Sunday, March 30, 2014

Windows-7-Part-2-উইন্ডোজের গতি বাড়ানোর পদ্ধতি


           উইন্ডোজের গতি বাড়ানোর পদ্ধতি : ভিসতা
ভিসতা উইন্ডোজ এক্সপির তুলনায় বড় সফটঅয়্যার। এতে সুবিধে বেশি। সেইসাথে এরজন্য তুলনামুলক দ্রুতগতির কম্পিউটার প্রয়োজন হয়। একই কম্পিউটারে এক্সপি ব্যবহার করে যত দ্রুত কাজের সুযোগ পাবেন ভিসতায় সেটা পাবেন না।
 
কিছু নিয়ম মেনে আপনি ভিসতার সময় কমাতে পারেন। এখানে বিষয়গুলি উল্লেখ করা হচ্ছে
.          ইউজার একাউন্ট কন্ট্রোল বন্ধ রাখুন
ইউজার একাউন্ট কন্ট্রোল ভিসতার নতুন একটি ফিচার। এনিয়ে বহু আলোচনা-সমালোচনা হয়েছে। এককথায় এটা কম্পিউটারের গতি কমিয়ে দেয়। দ্রুতগতি পেতে হলে একে বন্ধ রাখুন।
Start বাটনে ক্লিক করুন।
Control Panel সিলেক্ট করুন।
সার্চ বক্সে UAC টাইপ করুন। Turn User Account Control (UAC) এর জন্য অন/অফ অপশন পাওয়া যাবে। অফ সিলেক্ট করুন।
.          অপ্রয়োজনীয় গ্রাফিকাল ইফেক্ট বন্ধ রাখুন
আপনি সৌন্দর্য বৃদ্ধির জন্য মেনু, বাটন ইত্যাদিতে স্যাডো, এনিমেশন ইত্যাদি ব্যবহার করতে পারেন। বাস্তবে এর কারনে কম্পিউটারের গতিতে বড় ধরনের প্রভাব পড়ে। এগুলি বন্ধ করে গতি বাড়াতে পারেন।
Start মেনু থেকে Control Panel সিলেক্ট করুন।
Appearance and Personalization ডাবল ক্লিক করুন।
Personalization এর অধীনে Change the color scheme ক্লিক করুন।
Appearance Setting ডায়ালগ বক্সে Windows Vista Basic ক্লিক করুন।
অথবা Windows Standard ব্যবহার করতে পারেন।
.          সার্চ ইনডেক্সিং বন্ধ রাখুন
ভিসতার সার্চ ইনডেক্সিং অনবরত ফাইল সার্চ করে পরবর্তি কাজের জন্য তৈরী রাখে। এতে কিছু সবিধে পাওয়া যায় ঠিকই কিন্তু ফল হিসেবে সবসময়ই কম্পিউটারের গতি কম পাওয়া যায়। একে বন্ধ করে দিন।
Start বাটন থেকে Computer সিলেক্ট করুন
C: Drive আইকণ সিলেক্ট করুন। রাইট-ক্লিক করে Properties সিলেক্ট করুন।
General ট্যাব সিলেক্ট করুন।
Index this drive for faster searching থেকে টিকচিহ্ন উঠিয়ে দিন।
পরবর্তী ডায়ালগ বক্সে subfolders and files সিলেক্ট করুন।
.          অটোমেটিক ডিস্ক ডিফ্যাগমেন্ট বন্ধ রাখুন
হার্ডডিস্কে ফাইল কপি করা, নতুন ফাইল তৈরী এবং মুছে দেয়া এই কাজগুলি করার সময় ফাইলগুলি বিভিন্ন যায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে। ভিসতা নিজে থেকেই এগুলি সাজানোর কাজ করে, ফলে স্বাভাবিকভাবেই অতিরিক্ত কাজ করায় গতি কমে যায়। একে বন্ধ রাখুন। আপনি নিজের ইচ্ছে মাসে একবার একাজ করে নিতে পারেন।
Start বাটন থেকে Computer সিলেক্ট করুন।
C: Drive আইকনে রাইট-ক্লিক করে Properties সিলেক্ট করুন।
Tools ট্যাব সিলেক্ট করুন।
Run on a schedule থেকে টিকচিহ্ন উঠিয়ে দিন।
.          অটোমেটিক উইন্ডোজ ডিফেন্ডার বন্ধ রাখুন
ভিসতার সাথে মালঅয়্যার (ভাইরাস বা ক্ষতিকর সফটঅয়্যার) অর্তন্ত দুর্বল একটি সফটঅয়্যার। মালঅয়্যার থেকে রক্ষার নিশ্চয়তা দেয় না অথচ সবসময় চালু থেকে কম্পিউটারের গতি কমায়। একে বন্ধ রাখুন এবং পৃথক এন্টিভাইরাস ব্যবহার করুন।
Start বাটনে ক্লিক করুন।
ষ্টার্ট সার্চ বক্সে services টাইপ করুন।
প্রোগ্রামের লিষ্টে Windows Defender বের করুন।
মেনু থেকে Tools সিলেক্ট করুন।
Options সিলেক্ট করুন।
Auto Start থেকে টিক চিহ্ন উঠিয়ে দিন।
.          অপ্রয়োজনীয় ফিচারগুলি বন্ধ রাখুন
ভিসতার সাথে বেশকিছু ফিচার ইনষ্টল হয় যা হয়থ আপনি ব্যবহার করেন না। এগুলি একদিকে হার্ডডিস্কে যায়গা দখল করে অন্যদিকে লু থেকে কম্পিউটারের গতি কমিয়ে দেয়। যেগুলি আপনার প্রয়োজন নেই সেগুলি বাদ দিন।
Start বাটন থেকে Control Panel সিলেক্ট করুন।
Programs এর অধীনে Uninstall a program সিলেক্ট করুন।
বামদিকের মেনু থেকে Turn Windows features on or off  সিলেক্ট করুন।
লিষ্ট থেকে যে ফিচার ব্যবহার করতে চান না সেটা বের করুন এবং টিকচিহ্ন উঠিয়ে দিন।
OK ক্লিক করুন।
এই নিয়মগুলির বাইরে এক্সপির জন্য গতি বাড়ানোর পদ্ধতিতে অন্যান্য যে পদ্ধতি উল্লেখ করা হয়েছে (রেজিষ্টি ক্লিক করা, ভাইরাস দুর করা ইত্যাদি) সেগুলি কাজে লাগান। আপনার কম্পিউটারের সম্ভাব্য সর্ব্বোচ্চ গতিতে কাজ করার সুযোগ পাবেন।


By Uzzal Malake

No comments:

Post a Comment