মুছে
যাওয়া
ফাইল
ফিরে
পাওয়া
মুছে
যাওয়া ডাটা বা ফাইল ফিরে পেতে ব্যবহার করুন ইজি রিকভারি প্রো
কম্পিউটারের
ফাইল মুছে যাওয়ার অভিজ্ঞতা প্রত্যেকেরই কমবেশি আছে। কখনো ভুল করে মুছে দেয়া কিংবা কখনো নানাবিধ কারনে মুছে যাওয়ার ঘটনা প্রতিনিয়ত ঘটে। সাধারন ব্যবহারকারীর সেখানে কিছুই করার থাকে না।
অনট্রাকের
ইজি রিকভারি প্রো সফটঅয়্যার ব্যবহার করে খুব সহজে মুঝে যাওয়া ফাইল ফিরে পেতে পারেন। ডিস্কের মুছে যাওয়া
ডাটা, নষ্ট হওয়া ফাইল কিংবা নষ্ট হওয়া ইমেইল সবকিছু ফেরত আনতে সাহায্য করে এই সফটঅয়্যার। এর ব্যবহার খুবই সহজ।
সাধারনভাবে
মুছে যাওয়া ফাইল ফিরে পাওয়ার পদ্ধতি দেখা যাক।
. সফটঅয়্যারটি চালু করুন।
. Data
Recovery ক্লিক
করুন।
. Delete
Recovery ক্লিক
করুন।
. যে ড্রাইভ থেকে ডাটা রিকভার করতে চান সেটা সিলেক্ট করুন।
কিছুক্ষনের
মধ্যেই মুছে যাওয়া ফাইলগুলির নাম স্ক্যান করে আপনার সামনে তুলে ধরবে। প্রতিটি ফোল্ডার, ফাইল সহ।
. যে ফোল্ডার-ফাইলগুলি ফিরে পেতে চান সেগুলি সিলেক্ট করুন।
. ফেরত আনা ফাইলগুলি কোথায় রাখবে সেটা বলে দিন।
যে
ড্রাইভ থেকে রিকভার করা হবে সেটা ব্যবহার করা যাবে না। যথেষ্ট যায়গাসহ অন্য ড্রাইভ ব্যবহার করুন।
আপনার
কাজ এটুকুই। ডাটা রিকভারির সাধারন নিয়মগুলি জানেন নিশ্চয়ই। ফাইল মুছে গেছে একথা জানলে সেখানে নতুন ফাইল কপি করা বা এইধরনের কাজ করবেন না। যত দ্রুত সম্ভব রিকভার করে নেবেন।
আপনার
কোন ডকুমেন্ট যদি নষ্ট হয় তকেও ঠিক করে নিতে পারেন এই সফটঅয়্যার দিয়ে। জিপ ফাইল কিংবা মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, এক্সেস ইত্যাদি রিপেয়ার করতে পারেন।
. File Repair
সিলেক্ট করুন।
. কোন ধরনের ফাইল সিলেক্ট করুন।
. নির্দিস্ট ফাইল (ফাইলগুলি) সিলেক্ট করুন এবং রিপেয়ার করার পর কোথায় রাখবে বলে দিন।
একই
পদ্ধতিতে ই-মেইল রিপেয়ার ট্যাব থেকে আউটলুক বা আউটলুক এক্সপ্রেস এর ইমেইলগুলি ঠিক করে নিতে পারেন।
অবশ্য
এই সফটঅয়্যার সাধারন ব্যবহারের জন্য। যদি অত্যন্ত গুরুত্বপুর্ন তথ্য নষ্ট হয় তাহলে লো-লেভেলে রিপেয়ার-রিকভারি প্রয়োজন হয়। সেকাজের জন্য অভিজ্ঞ কারো সাহায্য নেবেন।
By Uzzal Malake
No comments:
Post a Comment