিজে থেকেই টাইম-রিম্যাপিং যোগ হয় ইফেক্টস কন্ট্রোল প্যানেলে। খুব সহজে আপনি একে কাজে লাগাতে পারেন।
অন্যান্য
ইফেক্ট থেকে এর পার্থক্য হচ্ছে একে ইফেক্টস কন্ট্রোল প্যানেল থেকে ব্যবহার না করে সরাসরি টাইমলাইনে ব্যবহার করা যায়। কাজটি যেভাবে করবেন;
. ভিডিওকে টাইমলাইনে আনুন।
. ভিডিও ক্লিপের ওপর Opacity লেখা অংশে রাইট-ক্লিক করে Time
remapping - Speed সিলেক্ট
করুন। এখন রাবার ব্যান্ড (হলুদ রঙের সরলরেখা) ব্যবহার করে কোন পরিবর্তন করলে অপাসিটির পরিবর্তে ভিডিওর স্পিড কমবে বা বাড়বে।
. যে যায়গার ভিডিওর গতি পরিবর্তন করতে চান সেখানে টাইম ইন্ডিকেটর আনুন। কিফ্রেম তৈরীর জন্য কিবোর্ডে কন্ট্রোল চেপে ক্লিক করুন।
টাইম
রিম্যাপিং এর কিফ্রেম এনিমেশন কিফ্রেম থেকে আলাদা। এর দুটি অংশ থাকে। মাউস ব্যবহার করে এদের দুরত্ব কমবেশি করতে পারেন। একে ট্রানজিশন ধরে নিতে পারেন। যদি গতি বৃদ্ধি করেন তাহলে হঠাত করে পরির্বন হওয়ার বদলে এই অংশ জুড়ে ক্রমাম্বয়ে পরিবর্তন হবে।
. কিফ্রেমদুটির মধ্যে কিছুটা দুরত্ব তৈরী করুন। এর ডানদিকে রাবার ব্যান্ডে ড্রাগ করে ওপরের দিকে নিয়ে যান (সংখ্যামান দেখা যাবে)। ওপরের দিকে উঠালে গতি বৃদ্ধি পাবে (ক্লিপটি ছোট হতে থাকবে) এবং নিচের দিকে নামালে গতি কমবে।
লক্ষনীয়,
ভিডিওর পরিবর্তন হলেও অডিওর পরিবর্তন হবে না। অডিওকে ভিডিওর সাথে মিল রাখার কাজটি আলাদাভাবে করে নিতে হবে।
ভিডিও
ক্লিপে বিভিন্ন যায়গা একাধিক কিফ্রেম তৈরী করে গতি বৃদ্ধি করে বা হ্রাস করে প্রিভিউ দেখে নিন। খুব দ্রুতই দক্ষতার সাথে টাইম রিম্যাপিং ব্যবহার শিখে যাবেন।
By Uzzal Malake
No comments:
Post a Comment