Showing posts with label Tutorial-Wordpress. Show all posts
Showing posts with label Tutorial-Wordpress. Show all posts

Sunday, April 20, 2014

Tutorial-Wordpress-9


Wordpress : বিভিন্ন ধরনের সেটিং
ওয়ার্ডপ্রেস ব্যবহার করে বিনামুল্যের ব্লগ এবং নিজস্ব ডোমেন/হোষ্টিং ব্যবহার করে ব্লগ দুধরনের পদ্ধতিই আগের টিউটোরিয়াগুলিতে উল্লেখ করা হয়েছে। ওয়ার্ডপ্রেস মেনুভিত্তিক সফটঅয়্যার। যাকিছু পরিবর্তণ করতে চান সেটা করার জন্য মেনু থেকে নির্দিষ্ট কমান্ড ব্যবহার করাই যথেষ্ট। ওয়েবসাইটের প্রয়োজনীয় পরিবর্তনগুলি কিভাবে করবেন জেনে নিন।
ওয়ার্ডপ্রেস ভার্শন আপডেট করা
যদি ওয়ার্ডপ্রেসের নিজস্ব ডোমেন/হোষ্টিং ব্যবহার করেন তাহলে নিজে থেকেই ভার্শন আপডেট কবে। লোকাল হোষ্ট হিসেবে ইনষ্টল করলে যদি নতুন ভার্শন রিলিজ দেয়া হয় তাহলে আপডেট করার তথ্য পাওয়া যাবে।
আপডেট করার জন্য Update now লিংকে ক্লিক করুন।

সাইটের সাধারন সেটিং ঠিক করা
.          ড্যাসবোর্ড ওপেন করুন (ব্রাউজার ওপেন করে বিনামুল্যের ব্লগের জন্য sitename/wp-admin/ অথবা নিজস্ব কম্পিউটারে লোকহোষ্ট ব্যবহার করে ইনষ্টল করলে localhost/wp-admin টাইপ করুন।)
.          বামদিকের মেনু থেকে Setting লিংকে ক্লিক করুন।
.          General লিংকে ক্লিক করুন।

জেনারেল সেটিং এর মধ্যে রয়েছে সাইটের নাম এবং স্লোগান পরিবর্তন, সাইটের এড্রেস (যদি হোমপেজ অন্য ফোল্ডারে রাখেন), ইমেইল এড্রেস, মেম্বারশিপের ধরন, টাইমজোন, ডেট ফরম্যাট, টাইম ফরম্যাট ইত্যাদি পরিবর্তন করা যাবে।
·        সাইটের নাম পরিবর্তন করতে হলে Site Title অংশে টাইপ করে দিন।
·        -মেইল পরিবর্তন করতে চাইলে নতুন ইমেইল এড্রস টাইপ করে দিন।
·        আপনার এলাকার টাইমজোন সিলেক্ট করুন। বাংলাদেশের টাইমজোন +
·        প্রয়োজন মনে করলে ডেট এবং টাইম ফরম্যাট পরিবর্তন করুন।
·        সবকিছু পরিবর্তনের পর Save Changes বাটনে ক্লিক করুন।

পোষ্ট লেখার সেটিং পরিবর্তন
·        সেটিং এর অধীনে Writing লিংকে ক্লিক করুন।
·        পোষ্ট তৈরীর জন্য বক্স এর মাপ ঠিক করে দিন। ডিফল্ট ২০ লাইন দেখার ব্যবস্থা রয়েছে। একে বাড়িয়ে ৪০ করে নিতে পারেন।
·        পোষ্টের বিভিন্ন ক্যাটাগরী থাকলে উল্লেখ না করা পোষ্টগুলি কোন ক্যাটাগরীতে যাবে সিলেক্ট করে নিন। ক্যাটাগরী তৈরী পদ্ধতি আগামী টিউটোরিয়ালে উল্লেখ করা হবে।
·        সবশেষে Save Changes বাটনে ক্লিক  করুন।
-মেইল এর মাধ্যমে পোষ্ট করা, রিমোট ওয়েবসাইট ব্যবহার করা ইত্যাদি সেটিং এই পেজেই রয়েছে আপাতত এগুলি পরিবর্তন করা প্রয়োজন নেই।

পোষ্ট পড়ার সেটিং পরিবর্তন
·        সেটিং এর অধীনে Writing লিংকে ক্লিক করুন।
·        উদাহরনের সাইটে একটিমাত্র পেজ রয়েছে। আগামীতে আরো পেজ তৈরীর বিষয় উল্লেখ করা হবে। সাইটে গেলে প্রথম কোন পেজ দেখা যাবে সেটা ঠিক করবেন () অংশে।
·        প্রতি পৃষ্ঠায় কতগুলি পোষ্ট দেখা যাবে ঠিক করে দিন। ডিফল্ট ১০টি।
·        আরএসএস ফিড ব্যবহারের সময় কতগুলি পোষ্ট দেখা যাবে ঠিক করে দিন।
·        ফিড এর সময় পুরো আর্টিকেল দেখা যাবে নাকি কিছু অংশ দেকা যাবে ঠিক করে দিন।
·        এনকোডিং এর জন্য ডিফল্ট UTF-8 নিরাপদ। এতসব অপারেটিং সিষ্টেমে সব ধরনের ফন্ট দেখার নিশ্চয়তা পাওয়া যায়। বিশেষ ভাষা ব্যবহারের জন্য পরিবর্তন করা যেতে পারে।
·        সবশেষে Save Changes বাটনে ক্লিক  করুন।

কমেন্ট সেটিং
·        সেটিং এর অধীনে Discussion লিংকে ক্লিক করুন।
·        other comment setting অংশে Comment author must fill out name and e-mail থেকে টিক চিহ্ন থাকলে নাম এবং ইমেইল ব্যবহার না করে কমেন্ট লেখা যাবে না। যদি নাম-ইমেইল ব্যবহার ছাড়াই কমেন্টের সুযোগ রাখতে চান তাহলে টিকচিহ্ন উঠিয়ে দিন।
·        কমেন্ট এর নতুনটি আগে দেখা যাবে আকি আগেরটি আগে দেকা যাবে ঠিক করে দিন। ডিফল্ট আগেরটি আগে দেখা যাবে।
·        কেউ কমেন্ট করলে আপনার -মেইলে সেটা জানানো হবে কিনা ঠিক করে দিন। ডিফল্ট, আপনার -মেইলে জানানো হবে।
·        প্রতিটি কমেন্ট approve করার পর পোষ্ট হবে নাকি সরাসরি দেখা যাবে ঠিক করে দিন। ডিফল্ট, সরাসরি দেখা যাবে।
ওয়ার্ডপ্রেস বিশেষ ব্যবস্থায় (akismet) স্প্যাম কমেন্ট ফিল্টার করে। একাধিক লিংক থাকলে কমেন্টগুলি স্প্যাম হিসেবে ধরা হয়।
·        সবশেষে Save Changes বাটনে ক্লিক  করুন।


By Uzzal Malake

Tutorial-Wordpress-8


Wordpress: পোষ্ট লেখার নানা নিয়ম

ওয়ার্ডপ্রেস ব্লগে আপনি যে পোষ্ট তৈরী করবেন সেখানে শুধুমাত্র টেক্সট থাকতে পারে, টেক্সট এরসাথে ইমেজ, ভিডিও, সাউন্ড ইত্যাদি থাকতে পারে, শুধুমাত্র ইমেজ (ফটো ব্লগিং) ব্যবহার করা হতে পারে।


প্রসংগত উল্লেখ্য, বিনামুল্যের ওয়ার্ডপ্রেস সাইটে টেক্সট এবং ইমেজ ব্যবহার করা যায়। ভিডিও, অডিও এবং অন্যান্য ফরম্যাট ফাইল ব্যবহারের সুযোগ দেয়া হয় না। এই সুবিধে পাওয়ার জন্য তাদের টাকা দিয়ে বিশেষভাবে সেবা নিতে হয়। এছাড়া আপনি যে থিম (টেম্পলেট) ব্যবহার করবেন তাকেও পরিবর্তন করা যায় না। ফলে ইচ্ছেমত ফন্ট ব্যবহারের সুযোগও নেই। তবে বিশেষ পদ্ধতিতে নিজের পছন্দের ফন্ট বা লেখা বড়ছোট করে নিতে পারেন।

বিষয়গুলি এখানে উল্লেখ করা হচ্ছে।

.          আপনার সাইটের ড্যাসবোর্ড ওপেন করুন।

.          Post -  Add New সিলেক্ট করুন। নতুন পোষ্ট তৈরীর স্ক্রিন পাবেন।

.          টাইটেল টাইপ করুন (বাংলা অথবা ইংরেজিতে)

.          পোষ্ট টাইপ করুন অথবা অন্য কোথাও টাইপ করা থাকলে কপি করে পেষ্ট করুন।

.          Add Image বাটনে ক্লিক করে ইমেজ ব্যবহার করুন।

একাজগুলি আগেই উল্লেখ করা হয়েছে কাজেই সমস্যা হওয়ার কথা না।



আপনি নিশ্চয়ই লক্ষ করেছেন ব্লগের পোষ্টগুলি পুরো লেখা একসাথে দেখা যায় না। প্রথম কয়েক লাইন দেখার পর Read more .. নামে একটি লিংক থাকে। সেখানে ক্লিক করলে (অথবা টাইটেলে ক্লিক করলে) সেই পোষ্টের পৃষ্ঠা দেখা যায়।

Read more লিংক যোগ করার জন্য;

.          যে যায়গা পর্যন্ত প্রথম পৃষ্ঠায় দেখাতে চান সেখানে কার্সর আনুন।

.          Insert More Tag আইকনে ক্লিক করুন।



লিংক তৈরী

পোষ্টের কোন টেক্সটকে অন্য কোন সাইটের, অথবা একই সাইটের অন্য পোষ্টের লিংক হিসেবে ব্যবহার করতে পারেন। সেখানে ক্লিক করলে ভিজিটর সেই লিংকের ঠিকানায় যাওয়ার সুযোগ পাবেন।

.          যে টেক্সটকে লিংক হিসেবে ব্যবহার করতে চান সেটুকু সিলেক্ট করুন।

.          Insert/Edit Link আইকনে ক্লিক করুন।

.          URL অংশে লিংক (এড্রেস) টাইপ করে দিন।

.          Title শে লিংকের যায়গায় কি লেখা যাবে সেটা ঠিক করে দিতে পারেন।

.          Open Link in a window/tab টি চিহ্ন দেয়া থাকলে পোষ্টের পেজ ওপেন থাকবে এবং নতুন লিংক নতুন উইন্ডো/ট্যাবে ওপেন হবে

.          অন্য সাইটের বদলে একই সাইটের ভিন্ন পোষ্ট এর লিংক তৈরীর জন্য link to existing content থেকে সেই পোষ্ট সিলেক্ট করুন।




পোষ্টের ক্যাটাগরী তৈরী

ধরা যাক আপনি বই বিষয়ে ওয়েবসাইট তৈরী করছেন। সেখানে Review নামে একটি ক্যাটাগরী তৈরী করতে চান যেখানে রিভিউগুলি থাকে। ফলে যে ভিজিটর রিভিউগুলি দেখতে চান তিনি সহজে রিভিউকে আলাদা করার সুযোগ পারেন।

.          Add New Category লিংকে ক্লিক করুন।

.          ক্যাটাগরীর নাম (Review) টাইপ করুন।

.          Add New Category বাটনে ক্লিক করুন।

ক্যাটাগরি লিষ্টে নামটি পাওয়া যাবে। রিভিউ বিষয়ক পোষ্ট তৈরীর পর একে সিলেক্ট করে নিন।





ষ্টিকি পোষ্ট

ব্লগে সাধারনত সবশেষ পোষ্টটি শুরুতে থাকে। নতুন পোষ্ট তৈরীর সাথেসাথে আগের পোষ্টটি প্রথম অবস্থান থেকে সরে যায়। খুব গুরুক্বপুর্ন পোষ্টে ক্ষেত্রে তাকে ষ্টিকি পোষ্ট হিসেবে একেবারে শুরুতে রেখে দিতে পারেন। এরফলে এই পোষ্ট সবসময়ই শুরুতে থাকবে (পরিবর্তন না করা পর্যন্ত)

.          সাধারন নিয়মে পোষ্টটি তৈরী করুন।

.          Visibility অংশে Edit বাটনে ক্লিক করুন।

.          Stick this post to the front page টিক চিহ্ন দিন।





নির্দিস্ট সময়ে পোষ্ট করা

সাধারনত আপনি পোষ্ট তৈরী করে পাবলিক কমান্ড ব্যবহার করেন, অথবা পরবর্তীতে আরো এডিট করার জন্য ড্রাফট সেভ করে রেখে দেন। তাকেও পরে এডিট করে পাবলিশ কমান্ড দিতে হয়।

আপনি পোষ্ট তৈরী নির্দিষ্ট সময় ঠিক করে দিতে পারেন যারফলে পোষ্ট সেই সময়ে নিজে থেকে পাবলিশ হবে।

.          পোষ্টটির সমস্ত কাজ শেষ করুন।

.          Publish অংশে যে সময়ে পাবলিশ করতে চান সেই সময় ঠিক করে দিন।


By Uzzal Malake

Tutorial-Wordpress-7


Wordpress: টেম্পলেট (থিম) ব্যবহার
আপনি ওয়ার্ডপ্রেসে বিনামুল্যের ব্লগ ব্যবহার করুন অথবা নিজস্ব ডোমেন-হোষ্টিং ব্যবহার করুন, খুব সহজে নিজের পছন্দমত টেম্পলেট ব্যবহার করতে পারেন। বিনামুল্যের ব্লগের ক্ষেত্রে আপনি সরাসরি তাদের সাইট থেকে থিম পছন্দ করতে পারেন, তার প্রিভিউ দেখতে পারেন, এরপর একবার ক্লিক করলেই সেটা আপনার ব্লগে কাজ করবে। এর সমস্যা হচ্ছে, বিনামুল্যের ব্লগে থিমের আভ্যন্তরীন কোন পরিবর্তন করার সুযোগ দেয়া হয় না। যদি ফন্টসাইজ আপনার জন্য মানানসই না হয় তাহলে আপনি ফন্ট পরিবর্তন করতে পারেন না, বরং আপনার জন্য মানানসই ফন্টের থিম খুজে বের করতে হয়। যদিও তাদের থিমের সংখ্যা অনেক, ক্রমশই সেগুলি বাড়ানো হচ্ছে। এদের অধিকাংশেই হেডার ইমেজ পরিবর্তন করা যায়, কোনটিতে পছন্দমত রংও ব্যবহার করা যায়। 
অন্যদিকে নিজস্ব ডোমেন-হোষ্টিং ব্যবহার করা সাইটের জন্য থিম পছন্দ করে ডাউনলোড করে নিতে হয় (বিনামুল্যে অথবা কিনে) আপনি নিজেও পছন্দমত থিম তৈরী করে নিতে পারেন। এগুলি ব্যবহারের সময়ও কোনরকম সীমাবদ্ধতা নেই। কোড পরিবর্তন করে সবকিছুই করতে পারেন।
থিম পরিবর্তনের পদ্ধতি জেনে নিন।
বিনামুল্যের (wordpress.com) ব্লগের জন্য
.          ড্যাসবোর্ডে Appearance - Themes লিংকে ক্লিক করুন।
বিভিন্ন থিমগুলি প্রিভিউ ইমেজসহ দেখা যাবে। সাথে বর্ননা রয়েছে। প্রিমিয়াম থিমগুলি টাকা দিয়ে কিনতে হয় (পাশে দাম লেখা দেখতে পাবেন) এই মুহুর্তে মোট ১২৯টি থিম রয়েছে।
.          যে ধরনের থিম আপনার প্রয়োজন (যেমন কলাম, কলাম, রাইট সাইড-বার) সেই ট্যাগ অনুযায়ী সহজে থিম খুজে বের করতে পারেন।
.          যে থিমটি আপনার পছন্দ তার প্রিভিউ দেখার জন্য থিমের প্রিভিউ এর নিচে Preview লিংকে ক্লিক করুন।
.          থিমটি ব্যবহারের জন্য Activate বাটনে ক্লিক করুন।
থিমটি আপনার সাইটে ব্যবহৃত হবে।

নিজস্ব ডোমেন-হোষ্টিং সাইটের থিম পরিবর্তন
.          আপনার পছন্দের থিমটি ডাউনলোড করে নিন।
.          সাধারনত থিম ফাইল জিপ করা থাকে। একে আনজিপ করে নিন।
.          ‘wp-content/themes’ ল্ডারে কপি (আপলোড) করুন।

এরপর ড্যাসবোর্ড থেকে আগের পদ্ধতিতে থিম পরিবর্তন করা যাবে।

বিনামুল্যে ইন্টারনেটে যে থিমগুলি পাওয়া যায় সেগুলিতে নির্মাতার নাম-ঠিকানা দেয়া থাকে। এগুলি পরিবর্তন করবেন না। তারা কষ্ট করে থিমটি তৈরী করেছেন এটুকু স্বিকৃতি তাদের প্রাপ্য।


By Uzzal Malake

Tutorial-Wordpress-6


বাংলায় ব্লগ : ওয়ার্ডপ্রেসে বাংলা ব্যবহার
আপনি হয়ত সাইটে বিনামুল্যের ব্লগ ব্যবহার করছেন কিংবা করতে আগ্রহী। বিনামুল্যের সাইট হওয়ার কারনে এর কিছু সীমাবদ্ধতা রয়েছে, যেমন আপনি ফন্ট পরিবর্তন করতে পারেন না। যে থিম ব্যবহার করবেন সেই থিমের ফন্ট কাজ করবে। কাজেই আপনি বাংলা ব্যবহারের সুযোগ পাচ্ছেন না।
ইচ্ছে করলে খুব সহজেই দুলাইন কোড লিখে আপনি বাংলা ফন্ট ব্যবহার করতে পারেন।


·        ড্যাসবোর্ডে নতুন পোষ্ট লেখার জন্য Add New Post পেজে যান।
·        HTML ট্যাব সিলেক করুন।
·        নিচের দুলাইন কোড টাইপ করে দিন। এখানে সোলাইমানলিপি ফন্টের নাম এবং নির্দিস্ট ফন্টসাইজ ব্যবহার করা হয়েছে। আপনি আপনার ফন্টের নাম এবং সাইজ উল্লেখ করে দিন।

<p>
<font size="5" face="SolaimanLipi">


</font>
</p>

·        দুটি লাইনের মাঝখানে বাংলায় লিখুন। অথবা ওয়ার্ডে টাইপ করার পর copy করে এখানে Paste করুন।
·        Visual ট্যাবে যান।

আপনি যে ফন্টেই টাইপ করুন না কেন, এখানে নাম থাকবে সেই ফন্ট ব্যবহৃত হবে। উল্লেখ করা যেতে পারে ইন্টারনেটের জন্য SolaimanLipi অত্যন্ত জনপ্রিয় ফন্ট। বিনামুল্যে এই ফন্ট ডাউনলোড করে নিতে পারেন তাদের ওয়েবসাইট থেকে।

Tutorial-Wordpress-5


ওয়ার্ডপ্রেসে বাংলা ব্যবহার এবং কোডের অন্যান্য পরিবর্তন

ওয়ার্ডপ্রেস বিনামুল্যের সাইটে মুল কোডের কোন পরিবর্তন করা যায় না। কিছু অর্থ দিয়ে (৩০ ডলার) ফন্ট বিষয়ক কিছু পরিবর্তন করা যায়। কিভাবে বিনামুল্যের ওয়ার্ডপ্রেস ব্লগে বাংলা ব্যবহার করবেন সেটা উল্লেখ করা হয়েছে এই টিউটোরিয়ালে।



নিজস্ব হোষ্টিং ব্যবহার করলে ওয়ার্ডপ্রেসে ব্যবহার করা টেম্পলেট এর যে কোন কোড পরিবর্তন করার সুযোগ পাবেন। ফলে স্থায়ীভাবে ফন্ট পরিবর্তন করে পুরোপুরি বাংলা ব্যবহার করতে পারেন, অথবা অন্য যাকিছু পরিবর্তন করতে চান করতে পারেন।

ধরে নেয়া হচ্ছে আপনি কোড ব্যবহারে ততটা দক্ষ নন। তাহলেও ফন্ট পরিবর্তনের মত কাজ নিজেই করে নিতে পারেন।

.          ড্যাসবোর্ডে Appearance - Editor সিলেক্ট করুন।

নিজে থেকে ষ।টাইলসিট ওপেন হওয়ার কথা। ডানদিকে টেম্পলেটে ব্যবহৃত বিভিন্ন ফাইলের নাম দেখা যাবে। যে নামে ক্লিক করবেন সেই ফাইলটি ওপেন হবে।

.          মুল ফন্ট ফন্ট পরিবর্তনের জন্য body, font এই শব্দগুলি খোজ করুন। বিভিন্ন টেম্পলেটে কোডের ধরন বিভিন্ন হতে পারে।

.          সাধারনত ওয়েবপেজে কয়েকটি ফন্টের নাম ব্যবহার করা হয়। কারন কোন একটি না থাকলে বদলি ফন্ট হিসেবে আরেকটি ব্যবহার। এখানে যে ফন্ট ব্যবহার করতে চান তার নাম একইভাবে টাইপ করে দিন। যেমন বাংলার জন্য solaimanlipi ব্যবহার করতে পারেন।

.          ফন্টের সাইজ যেখানে রয়েছে সেই অংশ বের করুন এবং বড়-ছোট করা প্রয়োজন হলে করে নিন।

.          অন্যান্য যাকিছু পরিবর্তন করা প্রয়োজন করে নিন। বড় ধরনের পরিবর্তনের সময় সাবধানে করবেন, গড়মিলের কারনে সাইট ঠিকভাবে কাজ নাও করতে পারে।

.          কাজ শেষে Update File বাটনে করুন।


By Uzzal Malake