Monday, April 14, 2014

Tutorial-Photoshop-19


ব্যাকগ্রাউন্ড বাদ দেয়া
ফটোশপ টিউটোরিয়াল : ব্যাকগ্রাউন্ড বাদ দেয়া
বিভিন্ন কারনে ছবির ব্যাকগ্রাউন্ড বাদ দেয়া প্রয়োজন হয়হয়ত ঘরের মধ্যে উঠানো ছবিকে বাগানে দেখাতে চান কিংবা একাধিক ছবিকে একসাথে করে একটি ইমেজ করতে চান ইত্যাদিইন্টারনেটে আউটসোর্সিং কাজের সময় গ্রাফিক ডিজাইন কাজের একটি বড় চাহিদা হচ্ছে ইমেজ থেকে ব্যাকগ্রাউন্ড বাদ দেয়া

ফটোশপে একাজ করার অনেকগুলি পদ্ধতি রয়েছেএকটি সহজ পদ্ধতি হচ্ছে কুইক মাস্ক মোড ব্যবহার করা
.          যে যায়গাটুকু রাখতে চান (অথবা বাদ দিতে চান) সে যায়গা ল্যাসো টুল দিয়ে মোটামুটি সিলেক্ট করে নিন
.          মেনু থেকে কমান্ড দিন, Select – Edit in Quick Mask Mode
সিলেক্ট করা অংশ এবং সিলেক্ট না করা অংশ পৃথক রঙে দেখা যাবে

   ব্রাস টুল সিলেক্ট করুন এবং প্যালেটে সাদা-কালো রং সিলেক্ট করুনসাদা রং দিয়ে পেইন্ট করলে সিলেকশনের সাথে যোগ হবে এবং কালো রং দিয়ে পেইন্ট করলে সিলেকশন থেকে বাদ যাবেসাবধানে সিলেকশনের ধারগুলো ঠিক করে নিন
.          ঠিকভাবে পেইন্ট করা হলে Select – Edit in Quick Mask Mode কমান্ড দিয়ে কুইক মাস্ক মোড থেকে বাইরে আসুনসাধারন সিলেকশন পাওয়া যাবে
.          প্রয়োজনে Inverse Selection কমান্ড দিন এবং ডিলিট কমান্ড দিন
.          ইচ্ছে করলে নিচের লেয়ারে ব্যাকগ্রাউন্ড হিসেবে অন্য ইমেজ ব্যবহার করতে পারেন

সহজে ব্যাকগ্রাউন্ড বাদ দেয়ার জন্য এই পদ্ধতি কার্যকরকখনো কখনো এই পদ্ধতিতে কাজ করা সম্ভব হয় নাযেমন চুলের যায়গাগুলিতে সমস্যা থেকে যায়এজন্য আরো নিখুত কাজের জন্য পাথ ব্যবহার করা হয়এছাড়া মাস্ক করার জন্য কিছু প্লাগ-ইনও রয়েছে
পাথ ব্যবহারের টিউটোরিয়াল
ফটোশপ টিউটোরিয়াল : পাথ ব্যবহার
ফটোশপ মুলত বিটম্যাপ (রাষ্টার) ইমেজ নিয়ে কাজ করলেও ভেক্টর ব্যবহারের সুযোগ রয়েছেবিটম্যাপ এবং ভেক্টরের পার্থক্য হচ্ছে বিটম্যাপ ইমেজ ছোট ছোট বিন্দু (পিক্সেল) দিয়ে তৈরীকোন ইমেজকে খুব বড় করলে (জুম) পিক্সেলগুলি দেখা যায়যে কারনে ছোট ছবিকে বড় করলে ছবির মান নষ্ট হয়অন্যদিকে ভেক্টর ইমেজ গানিতিক হিসেবে তৈরীযেকারনে বড়-ছোট যাই করা হোক না কেন সবসময় নিখুত থাকেসাধারনভাবে ফটোশপ বিটম্যাপের জন্য ইলাষ্ট্রেটর ভেক্টরের জন্য এটাই ধরে নেয়া হয়ফটোশপকে ব্যবহার করা যায় ভেক্টর এবং বিটম্যাপের হাইব্রিড হিসেবে

ফটোশপে একে বলা হয় পাথঅন্যান্য ড্রইং সফটঅয়্যারের মত পেন টুল ব্যবহার করে পাথ তৈরী করা যায়, আবার সাধারন সিলেকশন থেকেও পাথ তৈরী করা যায়আবার উল্টোভাবে যদি পেন টুল ব্যবহারে দক্ষ হন তাহলে পাথ তৈরী করে  নিখুতভাবে সিলেকশনের কাজ করতে পারেন
সিলেকশন থেকে পাথ তৈরী
.          ফটোশপের যে কোন পদ্ধতি ব্যবহার করে ইমেজের নির্দিস্ট অংশ সিলেক্ট করুন
.          Paths প্যানেল ওপেন করুন
.          Alt চেপে ধরে Make Work Path ক্লিক করুন০.৫ অথবা ১ পিক্সেল ব্যবহার করুন
.          পেন টুল ব্যবহার করে বিভিন্ন এ্যাংকর পয়েন্ট সরিয়ে সিলেকশনকে নিখুত করুন
.          পাথকে পুনরায় সিলেকশনের পরিনত করার জন্য পাথ প্যানেলে রাইট-ক্লিক করে Make selection সিলেক্ট করুন
একবার পাথ তৈরী পর তাকে ভেক্টর হিসেবে সহজে নির্দিস্ট মাপে আনা সম্ভববিশেষ করে কম রেজ্যুলুশনের ইমেজ সিলেক্ট করার সময় (ব্যাকগ্রাউন্ড বাদ দেয়ার জন্য) এই পদ্ধতি প্রয়োজন হয়

পেন টুল ব্যবহার করে পাথ তৈরী
.          একটি নতুন ডকুমেন্ট তৈরী করুন
.          পেন টুল সিলেক্ট করুন
.          ডকুমেন্টে ক্লিক করে একটি এ্যাংকর পয়েন্ট তৈরী করুন
.          আরেক যায়গায় ক্লিক করে আরেকটি এ্যাংকর পয়েন্ট তৈরী করুনপয়েন্টদুটি একটি সরলরেখা দিয়ে যুক্ত পাওয়া যাবে
.          আরেক যায়গায় আরেকটি পয়েন্ট তৈরী করুন এবং ড্রাগ করুনসরলরেখার বদলে বাকা রেখা পাওয়া যাবেদুপাশে দুটি হ্যান্ডলার পাওয়া যাবে যা ব্যবহার করে বাকানোর পরিমান নিয়ন্ত্রন করা যাবেহ্যান্ডলার বড় বা ছোট করে এই বাকানোর কাজ নিয়ন্ত্রন করা যাবে
.          শুরুর এ্যাংকর পয়েন্টে মাউস আনলে একটি বৃত্ত দেখা যাবেসেখানে ক্লিক করলে একটি ক্লোজ সেপ তৈরী হবে
এ্যাংকর পয়েন্ট দুধরনের হয়একটি ষ্ট্রেট পয়েন্ট, যা আগের পয়েন্টের একই দিকে যায়, অপরটি কার্ভ পয়েন্ট যা আগের পয়েন্টের বিপরীত দিকে যায়

নতুন পয়েন্ট তৈরী, পয়েন্ট মুছে দেয়া, পয়েন্ট পরিবর্তন
পেন টুলে মোট ৫টি টুল রয়েছেঅন্যান্য টুলের মত সেখানে মাউস চেপে ধরে যে কোনটি ব্যবহার করা যাবে
.          পাথের ওপর নতুন পয়েন্ট তৈরীর জন্য Add Anchor point tool ব্যবহার করুন
.          কোন পয়েন্ট মুছে দেয়ার জন্য Delete Anchor Point Tool ব্যবহার করুন
.          ষ্ট্রেট পয়েন্ট এবং কার্ভ পয়েন্ট একটি থেকে অপরটিতে পরিবর্তনের জন্য Convert Point Tool টুল ব্যবহার করুন

পাথ সিলেকশন
পাথ সিলেকশন এবং পরিবর্তনের জন্য পৃথক আরেকটি সিলেকশন টুল রয়েছেএখানে রয়েছে দুটি টুলপুরো পাথ সিলেক্ট করার জন্য ব্যবহার করুননির্দিস্ট এ্যাংকর পয়েন্ট সিলেক্ট করার জন্য ব্যবহার করুন

ষ্ট্রোক পাথ
পাথ ব্যবহার করে ড্রইং করার পর সেই পাথকে নির্দিস্ট ষ্ট্রোক ব্যবহার করতে পারেন
.          পাথ প্যানেলে রাইট-ক্লিক করে Strike Path সিলেক্ট করুন
.          ষ্ট্রোকের জন্য ব্রাস বা অন্য টুল সিলেক্ট করুন

ক্লিপিং পাথ
ক্লিপিং পাথ হচ্ছে ইমেজের নির্দিস্ট অংশকে ব্যবহারের জন্য পৃথক করে দেয়াসাধারনত মেজমেকিং সফটঅয়্যারে এর প্রয়োজন হয়যেমন ইন-ডিজাইনে একটি ছবি ইমপোর্ট করলে একজন ব্যক্তির চতুস্কোন ছবির চারিদিকে টেক্সট ব্যবহার করতে পারেনক্লিপিং মাস্ক ব্যবহার করে তার শরীর ঘেসে টেক্সট ব্যবহার করা যাবে
.          ইমেজের জন্য পাথ তৈরী করুন
.          পাথ প্যানেলে ডাবল-ক্লিক করে একটি নাম টাইপ করে দিন
.          পাথ অপশন বাটনে ক্লিক করুন এবং Clipping Path সিলেক্ট করুন

ইলাষ্ট্রেটরে জন্য ক্লিপিং পাথ এক্সপোর্ট করা
পাথসহ ফাইল সেভ করলেই ইলাষ্ট্রেটরে ক্লিপিং পাথ পাওয়া যাবে নাএজন্য
.          File – Export – Paths of Illustrator কমান্ড দিন
.          ফাইলের লোকেশন এবং নাম দিন


By Uzzal Malake

No comments:

Post a Comment