Showing posts with label Sound Editing-সাউন্ড এডিটিং. Show all posts
Showing posts with label Sound Editing-সাউন্ড এডিটিং. Show all posts

Monday, March 31, 2014

Sound Editing -সাউন্ড এডিটিং এর কাজ করুন সাউন্ড ফোর্জ ব্যবহার করে


    সাউন্ড এডিটিং এর কাজ করুন সাউন্ড ফোর্জ ব্যবহার করে
সাউন্ড এডিটিং এর জন্য সাউন্ড ফোর্জ অত্যন্ত জনপ্রিয় সফটঅয়্যার। একসময় এটা ছিল সনিক ফাউন্ড্রির সফটঅয়্যার, বর্তমানে এর মালিক সনি। এটা ব্যবহার করে খুব সহজে সাউন্ড রেকর্ডিং, নয়েজ দুর করা থেকে অন্যান্য সমস্যা দুর করা, সাউন্ড ইফেক্ট যোগ করা ইত্যাদি কাজ করেন। অনেকেই লুপ তৈরীর জন্য ব্যবহার করেন এসিড, তারসাথে ব্যবহার করেন সাউন্ড ফোর্জ। দুটি সফটঅয়্যার একসাথে ব্যবহার করা যায়।
সাউন্ডফোর্জ ব্যবহার করে সাধরন কাজগুলি কিভাবে করবেন জেনে নিন।

সাউন্ড রেকর্ডিং
মাইক্রোফোন অথবা লাইন-ইন যাই ব্যবহার করুন না কেন, খুব সহজে সাউন্ড রেকর্ড করার কাজ করে নিতে পারেন সাউন্ডফোর্জ ব্যবহার করে।
.          সফটঅয়্যার চালু করুন।
.          লাল রঙের রেকর্ড বাটনে ক্লিক করুন।
.          রেকর্ড ডায়ালগ বক্সে New বাটনে ক্লিক করুন।
.          রেকর্ডিং এর জন্য স্যাম্পল রেট (হার্টজ), স্যাম্পল সাইজ (৮বিট বা ১৬), চ্যানেল (মনো বা ষ্টেরিও) সেট করে দিন।
.          মনিটর টিক চিহ্ন দিন। এরফলে রেকর্ড করার সময় অডিও লেভেল দেখা যাবে।
.          অন্যান্য পরিবর্তণ প্রয়োজন হলে করে নিন।
.          লাল রঙের রেকর্ড বাটনে ক্লিক করুন এবং লাইন-ইন বা মাইক্রোফোনের শব্দ রেকর্ড করুন।
.          রেকর্ড শেষ করার জন্য ষ্টপ/রেকর্ড গটল বাটন ব্যবহার করুন। রেকর্ড শেষে অডিও ফাইলটি এডিটরে ওপেন অবস্থায় পাওয়া যাবে।

এডিট করার
অপ্রয়োজনীয় অংশ বাদ দেয়া
.          ওপেন করা সাউন্ড্র ট্রাকের নির্দিষ্ট অংশ মাউস দিঢে ড্রাগ করে সিলেক্ট করা যাবে। শুরু বা শেষ থেকে অপ্রয়োজনীয় অংশ বাদ দেয়ার জন্য সেই অংশটুক সিলেক্ট করুন। কিছুটা সিলেক্ট করার পর তাকে খুব সহজে কম-বেশি করে নিতে পারেন।
.          নির্দিষ্ট অংশ সিলেক্ট করার পর ডিলিট কি চেপে সেটুকু মুছে দিন। শুরু এবং শেষ ছাড়াও যে কোন যায়গা থেকে মুছে দেয়া যাবে।
.          বিপরীতভাবে যেটুকু রাখতে চান সেটু সিলেক্ট করুন এবং Trim/Crop বাটনে ক্লিক করুন, অথবা মেনু থেকে Trim/Crop কমান্ড দিন।সিলেক্ট করা অংশটুকু থাকবে এবং বাকি অংশ মুছে যাবে।

নরমালাইজ
শব্দের মানকে নির্দিষ্ট লেভেলে আনার জন্য নরমালাইজ করা হয়। যেমন নিচু লেভের শব্দকে বাড়ানো কিংবা অতিরিক্ত শব্দকে স্বাভাবিক পর্যায়ে আনা।
.          নির্দিস্ট অংশ নরমালাইজ করার জন্য সেই অংশটুকু সিলেক্ট করুন। পুরো সাউন্ডকে নরমালাইজ করার জন্য সিলেক্ট করা প্রয়োজন নেই।
.          মেনু থেকে Process - Normalize কমান্ড দিন।
.          প্রিসেট থেকে কোন ধরনের নরমালাইজ ব্যবহার করতে চান সিলেক্ট করুন। অথবা নিজে ঠিক করে দিন। ইচ্ছে করলে প্রিভিউ বাটনে ক্লিক করে শব্দ শুনে নিতে পারেন।
.          পিক লেভেলের জন্য নাকি গড় ভলিউমের জন্য পরিবর্তন করবেন সেটা সিলেক্ট করুন।
.          OK বাটনে ক্লিক করুন।

শব্দের মান বাড়ানো
নির্দিষ্ট অংশের অথবা পুরো সাউন্ড ক্লিপের ভলিউম বাড়ানো বা কমানোর জন্য ভলিউম কমান্ড ব্যবহার করতে পারেন।
.          নির্দিস্ট অংশ পরিবর্তনের জন্য সেই অংশটুকু সিলেক্ট করুন। পুরো সাউন্ড ক্লিপের পরিবর্তন করার জন্য সিলেক্ট করা প্রয়োজন নেই।
.          মেনু থেকে Process - volume কমান্ড দিন।
.          স্লাইডার ব্যবহার করে কি পরিমান পরিবর্তন করতে চান সেটা করুন। প্রয়োজনে প্রিভিউ বাটনে ক্লিক করার পর স্লাইডার পরিবর্তন করুন, সাথেসাথে পরিবর্তনের মান জানা যাবে।
.          OK বাটনে ক্লিক করুন।

ফেড-ইন এবং ফেড-আউট যোগ করা
শব্দ হঠাত করে শুরু না হয়ে ক্রমাম্বয়ে বৃদ্ধি পেয়ে স্বাভবিক অবস্থায় আনা ফেড-ইন। বিপরীতভাবে হঠাত করে শেষ না হয়ে ক্রমে মিলিয়ে যাওয়া ফেড-আউট। সাউন্ড ক্লিপের শুরুতে এবং শেষে ফেডইন-আউট যোগ করার জন্য যা করবেন।
.          শুরু বা শেষের যে অংশটুকু এজন্য ব্যবহার করতে চান সেই অংশ সিলেক্ট করুন।
.          মেনু থেকে Process – Fade – In/Out কমান্ড দিন।

শব্দ মসৃন করা বা ধারালো করা
শব্দ থেকে নয়েজ দুর করে মসৃন করতে পারেন, অথবা বিপরীতভাবে শব্দকে আরো ধারারো করতে পারেন।
.          ক্লিপের নির্দিস্ট অংশ সিলেক্ট করুন।
.          মেনু থেকে Process – Smooth/Enhance কমান্ড দিন।
.          প্রিভিউ বাটনে ক্লিক করুন।
.          স্লাইডার ব্যবহার করে মসৃন অথবা ধারালো করুন।


By Uzzal Malake

Sound Remix-সাউন্ড রিমিক্স-ইফেক্ট ব্যবহারের কাজ করুন


    সাউন্ড রিমিক্স-ইফেক্ট ব্যবহারের কাজ করুন সাউন্ড ফোর্জ দিয়ে
সাউন্ড ফোর্জের প্রথম টিউটোরিয়ালে সাউন্ড এডিটিং এর প্রাথমিক কাজগুলি উল্লেখ করা হয়েছে। এখানে রিমিক্স এর কাজগুলি দেখে নেয়া যাক।
রিমিক্স এর সময় ডিলে, ইকো, রিভার্ব ইত্যাদি নানাধরনের ইফেক্ট ব্যবহার করা হয়। সাউন্ড ফোর্জে খুব সহজে এই কাজগুলি করা যায়।


ডিলে-ইকো ইফেক্ট ব্যবহার
ডিলে বা ইকো ইফেক্ট ব্যবহার করে শব্দের প্রতিধ্বনি তৈরী করা হয়। প্রিসেট ব্যবহার করে বা সাধারন সরলভাবে এই ইফেক্ট প্রয়োগ করতে পারেন, অথবা বিভিন্ন ফ্রিকোয়েন্সি রেঞ্জের জন্য নিজের পছন্দমত ইফেক্ট ব্যবহার করতে পারেন। এজন্য যা করবেন।
.          নির্দিস্ট সাউন্ড ক্লিপ ওপেন করুন।
.          যে অংশে ডিলে-ইকো ব্যবহার করবেন সেটুকু সিলেক্ট করুন।
.          মেনু থেকে Effects – Delay/Echo – Multi Tap/Simple সিলেক্ট করুন।
.          প্রিসেট ব্যবহার করে প্রিভিউ শুনে নিন। অথবা যেভাবে পরিবর্তন করতে চান করে প্রিভিউ শুনে নিন।

এনভেলপ ব্যবহার করে শব্দ নিয়ন্ত্রন
কোন সাউন্ড ক্লিপের বিভিন্ন যায়গায় নিজের পছন্দমত ভলিউম কমানো বা বাড়ানোর জন্য এনভেফর নামের গ্রাফিকাল পদ্ধতি ব্যবহার করতে পারেন।
.          সাউন্ড ক্লিপটি ওপেন করুন।
.          নির্দিষ্ট অংশ সিলেক্ট করুন।
.          মেনু থেকে Effects - Envelop কমান্ড দিন।
.          নির্দিস্ট পয়েন্ট সরিয়ে ভলিউম ঠিক করুন। পয়েন্টারকে উপরের দিকে উঠালে শব্দ বাড়বে, নিচের দিকে নামালে শব্দ কমবে।
.          গ্রাফের ওপর যে কোন যায়গায় ক্লিক করে নতুন পয়েন্ট তৈরী করে নেয়া যাবে।

রিভার্ব ব্যবহার
শব্দের স্থান অনুযায়ী শব্দ ভিন্ন ধরনের হয়। যেমন ছোট ঘরের মধ্যে একরকম, খোলা যায়গায় একরকম, বড় হলঘরে একরকম। রিভার্ব ইফেক্ট ব্যবহার করে শব্দকে যায়গার সাথে মানানসই করে নিতে পারেন।
.          সাউন্ড ক্লিপটি ওপেন করুন।
.          নির্দিষ্ট অংশ সিলেক্ট করুন।
.          মেনু থেকে Effects - Reverb কমান্ড দিন।
.          প্রিসেট থেকে কোন ধরনের শব্দ চান সিলেক্ট করুন এবং প্রিভিউ শুনে নিন।
.          প্রয়োজনে স্লাইডার ব্যবহার করে সেটিং পরিবর্তন করে নিন।


ইফেক্টস মেনুতে আরো যে বিষয়গুলি আগে সেগুলি একই পদ্ধতিতে ব্যবহার করুন।

By Uzzal Malake

Delete Talk To Sound-গান থেকে কথা বাদ দেয়ার জন্য অডাসিটি


        গান থেকে কথা বাদ দেয়ার জন্য অডাসিটি

অনেক কারনে গান থেকে কথা (ভোকাল) বাদ দেয়া প্রয়োজন হয়। কথা বাদ দেয়ার অর্থ, গানের মিউজিক শোনা যাবে কথাগুলি শোনা যাবে না।
যারা শব্দ নিয়ে পেশাদার কাজ করেন তারা এভাবে মিউজিক আলাদা করে তাকে ব্যবহার করেন। অনেকে শখ করে গান থেকে কথাগুলি বাদ দিয়ে নিজেই গান করে সেটা যোগ করতে চান। অন্য ভাষার গানের মিউজিকের সাথে বাংলা গান ব্যবহার করা যায় এভাবে।
সমস্যা হয় কাজটি কিভাবে করবেন সেটা নিয়ে। পেশাদারী কাজের জন্য রয়েছে বহুদামী সফটঅয়্যার। অনেকের পক্ষেই সেগুলি কেনা সম্ভব না। আবার এই সফটঅয়্যারগুলির ব্যবহারও যথেস্ট জটিল।
সহজে একাজ করতে পারেন অডাসিটি নামে সফটঅয়্যার ব্যবহার করে। অডাসিটি বিনামুল্যের সফটঅয়্যার। যেকোন সময় ডাউনলোড করে নিতে পারেন। ভোকাল রিমুভাল ছাড়াও রেকর্ড করাসহ অডিও এডিটিং এর সমস্ত কাজ করা যাবে এর সাহায্যে।

ভোকাল রিমুভাল এর কাজ কিভাবে করবেন জেনে নিন।
.        সফটঅয়্যারটি ডাউনলোড করে ইনষ্টল করে নিন। চালু করুন।
.        যে গানের কথা বাদ দিতে চান সেটা ওপেন করুন।
.        মেনু থেকে Effect – Vocal Remover সিলেক্ট করুন।
.        সাধারনত এখানে OK ক্লিক করাই যথেস্ট। ইচ্ছে করলে বিভিন্ন অপশন পরিবর্তন করে নিতে পারেন।

ভোকাল বাদ দেয়ার সময় কিছু বিষয় মনে রাখা জরুরী।
একে বলা হয় Center Pan Remover, সাউন্ড সিগন্যালকে ডানে, বামে বা মাঝখানে রাখার পদ্ধতি হচ্ছে প্যানিং। সাধারনত ভয়েসকে মাঝখানে রাখা হয়। কেবলমাত্র এধরনের গান থেকে কথা বাদ দেয়া যাবে।
তাদের পরামর্শ হচ্ছে, MP3 এর মত কম্প্রেসড ফরম্যাট ব্যবহার করে ভাল ফল পাবেন না। সরসরি মুল অডিও সিডি থেকে ওয়েভ ফরম্যাটে অডিও নিন এবং সেটা ব্যবহার করুন।
অডাসিটি ডাউনলোড করতে পারেন এখান থেকে : http://audacity.sourceforge.net/download/


By Uzzal Malake