Monday, April 14, 2014

Tutorial-Photoshop-18


ছবি থেকে কিছু বাদ দেয়া
ফটোশপ টিউটোরিয়াল : ছবি থেকে কিছু বাদ দিন
যারা ছবি উঠাতে পছন্দ করেন তারা জানেন পছন্দমত ছবি পেতে তাদেরকে কতরকম সমস্যার মুখোমুখি হতে হয়হয়ত একটি স্থাপনার সামনে অপেক্ষা করছেন মানুষ না থাকলে ছবি উঠাবেন কিন্তু কখনোই যায়গাটা ফাকা হচ্ছে নাসবসময়ই কেউএকজন এখানে ওখানে এমনভাবে দাড়িয়ে থাকছেন যে তাকে বাদ দিয়ে আপনি ছবি উঠানোর সুযোগ পাচ্ছেন নাগ্রাফিক ডিজাইনার হিসেবে কাজ করার সময় আপনাকে এমন কাজ করতেই হয় যেখানে ছবি থেকে কিছু অংশ বাদ দেয়া প্রয়োজন

একাজ ফটোশপে করে নেয়া যেত ষ্ট্যাম্পিং এর মত পদ্ধতিতেবিষয়টি অত্যন্ত সময়সাপেক্ষতারপরও একেবারে পছন্দমত ফল পাওয়া যাবে এমন কথা নেইফটোশপের নতুন ভার্শনে (সিএস৫) সহজে একাজ করতে নতুন ব্যবস্থা আনা হয়েছে Content Aware Fill নামেএটা ব্যবহার করে খুব সহজে আপনি ছবি থেকে কোন অংশ বাদ দিতে পারেনসেই যায়গা পুরন হবে পাশের যায়গা বিশ্লেষন করে তারসাথে মিল রেখেএবং কাজটি ফটোশপ নিজেই করে দেবে
উদাহরনের ছবিটি দেখনহয়ত আপনি মহিলাকে ছবি থেকে বাদ দিতে চানএজন্য যা করতে হবে;
.          ল্যাসো টুল দিয়ে অংশটুকু সিলেক্ট করুন

     মেনু থেকে কমান্ড দিন Edit - Fill
.          Use অংশে Content – Aware সিলেক্ট করুন
.          OK বাটনে ক্লিক করুন

আপনার কাজ এটুকুইফল হিসেবে মহিলা অদৃশ্য হয়ে যাবেন এবং সেই যায়গা পুরন হবে পাশের দৃশ্যের সাথে মিল রেখে


By Uzzal Malake

No comments:

Post a Comment