Showing posts with label Tutorial-Photoshop. Show all posts
Showing posts with label Tutorial-Photoshop. Show all posts

Monday, April 14, 2014

Tutorial-Photoshop-36


   ব্রিজ ব্যবহার করে স্লাইড শো কিংবা পিডিএফ তৈরী
Photoshop : ইমেজ থেকে স্লাইড শো (ওয়েব গ্যালারী) কিংবা পিডিএফ তৈরী
এডবি ফটোশপের সাথে এডবি ব্রিজ নামে একটি সফটঅয়্যার দেয়া হয়ফটোশপের বেশকিছু বিষয় নেয়া হয়েছে ব্রিজেআপনি ব্রিজ ব্যবহার করে ফটোশপ ইমেজ (অথবা যে কোন ইমেজ) থেকে স্লাইড শো (ওয়েব গ্যালারী) তৈরী করতে পারেন, কিংবা সব যায়গায় ব্যবহারযোগ্য পিডিএফ তৈরী করতে পারেন

কাজটি কিভাবে করবেন জেনে নিন
.          এডবি ব্রিজ ওপেন করুন
.          ইমেজগুলি যে ফ্লোডারে রয়েছে সেই ফোল্ডার ওপেন করুন
.          ইমেজগুলি সিলেক্ট করুনCtrl-Click ব্যবহার করে নির্দিষ্ট ইমেজগুলি সিলেক্ট করা যাবে
.          টুলবার থেকে Output – Output to Web or PDF সিলেক্ট করুন
.          ডানদিকে Document অংশ থেকে একটি পেজ প্রিসেট সিলেক্ট করুনপিডিএফ এর জন্য প্রিন্টযোগ্য কাগজের মাপ সিলেক্ট করতে পারেন, অথবা Web বা Photo ব্যবহার করতে পারেন

.          একটি সাইজ ঠিক করুনওয়েবে ব্যবহারের জন্য সাধারনভাবে ৮০০-৬০০ সব ধরনের মনিটরের জন্য ভাল পছন্দ হতে পারে
.          ইচ্ছে করলে পাশওয়ার্ড ব্যবহার করতে পারেন
.          প্রতিটি ইমেজকে একটি একটি করে দেখার জন্য Layout অংশে One Photo Per Page সিলেক্ট করুন
.          ইচ্ছে করলে প্রতিটি ইমেজের জন্য পৃথক হেডার, ফুটার, ফাইল নেম ইত্যাদি ব্যবহার করতে পারেন
.          প্লেব্যাক অপশনে পুরো স্ক্রিন দেখা যাবে কিনা কিংবা নিজে থেকে পরবর্তী স্ক্রিনে যাবে কিনা, কত সময়ে যাবে ইত্যাদি অপশন ঠিক করে দিন
.          ওয়েব গ্যালারী তৈরী করলে গ্যালারীর নাম, আপনার নাম, ই-মেইল ইত্যাদি তথ্য টাইপ করে দিন
.          প্রিভিউ দেখে নিন
.          সবকিছু ঠিক থাকলে Save বাটনে ক্লিক করে সেভ করুন

ব্রিজ এর অন্যান্য ব্যবহার সম্পর্কে একটি টিউটোরিয়াল রয়েছে এই সাইটে


By Uzzal Malake

Tutorial-Photoshop-35


              এডবি ব্রিজ ব্যবহার
এডবি ব্রিজ ব্যবহার করুন ফটোশপ, ইলাষ্ট্রেটর কিংবা আফটার ইফেক্টস এর সাথে
যারা অনেক বেশি ইমেজ বা ভিডিও নিয়ে কাজ করেন তাদের অনেক সময়ই সেগুলির প্রিভিউ দেখে নেয়া প্রয়োজন হয়কিংবা ফটোগ্রাফারদের প্রয়োজন হয় র ফরম্যাটের ইমেজগুলির প্রিভিউ দেখারএজন্য অনেকগুলি সফটঅয়্যার থাকলেও প্রত্যেকেরই রয়েছে বিশেস কিছু ফরম্যাট ব্যবহারের সীমাবদ্ধতাযেমন ইল্টাষ্ট্রেটর ড্রইং কিংবা ইপিএস ফরম্যাটএডবি ব্রিজ ব্যবহার করে এসব সীমাবদ্ধতা দুর করতে পারেন সহজেইসেইসাথে এটা কাজ করে এডবির সবগুলি সফটঅয়্যারের ভেতর থেকেআফটার ইফেক্টস এর ইফেক্ট সেখানে দেখে সরাসরি ব্যবহার করা যায় ব্রিজ থেকে

Adobe Bridge দেয়া হয় Adobe Creative Suite এবং Photoshop উভয়ের সাথেইপৃথকভাবে ওপেন করতে পারেন অথবা সফটঅয়্যারের ভেতর থেকে ওপেন করতে পারেন
.          ব্রিজ ওপেন করলে এধরনের একটি ইন্টারফেস দেখতে পাবেনযে ফোল্ডারের ইমেজ, ভিডিও ফাইল দেখতে চান সেই ফোল্ডার সিলেক্ট করবেন বামদিকের ফোল্ডার ট্রি থেকে
.          ফোল্ডারের নিচের অংশ থেকে ফিল্টার ব্যবহার করতে পারেনইমেজের তারিখ, ওরিয়েন্টেশন (পোর্ট্রেট কিংবা ল্যান্ডস্কেপ), র ইত্যাদি থেকে শুরু করে নির্দিষ্ট ক্যামেরা সেটিং যেকোন ধরনের ইমেজগুলি দেখতে পারেন ইচ্ছে করলে
.          মাঝখানের প্রধান অংশে প্রিভিউ (কিংবা ফোল্ডারের নাম) দেখা যাবেফোল্ডারের নামে ডাবল ক্লিক করে সাব-ফোল্ডারে প্রবেশ করা যাবে
.          প্রিভিউ উইন্ডোর নিচে স্লাইডার ব্যবহার করে প্রিভিউ এর আকার বড়-ছোট করা যাবে
.          ইমেজ বা ভিডিওতে রাইট-ক্লিক করে কোন সফটঅয়্যারে ওপেন করতে চান সিলেক্ট করে ওপেন করা যাবেইচ্ছে করলে কোন ফাইলকে লক করা যাবে এখান থেকেই
.          রাইট-ক্লিক করে ইমেজ বা ভিডিওকে কপি করা, অন্য যায় সরানো ইত্যাদি কাজ করা যাবে
.          কোন ইমেজ সিলেক্ট করলে ডানদিকে প্রিভিউ দেখা যাবেসেখানে ক্লিক করলে একটি জুম উইন্ডো পাওয়া যাবে যা নির্দিষ্ট যায়গায় সরিয়ে নির্দিষ্ট অংশ বড় করে দেখা যাবে
.          প্রিভিউ উইন্ডো থেকে স্লাইডার ব্যবহার করে বা প্লে বাটন ব্যবহার করে ভিডিও দেখা যাবে
.          প্রিভিউ এর নিচে ইমেজ বা ভিডিওর মেটাডাটা দেখা যাবেক্যামেরা উঠানো ছবি ক্যামেরা সেটিং সহ ভিডিওর ক্ষেত্রে অডিও এবং ভিডিওর তথ্য জানা যাবে এখান থেকেইচ্ছে করলে নতুন মেটাডাটা লিখে দিতে পারেন এখানেইমেটাডাটা ব্যবহারের জন্য টেম্পলেট তৈরী করে সেটা ব্যবহার করতে পারেন
.          ভিডিও ফাইল থেকে অডিওকে ইকুয়ালাইজ করার জন্য সরাসরি সাউন্ডবুথে ওপেন করা যাবে রাইট-ক্লিক করে
.          অনেকগুলি ইমেজ ফাইলকে একবারে নাম বদলানোর জন্য ব্যবহার করতে পারেন ব্রিজইমেজগুলি সিলেক্ট করুন এবং রাইট-ক্লিক করে মেনু থেকে Batch Rename সিলেক্ট করুন
.          ক্যামেরা র ইমেজ প্রসেস করার জন্য রাইট-ক্লিক করে Open in camera Raw সিলেক্ট করুন
.          আফটার ইফেক্টস এর কোন ইফেক্ট কোন লেয়ারে ব্যবহারের জন্য সেই লেয়ারে অবজেক্ট সিলেক্ট করা অবস্থায় ব্রিজ ওপেন করুন এবং ইফেক্টস ফোল্ডারে নিদির্ষ্ট ইফেক্ট বের করুনসেখানে ডাবল-ক্লিক করলে ইফেক্ট ব্যবহৃত হবে
যারা এসিডিসি (ACDSee) বা এধরনের অন্য সফটঅয়্যার ব্যবহারে অভ্যস্থ তাদের কাছে শুরুতে এডবি ব্রিজ কিছুটা বেমানান মনে হতে পারেকিন্তু আপনি যদি এডবির ফটোশপ, লাইটরুম, ইলাষ্ট্রেটর, আফটার ইফেক্ট, প্রিমিয়ার ইত্যাদি ব্যবহার করেন তাহলে এরসাথে তুলনা হয় না অন্য সফটঅয়্যারের

By Uzzal Malake

Tutorial-Photoshop-34


ফটোশপ প্লাগইন আইক্যান্ডি ব্যবহার
Photoshop : ফটোশপ প্লাগইন আই ক্যান্ডি ব্যবহার করুন বিভিন্ন ধরনের ইফেক্টের জন্য
একসময় ব্লাকবক্স নামে অত্যন্ত জনপ্রিয় একটি ফটোশপ প্লাগইন ব্যবহার করা হতসেটা দিয়ে ড্রপস্যাডো তৈরী করা যেত খুব সহজেধারনা করতেই পারেন ফটোশপের নিজস্ব ড্রপস্যাডো তৈরীর ব্যবস্থা তখন ছিল না, প্রয়োজন হলে ব্রাশ ব্যবহার করে একে নিতে হতএখন ফটোশপে এধরনের বহু সুযোগ আনা হয়েছেঅন্যদিকে নাম বদল করা ব্লাকবক্স আইক্যান্ডি নামে আরো উন্নত হয়েছে

আইক্যান্ডি ৬.০ ভার্শনে ইফেক্ট বা ফিল্টার দুভাগে বিভক্তএকটি ভাগে রয়েছে টেক্সট বা সিলেকশনঅর্থাত টেক্সট টাইপ করে সেখানে ব্যবহার করবেন অথবা ইমেজের কোন অংশ সিলেক্ট করে সেখানে ব্যবহার করবেনমুলত সিলেকশন বা টেক্সট এর চারিদিকে বা সিলেক্ট করা অংশে এই ইফেক্ট ব্যবহৃত হবেআরেক ধরন হচ্ছে টেক্সচারইট, পাথর, কাঠ, মার্বেল, কাপড় থেকে শুরু করে যে কোন ধরনের টেক্সচার তৈরীর জন্য
ইফেক্টগুলি কয়েকটি ব্যবহার করে দেখা যাক
ব্যাকলাইট : এর মাধ্যমে টেক্সট বা সিলেকশনের পেছনে নানা ধরনের লাইট সোর্স তৈরী করা যায়অনেকগুলি প্রিসেট রয়েছেএছাড়া রঙ, সোর্স, লাইট বিম ইত্যাদি পছন্দমত পরিবর্তন করার ব্যবস্থা রয়েছে
.          ব্যবহারের জন্য টেক্সট বা সিলেকশন লেয়ার থেকে কমান্ড দিন Filter – Alien Skin Eye Candy 6 : Text & Selection - Backlight
.          পছন্দমত প্রিসেট সিলেক্ট করুন
.          প্রয়োজনীয় পরিবর্তন করে নিন
আইক্যান্ডির একটি বড় সুবিধে হচ্ছে মুল লেয়ার অপরিবর্তিত রেখে ইফেক্টএর জন্য নতুন আরেকটি লেয়ার তৈরী করেকাজেই নানারকম পরীক্ষা করে দেখতে কোন সমস্যা নেই
করোনা : সুর্য থেকে বেরিয়ে আসা আলোর ইফেক্ট তৈরীর জন্য করোনাবিভিন্ন প্রিসেটে নানারকম রং এবং সেপ রয়েছেসেইসাথে সেগুলি নিজের পছন্দমত পরিবর্তন করার ব্যবস্থাব্যবহারের নিয়ম আগের মতইমেনু থেকে ইফেক্ট এর কমান্ড দিন এবং প্রিসেট ব্যবহার করুন অথবা পছন্দমত পরিবর্তণ করে নিন

ড্রিপ : তরল পদার্থ গড়িয়ে পড়ার ইফেক্ট দেয়ার জন্য ড্রিপলাল লঙের লেখাকে সদ্য তরল রং বা রক্ত দিয়ে তৈরী দেখানো সম্ভব খুব সহজেই

ফায়ার : লেখা কিংবা সিলেকশনে আগুন ধরিয়ে দিতে পারেন ফায়ার ইফেক্ট ব্যবহার করেকোন দৃশ্যে আগুল লাগা কিছু দেখাতে চাইলে এই ইফেক্টে কয়েক সেকেন্ডই যথেষ্ট
এই ইফেক্টগুলি ছাড়াও আরো যা রয়েছে তা হচ্ছে বেভেল, ক্রোমা, এক্সট্রুড, গ্লাশ, গ্রাডিয়েন্ট, মোশান ট্রেইল, পারস্পেকটিভ স্যাডো, রাষ্ট, স্মোক, স্নো ড্রিফট ইত্যাদি ইফেক্ট
আর টেক্সচার অংশে ইফেক্টগুলি হচ্ছে এনিমেল ফার, ব্রিক ওয়াল, ব্রাস মেটাল, ডায়মন্ড প্লেট, মার্বেল, রেপটাইল স্কিন, রিপল, ষ্টোন ওয়াল, উইভ, উড, ওয়াটার ড্রপ ইত্যাদি
ফটোশপে কাজ করার জন্য অত্যন্ত প্রয়োজনীয় প্লাগইনগুলির একটি এলিয়েন স্কিনের তৈরী আই ক্যান্ডিএখনও আপনার কাছে না থাকলে সংগ্রহ করে নিন
তাদের ওয়েবসাইট : www.alienskin.com/


By Uzzal Malake

Tutorial-Photoshop-33


লিকুইডিফাই ইফেক্ট
Photoshop Tutorial : লিকুইডিফাই ইফেক্ট
ফটোশপ ব্যবহার করে সুন্দর ডিজাইন তৈরী করবেন, ইমেজে সমস্যা থাকলে দুর করবেন, পেইন্ট করবেন, স্পেশাল ইফেক্ট দেবেন এটাই স্বাভাবিককিন্তু, আপনার নিশ্চয়ই মনে আছে ষ্টার ট্রেকের কথাকিংবা বর্তমানের নানারকম ফ্যান্টাসি কিংবা সাইন্স ফিকশনের মজাদার চরিত্রের কথাকখনো কি মনে হয়নি নিজের কিংবা পরিচিত কাউকে তেমনি মজাদার কোন চরিত্রে পরিনত করার

ফটোশপে সেটা করতে পারেন লিকুইডিফাই ইফেক্ট ব্যবহার করে
.          যে ছবিতে লিকুইডিফাই ইফেক্ট ব্যবহার করে পরিবর্তন করতে চান সেটি ওপেন করুন
.          মেনু থেকে কমান্ড দিণ Filter – Liquidify, লিকুইডিফাই উইন্ডোতে ছবিটি ওপেন হবে

.          নিজে থেকে Forward Warp Tool সিলেক্ট হওয়ার কথাএরজন্য ডানদিকের মেনু থেকে ব্রাশ সাইজ ঠিক করে নিন
.          ইমেজের যেখানে পরিবর্তন করতে চান সেখানে ক্লিক করে ড্রাগ করুন
.          অতিরিক্ত পরিবর্তন হলে Reconstruct Tool টুল সিলেক্ট করুন এবং ক্লিক করে ড্রাগ করুনযাকিছু পরিবর্তন করেছেন সেটা বাতিল হয়ে আগের অবস্থার দিকে পরিবর্তন হবে
.          কোন যায়গাকে পরিবর্তনের বাইরে রাখার জন্য Freeze Mask টুল ব্যবহার করে পেইন্ট করুন
.          আপনি কোথায় কতটুকু পরিবর্তন চান সেটা নির্ভর করে বিভিন্ন টুল ব্যবহার করে দেখুন
.          পছন্দমত পরিবর্তনের পর OK বাটনে ক্লিক করুন

কোন ব্যক্তির ছবি ক্যারিকেচার করার আগে আরেকবার ভেবে নিনযার ছবি তিনি সেটা পছন্দ নাও করতে পারেন
শুধুমাত্র ব্যক্তির ছবিই পরিবর্তন করতে হবে এমন কথা নেইঅন্য ছবি থেকেও মজার কিছু পেতে পারেন


By Uzzal Malake

Tutorial-Photoshop-32


পাথ টেক্সট এবং সেপ
Photoshop tutorial: পাথ টেক্সট এবং সেপ
আপনি যখন ফটোশপে লোগো তৈরী করেন তখন অনেক সময়ই বৃত্তাকার টেক্সট প্রয়োজন হয়এছাড়াও নির্দিস্ট রেখা অনুসরন করে টেক্সট ব্যবহার করে ডিজাইনকে আকর্ষনীয় করা যায়ফটোশপে নিজস্ব পাথ তৈরী করে সেই পাথ অনুযায়ী টেক্সট ব্যবহার করা যায়, আবার বৃত্তসহ নানারকম সেপ তৈরী করে তারসাথেও ব্যবহার করা যায়

.          পেন টুল ব্যবহার করে পাথ তৈরী করুন
.          টেক্সট টুল সিলেক্ট করুন
.          মাউস পয়েন্টারকে পাথের কাছাকাছি আনলে নিচের দিকে বাকা চিহ্নবিশিষ্ট বিশেষ ধরনের আইকন পাওয়া যাবেপাথের ওপর ক্লিক করুন
.          টাইপ করুনফন্ট, সাইজ ইত্যাদি পরিবর্তন করুন

পাথ টেক্সট পরিবর্তন করা
.          টাইপ করার পর টেক্সটকে পাথের ওপর সরানোর জন্য টেক্সট টুল সিলেক্ট করা অবস্থায় কন্ট্রোল (Ctrl) কি চেপে ড্রাগ করুন
.          কন্ট্রোল-ড্রাগ করে কার্সরকে বিপরীত দিকে কিছুটা সরালে লেখাটি উল্টে যাবে
.          কখনো কখনো বৃত্তার টেক্সট এর ক্ষেত্রে দুটি ভিন্নদিকের টেক্সট এর জন্য দুটি পাথ ব্যবহার প্রয়োজন হতে পারে

ফটোশপে বৃত্ত সহ অন্যান্য যে সেপগুলি তৈরী করা যায় সেগুলিকে টেক্সট পাথ হিসেবে ব্যবহার করা যায়
.          বৃত্ত (Ellipse) টুল সিলেক্ট করুন (লাইন টুলের সাথে)
.          পাথ হিসেবে বৃত্ত আকার জন্য প্রোপার্টিজ টুলবারে পাথ (Paths) ক্লিক করুনএরফলে রংহীন বৃত্ত তৈরী হবে
.          ক্যানভাসে সঠিক মাপের বৃত্ত আকুন
.          টেক্সট টুল সিলেক্ট করুন
.          বৃত্ত-পাথের ওপর ক্লিক করুন এবং টাইপ করুন


By Uzzal Malake

Tutorial-Photoshop-31


Photoshop Tips: টেক্সট কাটআউট ইফেক্ট
কোন একটি ইমেজ থেকে টেক্সট-কাট-আউট ইফেক্ট তৈরী করতে চান? মনে হবে ইমেজ কেটে টেক্সট তৈরী করা হয়েছেফটোশপে কাজটি করা খুব সহজউদাহরনের ছবিতে ফুলবাগানের ছবি ব্যবহার করে Garden শব্দটি লেখা হয়েছে

কাজটি কিভাবে করবেন জেনে নিন
.          যে ছবি ব্যবহার করে টেক্সট তৈরী করবেন তাকে ফটোশপে ওপেন করুনফুলের ছবি ব্যবহারের সময় ছোটছোট ফুলের ছবি বেশি সুবিধেজনক
.          যে টেক্সট ব্যবহার করতে চান সেটি টাইপ করুনইমেজের ওপর যায়গামত রাখুন
.          ইমেজ লেয়ারকে টেক্সট লেয়ারের ওপরে নিন
.          দুটি লেয়ারের মাঝখানের লাইনে Alt-Click করুন
আপনার টেক্সট কাট-আউট ইমেজ তৈরী

উদাহরনে অতিরিক্তভাবে টেক্সট এর জন্য Stroke এবং Drop Shadow লেয়ার ইফেক্ট যোগ করা হয়েছে


By Uzzal Malake

Tutorial-Photoshop-30


           ওয়েব পেজের জন্য এক্সপোর্ট

Photoshop Tutorial: ওয়েব পেজের জন্য ইমেজ তৈরী

ওয়েব পেজে ব্যবহৃত ইমেজের নির্দিস্ট কিছু বৈশিষ্ট থাকতে হয়একদিকে সেগুলির ফাইল সাইজ হতে হয় ছোট যেন ধীরগতির ইন্টারনেট সংযোগেও দ্রুত সাইট ওপেন হয়, অন্যদিকে কখনো কখনো ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড প্রয়োজন হয়বিশেষ করে ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ডে রং বা ছবি থাকলেইমেজ ফরম্যাটও হতে হয় এমন যা সব ব্রাউজারে ব্যবহার করা যায়ফটোশপে খুব সহজেই ওয়েবের জন্য ইমেজ তৈরী করে নেয়া যায়



ওয়েব সাইটের জন্য সবচেয়ে জনপ্রিয় ফরম্যাট হচ্ছে জেপেগ JPEG, JPG)বিশেষ করে ফটোগ্রাফ জাতিয় ছবির ক্ষেত্রে মান ঠিক রেখেও ফাইল সাইজ ছোট করে নেয়া যায়অসুবিধে হচ্ছে এতে ট্রান্সপারেন্সি ব্যবহার করা যায় না

আরেক জনপ্রিয় ফরম্যাপ জিফ (GIF)এতে রঙের সিমাবদ্ধতা রয়েছে ফলে জেপেগ এর মত তত উচুমানের ছবি পাওয়া যায় নাআবার সুবিধের দিকে রয়েছে বিশেষ রংকে ট্রান্সপারেন্ট হিসেবে ব্যবহার করার সুযোগআর বর্তমানে পিএনজি (PNG) বা পিং অত্যন্ত জনপ্রিয় ফরম্যাটএতে ছবির মান ঠিক রেখে ট্রান্সপারেন্সি ব্যবহার করা যায়যদিও ফাইলের আকার সাধারনত জেপেগ থেকে কিছুটা বড় হয়

.          ইমেজ ফাইলের যাকিছু পরিবর্তন করা প্রয়োজন সেগুলি করার পর মেনু থেকে কমান্ড দিন File – Save for Web & Devices

সেভ ফর ওয়েব এন্ড ডিভাইসেস ডায়ালগ বক্স পাওয়া যাবে



.          সহজে ব্যবহারের জন্য ডানদিকে প্রিসেট মেনু থেকে যে ফরম্যাট ব্যবহার করতে চান সেই ফরম্যাটের প্রিসেট সিলেক্ট করুন

.          ইমেজের নিচে বামদিকে ইমেজটির ফাইলসাইজ কত হবে, কত স্পিডের ইন্টারনেট লাইনে কত সময় প্রয়োজন হবে দেখা যাবেপ্রয়োজনে আপনার পছন্দের লাইনস্পিড সিলেক্ট করে নির্দিস্টভাবে জেনে নিন

.          ইমেজের ওপরের 4-Up বাটন ব্যবহার করলে মুল ইমেজের সাথে আরো ৩টি ভিন্ন ভিন্ন সেটিংএ প্রিভিউ দেখা যাবেউদাহরনের ছবিতে মুল ইমেজ ১.৯ মেগাবাইট, দ্বিতীয়টি ১০৯ কিলোবাইট এবং তৃতীয়টি ৯৩ কিলোবাইটযে কোন ইমেজ সিলেক্ট করে সেটার জন্য সেটিং পরিবর্তন করে প্রিভিউ এবং ফাইলের তথ্য দেখে নিতে পারেনএকেক প্রিভিউ এর জন্য একে ফরম্যাট সিলেক্ট করে জেনে নিতে পারেন কোনটি আপনার জন্য বেশি উপযোগি

.          জিফ এর জন্য ৬৪ কালার, ১২৮ কালার বা ২৫৬ কালার ব্যবহার করে দেখতে পারেন

.          আপনি যে ইমেজ ব্যবহার করতে চান সেটার ওপর ক্লিক করে সিলেক্ট করুনএবং Save বাটনে ক্লিক করুন

ওয়েব পেজে ইমেজ ব্যবহারের জন্য ফাইল সাইজ এবং ছবির মান দুদিকেই দৃষ্টি দিতে হয়দুইয়ের সমতা রেখে ইমেজ তৈরী করে নিন


By Uzzal Malake

Tutorial-Photoshop-29


          ফটোশপে টেক্সট ইফেক্ট

ফটোশপ টেক্সট ইফেক্ট, Photoshop Text Effect

অধিকাংশ ডিজাইনে কিছু টেক্সট ব্যবহার করা প্রয়োজন হয়অন্যান্য ফটো এডিটিং সফটঅয়্যার থেকে ফটোশপের বড় পার্থক্য হচ্ছে এতে সব ধরনের টেক্সট ব্যবহার করা যায়শুধু টাইটেলই নয়, রীতিমত প্যারাগ্রাফ টেক্সট ব্যবহারের সুবিধে রয়েছেআর রয়েছে টেক্সট এর জন্য নানারকম ইফেক্ট ব্যবহারের সুযোগ



ফটোশপের কিছু টেক্সট ইফেক্ট ব্যবহার দেখা যাক





লেয়ার ষ্টাইল

লেয়ার ষ্টাইল ব্যবহার করে লেখার ছায়া তৈরী করার জন্য ড্রপস্যাডো ব্যবহার করতে পারেন খুব সহজে

.          প্রয়োজনীয় টেক্সট টাইপ করুন

.          টেক্সট লেয়ারটি সিলেক্ট করে মেনু থেকে Layer – Layer Style – Drop Shadow কমান্ড দিন

.          ড্রপস্যাডোর বিভিন্ন প্যারামিটার ঠিক করুন

এখানে যা যা পরিবর্তন করা যাবে তারমধ্যে রয়েছে ড্রপস্যাডোর রং, ব্লেন্ড মোড, ড্রপস্যাডোর কৌনিক দিক, দুরত্ব ইত্যাদি



লেয়ার ষ্টাইলের অন্যান্য ইফেক্ট এর মধ্যে রয়েছে;

ইনার স্যাডো : থ্রিডি ইফেক্ট দেয়ার জন্য

আউটার গ্লো : গ্লো ইফেক্ট দেয়ার জন্যগাঢ় রঙের ব্যাকগ্রাউন্ডে সাদা বা হলুদ রং ব্যবহার করে আলো ছড়ানো ইফেক্ট পাওয়া যায়

ইনার গ্লো : ভেতরের দিকে গ্লো ইফেক্ট ব্যবহারের জন্য

বেভেল এন্ড এমবোস : থ্রিডি ইফেক্ট দেয়ার জন্য

সাটিন : টেক্সচার ইফেক্ট দেয়ার জন্য

কালার ওভারলে : পছন্দের কোন রং ব্যবহারের জন্য

গ্রাডিয়েন্ট ওভারলে : একাধিক রঙের মিশ্রন ব্যবহারের জন্যগ্রাডিয়েন্ট এর জন্য বেশকিছু রং সেট করা আছে যেগুলি কাষ্টমাইজ করা যায়

প্যাটার্ন ওভারলে : প্যাটার্ন ব্যবহারের জন্য

ষ্ট্রোক : আউটলাইন ষ্ট্রোক ব্যবহারের জন্য

উদাহরনের ছবিতে ড্রপস্যাডো, গ্রাডিয়েন্ট ওভারলে এবং ষ্ট্রোক ব্যবহার করা হয়েছে



ওয়ার্প ইফেক্ট

ওয়ার্প ইফেক্ট ব্যবহার করে টেক্সটকে বিভিন্ন ধরনের সেপ দেয়া যায়

.          টেক্সটটি সিলেক্ট করুন

.          টুলবারে Warp Text বাটনে ক্লিক করুনWarp Text ডায়ালগ বক্স পাওয়া যাবে

.          পছন্দমত কোন সেপ সিলেক্ট করুন

.          বিভিন্ন প্যারামিটার পরিবর্তন করে সেপকে পরিবর্তন করুন



টাইপ মাস্ক ব্যবহার

টাইপ মাস্ক ব্যবহার করে ইমেজ দিয়ে তৈরী টেক্সট ইফেক্ট ব্যবহার করা যায়, অথবা বিপরীতভাবে ইমেজ থেকে টেক্সট এর অংশ বাদ দেয়া যায়ফটোশপে দুটি টাইপ মাস্ক টুল রয়েছে, হরিজন্টাল এবং ভার্টিকাল

.          কোন একটি ইমেজ ওপেন করুন

.          যে কোন টাইপ মাস্ক টুল সিলেক্ট করুন

.          টাইপ করুন

.          ফন্ট, সাইজ ইত্যাদি পরিবর্তন করুন

.          সিলেকশন টুল সিলেক্ট করুন

.          টেক্সট এর ভেতরে ক্লিক করে ড্রাগ করে পছন্দমত যায়গায় নিন

.          টেক্সট এর ভেতরে রাইট-ক্লিক করে Layer via cut কমান্ড সিলেক্ট করুন

একটি লেয়ারে ইমেজ দিয়ে তৈরী টেক্সট অপর লেয়ারে ইমেজের ওপর কাট-আউট টেক্সট পাওয়া যাবে

টাইপ মাস্ক ব্যবহার করে টাইপের সাথে লেয়ার ইফেক্ট যোগ করে নতুনত্ব আনা যেতে পারে



সাধারন এই ইফেক্টগুলির বাইরেও ফটোশপের বিভিন্ন টুল ব্যবহার করে নানা ধরনের ইফেক্ট ব্যবহার করা যায়এছাড়া টেক্সট ইফেক্ট এর জন্য বেশকিছু প্লাগ-ইন রয়েছে


By Uzzal Malake

Tutorial-Photoshop-28


            ফটোশপে ভিডিও ব্যবহার
ফটোশপে ভিডিও কিংবা ইমেজ সিকোয়েন্স ফাইল ওপেন করে ফটোশপের ইফেক্ট ব্যবহার করতে পারেনফটোশপ সাপোর্ট করে এমন ভিডিও এবং ইমেজ সিকোয়েন্স এর ফরম্যাট হচ্ছে MPEG-1, MPEG-4, MOV, AVI, FLV, MPEG-2, BMP, Dicom, JPEG, OpenEXR, PNG, PSD, Targa, TIFF, Cineon এবং JPEG 2000

ওপেন করা কোন ডকুমেন্টে ভিডিও ফাইল ওপেন করার জন্য
.          Window মেনু থেকে Animation সিলেক্ট করুন
.          Convert to Timeline Animation বাটনে ক্লিক করে টাইমলাইন ভিউতে যান
.          লেয়ার মেনুতে ক্লিক করুন
.          New Video Layer from File ক্লিক করুন এবং ভিডিও ফাইলটি সিলেক্ট করুন
.          একটি ভিডিও ফাইলকে ওপেন করে লেয়ারে যোগ করতে হলে File – Open কমান্ড দিন এবং ভিডিও ফাইল সিলেক্ট করুন

প্লেব্যাক হেড সরিয়ে ভিডিওর প্রিভিউ দেখা যাবেএছাড়া স্পেসবার চেপেও প্লে-ষ্টপ কমান্ড ব্যবহার করা যাবে

ভিডিওকে স্লো বা ফাষ্ট করা
ভিডিওর ফ্রেমরেট কমবেশি করে ভিডিওকে স্লোমোশান ভিডিওতে বা ফাষ্ট ভিডিওতে পরিনত করতে পারেনফ্রেমরেট যত বেশি হবে ভিডিও তত ফাষ্ট হবে, ফ্রেমরেট কমালে ভিডিও ধীরগতিতে চলবে
.          টাইমলাইন ভিউতে এনিমেশন অপশনবাটনে ক্লিক করুন
.          ডকুমেন্ট সেটিং ক্লিক করুন
.          ফ্রেম পার সেকেন্ড এর মান পরিবর্তন করুন

আপনি হয়ত প্রশ্ন করতে পারেন ভিডিও এডিটিং সফটঅয়্যার থাকতে ফটোশপে ভিডিও আনা প্রয়োজন কেন
ফটোশপে যেভাবে ইমেজের নানারকম ত্রুটি সংশোধন করা যায়, ইফেক্ট বা ফিল্টার ব্যবহার করা যায় তার সবই ব্যবহার করতে পারেন ভিডিওর ওপর
কাজশেষে ভিডিও ফাইল তৈরীর জন্য
.          মেনু থেকে File – Export – Render Video কমান্ড দিন
.          আউটপুট ভিডিওর ফরম্যাট সহ অন্যান্য বৈশিষ্ট ঠিক করে দিন


By Uzzal Malake

Tutorial-Photoshop-27


একশন ব্যবহার
ফটোশপ টিউটোরিয়াল : কাজ সহজ করার জন্য একশন, Photoshop Tutorial
ফটোশপে কাজ করার সময় অনেক কাজই ধৈর্য্য ধরে ধীরেসুস্থে করতে হয়আর সেই কাজ যদি একাধিকবার করা প্রয়োজন হয় তাহলে তো কথাই নেইপ্রতিবার ধৈর্য্যের পরীক্ষা দেয়াএকাজকে সহজ করার জন্য একবার কাজ করে তাকেই বারবার ব্যবহার করার ব্যবস্থা রয়েছে ফটোশপেহয়ত আপনি ইমেজে নির্দিষ্ট কোন ইফেক্ট দিতে চান, নির্দিস্ট প্যারামিটার ব্যবহার করে সাদাকালো করতে চান, এবং এজন্য আপনার রয়েছে বহু ইমেজএকটি ইমেজে কাজটি করুনকাজ করার সময় কাজের ধাপগুলি রেকর্ড করুন একশন হিসেবেতারপর অন্য ইমেজে রেকর্ড করা ধাপগুলি প্লে করুনসেখানেও একই পরিবর্তন পাওয়া যাবে

ফটোশপের (সিএস ৫)  সাথে দেয়া একশন ব্যবহার করেই দেখা যাক কি ফল পাওয়া যায়
.          একটি ইমেজ ওপেন করুন
.          একশন প্যালেট ওপেন করুন (Window - Actions)
.          Wood Frame একশন সিলেক্ট করুন
.          একশন প্যানেলের নিচের অংশের Play আইকনে ক্লিক করুন
মুহুর্তের মধ্যে ছবির চারিদিকে কাঠের ফ্রেম পাওয়া যাবে


কিভাবে একশন তৈরী করবেন

.          একটি ইমেজ ওপেন করুন
.          একশন প্যানেলে Create New Action আইকনে ক্লিক করুনকাজের ধরন অনুযায়ী একশনের একটি নাম টাইপ করে দিন
.          Start Recording আইকনে ক্লিক করুন
.          কাজগুলি করুন
.          কাজ শেষ হলে Stop Recording বাটনে ক্লিক করুন

অন্য ইমেজে এই একশন ব্যবহারের জন্য সেটা ওপেন করে Play আইকনে ক্লিক করুনআগের ইমেজে যাকিছু করেছেন সেগুলি পরের ইমেজে করা হবে


By Uzzal Malake