Adobe Media Encoder: ফ্লাশ ভিডিও তৈরী, প্রিমিয়ার কিংবা আফটার ইফেক্টস রেন্ডারিং
ইন্টারনেটের
জন্য অত্যন্ত জনপ্রিয় একটি ভিডিও ফরম্যাট ফ্লাশ ভিডিও। এডবি ক্রিয়েটিভ স্যুইট এর সাথে দেয়া এডবি মিডিয়া এনকোডার ব্যবহার করে খুব সহজে যে কোন ফরম্যাটের ভিডিওকে ফ্লাশ ফরম্যাটে পরিনত করতে পারেন। শুধু তৈরী ভিডিও ফাইলই না, ইচ্ছে করলে এডবি প্রিমিয়ার কিংবা আফটার ইফেক্টর এর প্রোজেক্ট ফাইল ওপেন করে এখান থেকে রেন্ডার করা যায়।
ভিডিও
কনভার্ট করা
. এডবি মিডিয়া এনকোডার চালু করুন।
. Add বাটনে ক্লিক করুন অথবা মেনু থেকে File - Add কমান্ড দিন।
. ভিডিও ফুটেজ সিলেক্ট করে ওপেন করুন।
. Format অংশে ক্লিক করে ভিডিও ফরম্যাট সিলেক্ট করুন। ফ্লাশ ফরম্যাট ছাড়াও কুইকটাইম, এভিআই, এমপেগ ইত্যাদি যে কোন ফরম্যাট ব্যবহার করতে পারেন।
. প্রয়োজনে Preset অংশ থেকে সেটিং পরিবর্তন করে নিন।
. আইটপুট ভিডিও কোথায় থাকবে বলে দিন।
. যতগুলি ভিডিওকে কনভার্ট করতে চান সবগুলি যোগ করুন।
. Start Queue
বাটনে ক্লিক করুন।
সেটিং
ঠিক করা
. ভিডিও ফাইলকে পছন্দমত সাইজ, শুরু-শেষ থেকে বির্দিষ্ট অংশ বাদ দেয়া, চারিদিক থেকে কিছু অংশ বাদ দেয়া, ফিল্টার ব্যবহার ইত্যাদির জন্য সেটিং বাটনে ক্লিক করুন।
. এক্সপোর্ট সেটিং অংশে প্রয়োজনীয় পরিবর্তন করে নিন।
এডবি
প্রিমিয়ার কিংবা আফটার ইফেক্টর প্রোজেক্ট ব্যবহার করা
. প্রিমিয়ার প্রোজেক্ট ওপেন করার জন্য মেনু থেকে Add
Premiere Pro Sequence কমান্ড দিন।
নির্দিষ্ট
ফাইলটি সিলেক্ট করে ওপেন করুন।
. আফটার ইফেক্ট প্রোজেক্ট ওপেন করার জন্য Add After
Effects Composition কমান্ড
দিন।
নির্দিষ্ট
ফাইলটি সিলেক্ট করে ওপেন করুন।
. সেটিং এর প্রয়োজনীয় পরিবর্তন করে নিন।
. রেন্ডার করুন।
By Uzzal Malake
No comments:
Post a Comment