Monday, March 31, 2014

Video Editing-ভিডিও ইফেক্ট ব্যবহার


ইউলিড মিডিয়া ষ্টুডিও প্রো ভিডিও এডিটিং: ভিডিও ইফেক্ট ব্যবহার
ইউলিড মিডিয়া ষ্টুডিও  প্রো ৭ সফটঅয়্যারটি নিয়ে নির্মাতারা কাজ না করলেও বিভিন্ন কারনে এই সফটঅয়্যার এখনও বিপুল পরিমানে ব্যবহৃত হয়। কারনগুলি উল্লেখ করা হয়েছে আগের টিউটোরিয়ালে। আপনি যদি এটা ব্যবহার করে থাকেন তাহলে ভিডিওতে কিভাবে নানাধরনের ইফেক্ট ব্যবহার করবেন জেনে নিন।
প্রথমেই ভিডিও ইফেক্ট  বলতে কি বুঝায় সেটা জানা যাক। আপনি নিশ্চয়ই ট্রানজিশন ইফেক্টকে ভিডিও ইফেক্ট বলবেন না (অনেকেই বলেন)। ভিডিও ইফেক্ট বলতে বুঝানো হচ্ছে ভিডিও ক্লিপের ওপর স্পেশাল ইফেক্ট ব্যবহার। সেটা ভিডিওর আলো বাড়ানো বা কমানো থেকে শুরু করে শার্পনেস কমবেশি করা কিংবা ভিডিওর ওপর বৃষ্টির ফোটা যোগ করা যেকোন কিছুই হতে পারে।
আগের টিউটোরিয়ালে উল্লেখ করা হয়েছে আপনি মুল ভিডিও ব্যবহার করবেন Va এবং Vb ট্রাকে, ট্রানজিশন ব্যবহার করবেন Fx ট্রাকে। কোন কোন ভিডিও ইফেক্ট ব্যবহারের জন্য (যেমন ওভারলে, ব্লু স্ক্রিন ইত্যাদি) ভিডিওকে V1, V2 ..  ইত্যাদি ট্রাকে ব্যবহার করা প্রয়োজন হয়। যদি কোন ক্লিপে বিশেষ ইফেক্ট ব্যবহার করা না যায় তাহলে বিষয়টি লক্ষ্য করুন।

ব্রাইটনেস-কন্ট্রাষ্ট ফিল্টার ব্যবহার
ব্রাইটনেস-কন্ট্রাষ্ট ফিল্টার ব্যবহার করে কোন ভিডিও ক্লিপের আলোর পরিমান কমবেশি করা এবং আলোছায়ার পার্থক্য কমবেশি করা যায়।
.          ভিডিও ক্লিপটি টাইমলাইনে বসান।
.          ক্লিপের ওপর রাইটক্লিক করে মেনু থেকে সিলেক্ট করুন Video Filters
.          ফিল্টারের লিষ্ট থেকে Brightness and Contrast সিলেক্ট করুন।
.          Add বাটনে ক্লিক করুন।
.          Options বাটনে ক্লিক করুন।
.          Brightness, Contrast, Gamma ইত্যাদি পরিবর্তন করুন।
প্রতিটি ইফেক্ট কিফ্রেম ব্যবহার করে নির্দিষ্ট যায়গার জন্য প্রয়োগ করা যায়। পুরো ক্লিপের জন্য শুরুতে এবং শেষে দুটি কি-ফ্রেম থাকে, ইচ্ছে করলে এদের মধ্যে নতুন কিফ্রেম তৈরী করে নিতে পারেন।
শুরু এবং শেষের মান একই রাখার জন্য শুরুর কিফ্রেমে পরিবতর্ন করুন, কিফ্রেমের ওপর রাইট ক্লিক করে কপি করুন, শেষে কিফ্রেম সিলেক্ট করে রাইট-ক্লিক করে পেষ্ট কমান্ড দিন।
অন্যান্য ফিল্টারগুলির জন্য একই পদ্ধতি ব্যবহার করুন।

ওভারলে (ব্লু-স্ক্রিন) ব্যবহার
একটি ভিডিওর ওপর আরেকটি ভিডিও বা ইমেজ ব্যবহার করে দুটিকে একসাথে দেখার ব্যবস্থা করাকে ওভারলে বলে। স্বচ্ছ অংশ দিয়ে পেছনের ভিডিও দেখা যাবে, অস্বচ্ছ অংশটুক পেছনের ভিডিওকে ঢেকে দেবে। ফটোশপে কিছু লিখে তাকে টাইটেল হিসেবে ব্যবহার করতে পারেন এভাবে। এছাড়া ভিডিওর বিশেষ রংকে স্বচ্ছ করে সেই যায়গা দিয়ে পেছনের ভিডিও দেখার ব্যবস্থা করতে পারেন এই পদ্ধতিতে। একজন মানুষ আকাশে উড়ছে, এটা দেখানো হয় এই পদ্ধতিতে। আকাশের ভিডিওর ওপর মানুষের ভিডিও ওভারলে করা হয়।
.          যে ভিডিওকে ওভারলে হিসেবে ব্যবহার করতে চান তাকে V1, V2 ইত্যাদি কোন ট্রাকে রাখুন।
.          ক্লিপের ওপর রাইট-ক্লিক করে Overlay Options সিলেক্ট করুন।
ট্রান্সপারেন্সিসহ ষ্টিলইমেজ হলে নিজে থেকেই ট্রান্সপারেন্ট অংশ দিয়ে পেছনের ভিডিও দেখা যাবে।
.          ভিডিও ক্লিপের রং হিসেবে ওভারলে করার জন্য Type অংশে Color key, Chroma Key বা অন্যকিছু সিলেক্ট করুন।
.          যে রংকে ট্রান্সপারেন্ট করতে চান ওভারলে ক্লিপের (বামদিকের) সেই রঙের ওপর ক্লিক করুন।
.          প্রয়োজনে Similar অংশ থেকে মান কমবেশি করে নিন।
.          ওভারলে ক্লিপকে ট্রান্সপারেন্ট করার জন্য ট্রান্সপারেন্সি, ব্লেন্ড/অপাসিটি ইত্যাদি পরিবর্তন করুন।
.          অন্যান্য অপশনগুলি পরীক্ষা করে দেখুন।


By Uzzal Malake

No comments:

Post a Comment