উইন্ডোজের
গতি বাড়ানোর পদ্ধতি : ২
আগের
টিউটোরিয়ালে
এক্সপি অপারেটিং সিষ্টেমে কম্পিউটারের গতি বাড়ানোর কিছু পদ্ধতি উল্লেখ করা হয়েছে। এর বাইরে অন্যান্য যে পদ্ধতিগুলি রয়েছে সেগুলি জেনে নিন এখান থেকে।
. ডিএমএ ব্যবহার করুন
হার্ডডিস্ক
এর জন্য ডিরেক্ট মেমোরী এক্সেস বা ডিএমএ ব্যবহারের সুযোগ থাকলে সেটা ব্যবহার করুন। এরফলে হার্ডডিস্ক বা অন্যান্য ডিভাইস দ্রুত কাজ করবে। উল্লেখ্য সব হার্ডডিস্ক বা ডিভাইস ডিএমএ ব্যবহার করে না।
My Computer রাইট-ক্লিক
করে
Properties সিলেক্ট
করুন।
Hardware ট্যাব সিলেক্ট করুন।
Device Manager বাটনে ক্লিক করুন।
IDE/ATAPI controllers ডাবল ক্লিক করুন।
Primary IDE Channel ডাবল ক্লিক করুন।
Advanced Settings ট্যাবে ক্লিক করুন। শুধুমাত্র প্রাইমারি এবং সেকেন্ডারী চ্যানেলের ক্ষেত্রে ডায়ালগ বক্স পাওয়া যাবে।
ডিভাইস
১ এবং ০ উভয়ের জন্য Transfer
Mode – DMA if Available সিলেক্ট করুন। OK ক্লিক করুন।
অন্যান্য
ডিভাইস থাকলে সেগুলির জন্যও একই কাজ করুন।
. ফাইল ইনডেক্সিং বন্ধ করুন
ইনডেক্সিং
সার্ভিস ছোট প্রোগ্রাম হলেও অনেক বেশি মেমোরী ব্যবহার করে। একে বন্ধ করে কম্পিউটারের গতি বাড়াতে পারেন।
Start বাটনে ক্লিক করুন। Control Panel সিলেক্ট করুন।
Add/Remove Programs ডাবল ক্লিক করুন।
বামদিকের
উইন্ডো থেকে Add/Remove
Window Components সিলেক্ট
করুন।
লিষ্ট
থেকে
Indexing Services বের
করুন এবং টিক চিহ্ন উঠিয়ে দিন।
Next ক্লিক করুন এবং
OK ক্লিক করুন।
. অপ্রয়োজনীয় সফটঅয়্যার আন-ইনষ্টল করুন
আপনি
ব্যবহার করেন না এমন সফটঅয়্যার যদি ইনষ্টল করা থাকে তাদের কারনে কম্পিউটারের গতি কমে যেতে পারে। এদেরকে আন-ইনষ্টল করে কম্পিউটারের গতি বাড়াতে পারেন।
Start বাটনে ক্লিক করুন। Control Panel সিলেক্ট করুন।
Add/Remove Programs ডাবল ক্লিক করুন। যে সফটঅয়্যারগুলি ইনষ্টল করা আছে সেগুলির লিষ্ট দেখা যাবে।
যে
সফটঅয়্যার আনইনষ্টল করতে চান সেটা সিলেক্ট করুন এবং Remove বাটনে ক্লিক করুন।
. সিষ্টেম রেজিষ্ট্রি ক্লিন করুন
সিষ্টেম
রেজিষ্ট্রি
নামের বিশেষ ব্যবস্থায় কম্পিউটারের হার্ডঅয়্যার এবং সফটঅয়্যারসহ সমস্ত তথ্য লেখা থাকে। একে নিয়মিত ঠিক করে অপ্রয়োজনীয় বিষয় বাদ দিয়ে কম্পিউটারের গতি বাড়ানো যায়। সাধারন ব্যবহারকারীর পক্ষে কাজটি কঠিন তবে কিছু সফটঅয়্যার ব্যবহার করে একাজ নিয়মিত করুন।
ইন্টারনেটে
বিনামুল্যে
সিষ্টেম রেজিষ্টি ক্লিন করার ব্যবস্থা আছে। পছন্দমত কোন ব্যবস্থা বেছে নিন।
. কম্পিউটারকে ভাইরাস, এডঅয়্যার, স্পাইঅয়্যার, মালঅয়্যার থেকে মুক্ত রাখুন
এজন্য
আপনাকে কোন এন্টিভাইরাস সফটঅয়্যার ব্যবহার করতে হবে। এভাষ্ট সহ বেশকিছু এন্টিভাইরাস বিনামুল্যে ব্যবহার করা যায়। এগুলি ইনষ্টল করুন। এছাড়া ইন্টারনেটের মাধ্যমে বিনামুল্যে কম্পিউটার স্ক্যান করার ব্যবস্থাও আছে। সেগুলি ব্যবহার করুন।
By Uzzal Malake
No comments:
Post a Comment